টুকরো খবর
আত্মহত্যা, প্ররোচনার নালিশ
মোবাইলে বন্ধুদের মেসেজ করার পরে ট্রেনের তলায় ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন এক যুবক। বুধবার ঘটনাটি ঘটে নিউ জলপাইগুড়ি স্টেশনে। ওই যুবকের নাম বিশ্বজিৎ চক্রবর্তী (৩০)। বাড়ি বাগডোগরা থানায় ভুজিয়াপানি এলাকায়। ওই যুবকের অভিযোগ, তাঁর প্রেমিকা সম্প্রতি শিলিগুড়ি বিধান মার্কেট এলাকার এক যুবকের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে পড়ে। তার জেরেই আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হন তিনি। পুলিশ তার পকেট থেকেও একটি সুইসাইড নোট উদ্ধার করেছে। বিধান মার্কেট এলাকার ওই যুবক এবং প্রেমিকাকে তাঁর মৃত্যুর দায়ী করেছেন ওই যুবক। এদিন রাতে মৃতের পরিবারের পক্ষ থেকে নিউ জলপাইগুড়ি রেল পুলিশ থানায় এই ব্যাপারে অভিযোগ দায়ের হয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে। রেল পুলিশের পুলিশের এক পদস্থ কর্তা জানান, সুইসাইড নোট মিলেছে। মৃতের বাড়ির লোকেদের তরফে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ দায়ের করা করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ওই যুবকের বাড়িতে বাবা-মা এবং ছোট ভাই রয়েছে। কিছুদিন আগে লটারিতে কিছু টাকা পেয়ে তিনি বাগডোগরায় একটি জুতোর দোকান খোলেন। হায়দরপাড়ার বাসিন্দা ওই প্রেমিকার সঙ্গে তাঁর প্রায় সাত বছরের সম্পর্ক ছিল। এদিন সকাল ৯টা নাগাদ ওই যুবক বাড়ি থেকে বার হন, তার পর থেকে তাঁর খোঁজ মিলছিল না। সকাল ১০টা নাগাদ বিশ্বজিৎ নিউ জলপাইগুড়ি স্টেশন লাগোয়া জোড়াপানি সেতুর কাছে ট্রেনের তলায় ঝাপ দেন। এলাকার বাসিন্দারা দেহটি পড়ে থাকতে রেল পুলিশকে জানান। প্রাথমিক ভাবে পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে। ইতিমধ্যে মৃতের পরিবারের লোকেরা বিশ্বজিতের খোঁজখবর শুরু করার পরে নিউ জলপাইগুড়িতে আত্মহত্যার ঘটনাটি জানতে পারেন। পরে মৃতের বাড়ির লোকেরা দেহ শনাক্ত করেন।

অর্ডিন্যান্সের বিরোধিতা
রাজ্যে বিশ্ববিদ্যালয়গুলির আইন সংশোধনে আনা নতুন অর্ডিন্যান্স নিয়ে সরব হল পশ্চিমবঙ্গ কলেজ শিক্ষাকর্মী ইউনিয়নের দার্জিলিং জেলা শাখা। মঙ্গলবার রাজ্যপাল ওই অর্ডিন্যান্সে স্বাক্ষর করেন। নয়া আইনে সেনেট, সিন্ডিকেট, এগজিকিউটিভ কাউন্সিল, কোর্টের মতো সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থায় বিধায়ক, সাংসদ, ছাত্র, শিক্ষা কর্মীদের প্রতিনিধি থাকবেন না। পশ্চিমবঙ্গ কলেজ শিক্ষাকর্মী ইউনিয়নের দার্জিলিং জেলা শাখার অভিযোগ, বাম জমানায় বিশ্ববিদ্যালয়ের কোর্টের প্রতিনিধি হতেন কলেজগুলি থেকে ২ জন শিক্ষাকর্মী। নতুন আইনে কোর্টের সদস্য হতে না পারলে বা কাউন্সিলে তাদের প্রতিনিধি না থাকলে দাবির কথা তাঁরা কোথায় জানাবেন? সে কারণেই নতুন অর্ডিন্যান্সে তাঁদের অধিকার খর্ব করা হচ্ছে বলে সরব হন। পশ্চিমবঙ্গ কলেজ শিক্ষাকর্মী ইউনিয়নের দার্জিলিং জেলা শাখার সম্পাদক অরিন্দম বন্দ্যোপাধ্যায় বলেন, “শিক্ষাকর্মীদের প্রতিনিধি কোর্টের সদস্য না হলে তাঁরা এগজিকিউটিভ কাউন্সিলে যেতে পারবেন না। আমাদের দাবিদাওয়ার কথা তা হলে কোথায় জানাব? নয়া অর্ডিন্যান্স এনে বিশ্ববিদ্যালয়ের আইনে যে পরিবর্তন করা হচ্ছে আমরা তার বিরোধিতা করছি। এর বিরুদ্ধে আন্দোলন করব।”

ছট পুজোর রাতে অপমৃত্যু
ছট পুজোর রাতে রহস্যজনক ভাবে মৃত্যু হল এক ব্যক্তির। মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটে ভক্তিনগর থানার দশরথপল্লিতে। মৃতের নাম বিমল দাস (৫৫)। রাতে তাঁকে শিলিগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। বিমলবাবুর মৃত্যুতে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জলপাইগুড়ি সদরের এক অফিসার বলেন, “দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। কীভাবে মৃত্যু হয়েছে তা এখনও স্পষ্ট নয়। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।” ওই দিন সন্ধ্যায় ছট পুজোর জন্য বিমলবাবু তাঁর স্ত্রী সুচিত্রা দেবীকে নিয়ে মহানন্দা ঘাটে যান। পুজোর কাজ সেরে রাত ৯টা নাগাদ বাড়ি ফেরেন তিনি। ওই সময় তাঁর ছেলে নিমাইও বাড়ি ফেরেন। সুচিত্রা দেবী জানান, বিমলবাবু প্রচণ্ড মদ্যপ হয়ে বাড়িতে চিৎকার করছিলেন। নিমাই হট্টগোল করতে নিষেধ করলে ২ জনের মধ্যে বচসা শুরু হয়। নিমাই বাড়ি ছেড়ে চলে যায়। অনেক রাতেও ছেলে বাড়ি ফিরছে না দেখে বিমলবাবু ছেলেকে খুঁজতে বেরোন। তাঁকে না পেয়ে তিনি বাড়িতে গিয়ে শুয়ে পড়েন। পরে ছেলেও ফিরে আসেন। রাত ২টা নাগাদ শোওয়ার ঘরে অজ্ঞান অবস্থায় দেখতে পান তাঁর স্ত্রী। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

বিজেপি’র সম্মেলন
বিজেপি’র কর্মী সম্মেলন হল শিলিগুড়িতে। বুধবার শিলিগুড়ির হিলকার্ট রোডে যাদব সমিতি ভবনে ওই কর্মসূচি হয়। উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি রাহুল সিংহ। আজ, বৃহস্পতিবার কোচবিহার রবীন্দ্রভবনে দলের মহিলা সংগঠনের উত্তরবঙ্গ সম্মেলন হবে। সম্মেলনে বিজেপি’র মহিলা মোর্চার কেন্দ্রীয় কমিটির সম্পাদক কিরণ মাহেশ্বরী, রাহুল সিংহ প্রমুখ উপস্থিত থাকবেন। বিজেপি’র জেলা সম্পাদক নিখিল দে বলেন, “মহিলা মোর্চার প্রথম উত্তরবঙ্গ সম্মেলনে ছয়টি জেলার নেত্রী এবং প্রতিনিধিরা থাকবেন।”

ট্রেন থেকে পড়ে মৃত
চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এক তরুণের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে ফাঁসিদেওয়ার চটহাটে। মৃত নাজিরুল ওরফে তারিফুদ্দিন (১৭)-এর বাড়ি চটহাটের ডাঙ্গিগেদি বস্তি এলাকায়। দিল্লিতে শ্রমিকের কাজ করত। এ দিন বাড়িতে ফেরার জন্য নিউ জলপাইগুড়িগামী একটি ট্রেনে ওঠে। ট্রেনটি চটহাট স্টেশন ঢুকতেই চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পড়ে গিয়ে গুরুতর জখম হয় সে। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সন্ধ্যা নাগাদ মারা যায় নাজিরুল।

মেলা-সার্কাসে অনাথ শিশুরা
অনাথ আশ্রমের শিশুদের মেলা ঘুরিয়ে সার্কাস দেখাল হ্যামিল্টনগঞ্জ কালী পুজো মেলা কমিটির সদস্যরা। বুধবার বিকালে কালচিনি ব্লকের ফরওয়াডর্র্ নগরের একটি সেচ্ছাসবী সংস্থা ৩৮ শিশু কিশোরকে কালী পুজোর মেলা ঘোরায়। অক্টোবর মাসের ২৭ তারিখ থেকে মেলা শুরু হয়েছে। চলবে ৭ নভেম্বর পযর্ন্ত। অনাথ শিশুদের মেলা ঘুরিয়ে সার্কাস দেখানোর পর মিষ্টিমুখ করানো হয়।

সংবর্ধনা দিল পুলিশ
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভাল ফল করায় আলিপুর দুয়ার বাবুপাড়ার বাসিন্দা অভিষেক চক্রবর্তীকে বুধবার সংবার্ধনা দিল আলিপুরদুয়ার বার অ্যাসোসিয়েশন। সংবর্ধনা সভায় পুরসভার চেয়ারম্যান দীপ্ত চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন। পথ দুর্ঘটনায় মৃত্যু। পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। বুধবার ঘটনাটি ঘটে কালচিনির হাসিমারা য়। হাসিমারা থেকে গুরুদুয়ারর পথে দেবকুমার লামা (৩০) নামে এক বাইক আরোহী যুবকের মৃত্যু হয়।

ধরা পড়েনি দুষ্কৃতী দল
ঘটনার ২৪ ঘন্টা পার হয়ে গেলেও বেলাকোবা সোনার দোকানের ডাকাতির ঘটনায় দুষ্কৃতীদের কোনও হদিশ করে উঠতে পারেনি পুলিশ। পুলিশের তরফে এই কথা বলা হলেও যেভাবে তদন্তের কাজ এগোচ্ছে, তাতে পুলিশ আশাবাদী খুব শীঘ্রই দুষ্কৃতীরা ধরা পড়বে বলে দাবি করা হয়েছে। পুলিশ জানায়, কিছু সূত্র ধরে তদন্ত চলছে। তবে তদন্তের স্বার্থে সব কিছু বলা যাবে না। গত ২৯ জুলাই বেলাকোবার ওই দোকানে ডাকাতির ঘটনার ৩ মাসের মধ্যে সোমবার রাতে ফের ওই একই দোকানে ডাকাতির ঘটনা ঘটে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.