ছাত্র-খুনে ধৃত কালিয়াচকে
নিজস্ব সংবাদদাতা • মালদহ |
কালিয়াচকে দশম শ্রেণির ছাত্র বিশ্বজিৎ মণ্ডলকে খুনের ঘটনায় অভিযুক্তদের একজনকে পুলিশ গ্রেফতার করেছে। ঘটনার পরে খবর মেলে দুষ্কৃতীরা গোলাপগঞ্জের কাছে একটি জঙ্গলে ঘাঁটি গেড়েছে। ওই এলাকাতেই বিশ্বজিৎকে মারধর করা হয়েছিল। পুলিশ সুপার জঙ্গলটি চারদিক থেকে ঘিরে ফেলে তল্লাশি চালান। দিনভর তল্লাশির পরে বিকেলে অভিযুক্তদের মধ্যে এক জনকে পুলিশ ধরে ফেলে। এলাকায় অস্ত্র লুকোনো রয়েছে বলেও জেনেছে পুলিশ। তা উদ্ধারের চেষ্টা করছে তারা। পুলিশ সুপার জয়ন্ত পাল বলেন, “খুনে অভিযুক্ত প্রত্যেককে গ্রেফতার করা হবে। তল্লাশি চালানো হচ্ছে জেলার বিভিন্ন এলাকায়। কোনও অবস্থায় দুষ্কৃতীদের মাথা তুলতে দেওয়া হবে না।” যে ভাবে পুলিশ তল্লাশি শুরু করেছে, তাতে কালিয়াচকের রামনগর গ্রামের বাসিন্দারা কিছুটা স্বস্তির নিশ্বাস ফেলেছে। দুষ্কৃতীদের হাত থেকে রেহাই পেতে গ্রামে পুলিশ ক্যাম্প বসাতে জায়গা দেন বিশ্বজিতের কাকা। সেই ‘অপরাধে’ তাঁর ভাইপো বিশ্বজিৎকে মঙ্গলবার বাঁশ দিয়ে পিটিয়ে-কুপিয়ে খুন করে দুষ্কৃতীরা। |
গরু নিয়ে সংঘর্ষে আহত গ্রামবাসী
নিজস্ব সংবাদদাতা • হলদিবাড়ি |
গরু নিয়ে বিএসএফ জওয়ানদের সঙ্গে সংঘর্ষে এক গ্রামবাসী জখম হয়েছেন। মঙ্গলবার হলদিবাড়ির সাতকুড়ার পাঠানপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। সম্প্রতি দক্ষিণ বেরুবাড়ি সীমান্তের বাসিন্দারা উৎসবের জন্য গরু কেনার জন্য পঞ্চায়েত থেকে অনুমতি নেন। হামিদার রহমান নামের এক ব্যক্তি গরু কিনে বাড়ি ফিরছিলেন। সাতকুড়া ক্যাম্পের জওয়ানদের সঙ্গে তাঁর বচসা হয়। বাসিন্দারা এলে সংঘর্ষ শুরু হয়। হামিদারকে মারধর করা হয় বলে অভিযোগ। তাঁকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। প্রতিবাদে গ্রামবাসীরা পঞ্চায়েতে স্মারকলিপি দিয়েছেন। |
ব্যবসায়ীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • রায়গঞ্জ |
এক ব্যবসায়ীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য দেখা দিয়েছে। বুধবার সকালে রায়গঞ্জের বন্দর স্কুল রোড এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম ভুপাল সাহা (৪০)। তিনি হাটে হাটে জিনিসপত্র বিক্রি করতেন। তাঁর স্ত্রী এবং দুই ছেলেমেয়ে রয়েছে। এদিন সকালে পরিবারের লোকজন ছটপুজোয় যান। তাঁর বাড়ি ফিরে এসে ঠাকুরঘরে ভুপালবাবুর ঝুলন্ত দেহটি দেখতে পান। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, ব্যবসার প্রচুর ঋণ বেড়ে যাওয়ায় তিনি আত্মহত্যা করেছেন। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। |
অপমানে আত্মহত্যা
নিজস্ব সংবাদদাতা • দিনহাটা |
বোনের শ্বশুরবাড়িতে গিয়ে অপমানিত হওয়ায় মানসিকভাবে ভেঙে পড়ে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠল। বুধবার দিনহাটা থানার পুটিমারি এলাকার রেল লাইন লাগোয়া বাঁশঝাড় থেকে ওই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। মৃতের নাম নারায়ণ বর্মন (৩৮)। বাড়ি পুটিমারি লাগোয়া খরখরিয়া গ্রামে। মৃতের বাড়ির লোকজনের অভিযোগ, নারায়ণবাবু বোন বিপাশা বর্মনের সঙ্গে গত মার্চ মাসে ভেটাগুড়ির রুইয়েরকুঠীর বাসিন্দা এক প্রাথমিক স্কুল শিক্ষকের বিয়ে হয়। পুজোর আগে বোনের শ্বশুরবাড়ির লোক ৫ লক্ষ টাকা পণ দাবি করেন। এর পরেই সমস্যা মেটাতে সালিশি সভা হলেও তাতে লাভ হয়নি। মৃতের বোন বাপের বাড়ি চলে আসেন। সোমবার বোনকে ফিরিয়ে নেওয়ার আর্জি নিয়ে নারায়ণবাবু ওই বাড়িতে যান। সেখানে তাঁকে অপমান করা হয় বলে অভিযোগ। মৃতের বোন বিপাশা বলেন, “দাদা আমাকে ফেরাতে শ্বশুরবাড়িতে যান। ফিরে এসে কান্নায় ভেঙে পড়েন। মনে হচ্ছে ও অপমান সহ্য করতে পারেনি।” পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। কোচবিহার পুলিশ সুপার প্রণব দাস বলেন, “অভিযোগ খতিয়ে দেখে পদক্ষেপ নেওয়া হবে।” বিপাশাদেবীর শ্বশুরবাড়ির তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে। |
রেশনের জিনিসপত্র সরবরাহের অভিযোগ নিয়ে গণশুনানি করল উত্তর দিনাজপুর জেলা খাদ্য এবং সরবরাহ দফতর। বুধবার দুপুরে হেমতাবাদে ওই গণশুনানির আয়োজন করা হয়েছিল। কয়েকশো স্থানীয় বাসিন্দা তাতে অংশগ্রহণ করেছিলেন। |
বকুনি খেয়ে অভিমানে আত্মঘাতী হল নবম শ্রেণির এক ছাত্রী। মঙ্গলবার রাতে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানার ফুলবাড়ির মালঞ্চার ঘটনা। মৃতার নাম রিনা পারভিন (১৩)। সে স্থানীয় ফুলবাড়ি হাইস্কুলের ছাত্রী। পড়ায় মন না দেওয়ায় বাড়ি থেকে তাঁকে বকাবকি করা হয়। গঙ্গারামপুরের গুচিয়ার এলাকায় ওই দিন রাতেই বাবার সঙ্গে রাস্তা পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় এক শিশু কন্যার মৃত্যু হয়েছে। মৃতের নাম মুন্নি রবিদাস (৪)। |