রায়গঞ্জ শহরের যানজট এবং মোটর সাইকেল, সাইকেল চুরি রুখতে পদক্ষেপ নিতে চলেছে উত্তর দিনাজপুর জেলা পুলিশ। বুধবার রায়গঞ্জের কর্ণজোড়ায় পুলিশ সুপার দীপঙ্কর ভট্টাচার্য জেলা পুলিশের অফিসারদের নিয়ে বৈঠকে বসেন। বৈঠকে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। পুলিশ অফিসারেরা জানাচ্ছেন, রায়গঞ্জ শহরের বিভিন্ন রাস্তার দুই ধারে একাধিক ব্যাঙ্ক রয়েছে। ব্যাঙ্কগুলির সামনে কোনও স্ট্যান্ড না থাকায় গ্রাহকেরা রাস্তার ধারে বাইক, সাইকেল রেখে কাজে যান। এ ছাড়া বহু প্রধান রাস্তা সরু, বাজার এলাকার ফুটপাত দখল হওয়ার জন্যও যানজট বেড়েছে। বেশ কিছু অপরিসর রাস্তায় ডিভাইডার থাকায় রাস্তা দুই ধারে গাড়ি রাখার জন্যও সমস্যা তৈরি হয়েছে। তেমনিই বাড়ছে চুরির ঘটনাও। গত এক বছরে জেলায় ২৫টি মোটর বাইক চুরি হয়েছে। এরমধ্যে রায়গঞ্জ শহরে ১৮টি চুরির ঘটনা ঘটেছে। গত এক মাসে সাইকেল চুরি হয়েছে ১৮টি। চলতি সপ্তাহেই দুটি মোটর সাইকেল চুরির ঘটনা ঘটেছে। জেলা পুলিশ সুপার বলেন, “জেলাশাসকের মাধ্যমে পুর কতৃর্পক্ষের কাছে প্রতিটি ব্যাঙ্কের সামনে স্ট্যান্ড গড়ে তোলার পরিকল্পনা পাঠানো হচ্ছে। জেলার সমস্ত থানার আইসি। ওসিদের নজরদারি বাড়ানোর পাশাপাশি প্রতিটি মোটর বাইকের কাগজপত্র পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে। বাড়ানো ট্রাফিক পুলিশের কর্মী সংখ্যাও।” জেলাশাসক পাশাং নরবু ভুটিয়া বলেন, “শহরের যানজট সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ব্যাঙ্কগুলির সামনে স্ট্যান্ড তৈরি করা যায় কী না তা দেখার জন্য পুরসভার সঙ্গে কথা বলা হচ্ছে।” এই ব্যাপারে রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান তথা রায়গঞ্জের বিধায়ক মোহিত সেনগুপ্ত বলেন, “ব্যাঙ্কগুলির সামনে জায়গার অভাব রয়েছে। পুলিশ-প্রশাসনের তরফে প্রস্তাব পেলে স্ট্যান্ড তৈরির ব্যবস্থা নেওয়া হবে। আমরাও যানজট কমানোর বিষয়টি দেখছি।” পুলিশ সূত্রে জানা গিয়েছে, শহরের শিলিগুড়ি মোড়, সুপার মার্কেট, দেহশ্রী মোড়, বিধাননগর, বিবিডি মোড়, এমজি রোডের মত এলাকায় বহু ব্যাঙ্ক রয়েছে। এই এলাকাগুলিতে যানজটের পাশাপাশি বাড়ছে চুরির ঘটনাও। মঙ্গলবার সকালে সুপারমার্কেট এলাকার একটি ব্যাঙ্কের সামনে থেকে দুষ্কৃতীরা একটি বাইক চুরি করে। ওই দিনই রাতে অশোকপল্লি বাড়ির সামনে থেকে এক যুবকের বাইক চুরি হয়। শিলিগুড়ি মোড়, সুপার মার্কেট, মোহনবাটি, পুর বাসস্ট্যান্ড এলাকা, লাইন বাজার, বিদ্রোহী মোড়ের মত এলাকায় দিনভর যানজট লেগেই থাকে। পুলিশের উদাসীনতার জন্যই বাইক চুরি এবং যানজটের সমস্যা বেড়েছে বলে মনে করেন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক পবিত্র চন্দ। তিনি বলেন, “পুলিশের তৎপরতার অভাবে যানজট, চুরির ঘটনা বাড়ছে। সমস্যার সমাধানে পুলিশ উদ্যোগী হলে তা ভাল কথা।” তৃণমূল জেলা সভাপতি অসীম ঘোষ বলেন, “দীর্ঘদিন ধরেই সমস্যাগুলির সমাধানের দাবিতে আন্দোলন করছি।” দ্রুত সমস্যা মেটাতে পুলিশকে উদ্যোগী হতে বলেন সিপিএমের রায়গঞ্জ লোকাল কমিটির সম্পাদক নীলকমল সাহা। |