উত্তরবঙ্গ |
আত্মহত্যার হুমকি নাটাবাড়ির প্রাক্তন বিধায়কের |
|
নিজস্ব সংবাদদাতা, কোচবিহার: প্রতি পদে তৃণমূল বাধা দেওয়ায় দিনমজুরের অভাবে চাষবাস, পুকুর দেখাশোনার কাজ শিকেয় উঠেছে বলে লিখিত অভিযোগ করলেন কোচবিহারের নাটাবাড়ির প্রাক্তন বিধায়ক তমসের আলি। অবিলম্বে পুলিশ-প্রশাসনের তরফে যথাযথ ব্যবস্থা নেওয়া না-হলে সপরিবার আত্মহত্যার হুমকি দিয়েছেন সিপিএমের প্রাক্তন বিধায়ক। তিনি বলেন, প্রাথমিক স্কুল থেকে স্বেচ্ছাবসর নিয়ে রাজনীতি করছি। চাষবাস, পুকুরের উপরেই সংসার চলে। অথচ শ্রমিক না-পাওয়ায় পাট কাটাতে পারিনি। |
|
নিজস্ব সংবাদদাতা, কোচবিহার: সিগন্যাল পরিকাঠামো ঢেলে সাজা এবং মেরামতের জন্য আজ, বৃহস্পতিবার থেকে নিউ কোচবিহার স্টেশনের উপর দিয়ে যাতায়াতকারী ৬টি ট্রেন বাতিল করা হয়েছে। একই কারণে কলকাতা, মালদহ ও গুয়াহাটি রুটের আরও ৭টি ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে। উত্তর-পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ জানিয়েছেন ৮ নভেম্বর মঙ্গলবার পর্যন্ত ওই পরিস্থিতি চলবে। |
বাড়তি বাস
চালাবে নিগম |
|
যান-শাসন, চুরি রুখতে
জেলা পুলিশের উদ্যোগ |
তৃণমূলের
পাল্টা তোপ ফ্রন্টকে |
|
কোচবিহারে দু’টি
সেতু গড়বে রাজ্য |
ইসলামপুরে
পোস্টাল অর্ডার নেই |
|
টুকরো খবর |
|
|
কোচবিহারের মদনমোহন বাড়িতে জগদ্ধাত্রী পুজো নিজস্ব চিত্র |
|
শিলিগুড়ি-জলপাইগুড়ি |
মোর্চার সঙ্গে ‘চুক্তি’ করায় পাঁচ আদিবাসী নেতাকে শো-কজ
|
নিজস্ব প্রতিবেদন: সংগঠনের ‘কর্মসমিতিকে অন্ধকারে রেখে’ গোর্খা জনমুক্তি মোর্চার সঙ্গে চুক্তি করায় আদিবাসী নেতা জন বার্লা, তেজকুমার টোপ্পো-সহ ৫ জন নেতাকে ‘শো-কজ’ করল আদিবাসী বিকাশ পরিষদ। পরিষদ সূত্রের খবর, এক সপ্তাহের মধ্যে ওই নেতাদের জবাব চাওয়া হয়েছে। শুধু তাই নয়, মোর্চার সঙ্গে যে চুক্তি হয়েছে তাতে যিনি সই করেছেন, সেই নেতা জন বার্লাকে ডুয়ার্সের আঞ্চলিক সভাপতির পদ থেকে সাময়িক ভাবে অপসারণ করেছে পরিষদ। |
|
|
ধৃতরা জেল
হেফাজতে |
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি: কয়েক মাসের মধ্যে টাকা দ্বিগুণ করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে ধৃত মুম্বইয়ের একটি সংস্থার এজেন্ট রণবীর দাস গত বছরের ২৯ অক্টোবর একদিনে একটি বেসরকারি ব্যাঙ্কে ১৫ লক্ষ টাকা জমা দিয়েছিলেন। ঘটনার তদন্তে নেমে এই তথ্য উদ্ধার করেছে পুলিশ। রণবীর সহ ৩ জন এজেন্টকে পুলিশ ইতিমধ্যেই গ্রেফতার করেছে। |
|
তার ছিঁড়ে বিপর্যস্ত বিএসএনএল পরিষেবা, হয়রান গ্রাহকেরা |
|
টুকরো খবর |
|
|
বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়নশিপে যোগ দিতে ৩ নভেম্বর মুম্বই যাচ্ছেন শিলিগুড়ির মনোজ মজুমদার।
মন্ত্রী মানস ভুঁইয়া তাঁকে ২৫ হাজার টাকা সাহায্য করেন। মানসবাবুর তরফে তা মনোজের হাতে তুলে
দিচ্ছেন কংগ্রেস নেতা সুবীন ভৌমিক। বুধবার ছবিটি তুলেছেন বিশ্বরূপ বসাক।
|
|
|