l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
মাওবাদী ও বিরোধী পোস্টার জঙ্গলমহলে
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর
একই দিনে মাওবাদী নামাঙ্কিত ও মাওবাদী-বিরোধী পোস্টার উদ্ধার হল জঙ্গলমহলে। পশ্চিম মেদিনীপুরের বেলপাহাড়িতে কাল, মঙ্গলবার সভা রয়েছে তৃণমূলের। মুখ্য বক্তা সাংসদ শুভেন্দু অধিকারী। সেই সভা বয়কটের ডাক দিয়ে মাওবাদী নামাঙ্কিত পোস্টার রবিবার সন্ধ্যায় পাওয়া যায় বেলপাহাড়ির দু’টি জায়গায়। তার আগে সকালে মেদিনীপুর সদর ব্লকের বেশ কয়েকটি জায়গা থেকে উদ্ধার হয় ‘নারী সম্মান রক্ষা কমিটি’র নামে মাওবাদী-বিরোধী পোস্টার। ডিআইজি (মেদিনীপুর রেঞ্জ) বিনীত গোয়েল বলেন, “পরিস্থিতির উপরে নজর রাখছি।” ক’দিন আগেই গোয়ালতোড়ে সভা করে ‘মাওবাদী প্রতিরোধে’র ডাক দিয়েছিলেন শুভেন্দু। তার পরে শুক্রবার লালগড়ে যাওয়ার সময় তাঁর যাত্রাপথে উদ্ধার হয় ল্যান্ডমাইন। শনিবার মাওবাদীদের নামাঙ্কিত পোস্টার মেলে শালবনির তৃণমূল বিধায়ক শ্রীকান্ত মাহাতোর গ্রাম কয়মা-সহ লাগোয়া এলাকায়। তার পরেই এ দিন সন্ধ্যায় বেলপাহাড়ির হদড়া মোড়ে জলের ট্যাঙ্কের পাঁচিলে এবং স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রের দেওয়ালে মাওবাদীদের নামাঙ্কিত দু’টি পোস্টার দেখতে পাওয়া যায়।
বিস্তারিত...
সিপিএম নেতার দেহ গাছে, খুনের অভিযোগ দায়ের
নিজস্ব সংবাদদাতা • গোঘাট
‘সিপিএম করায়’ ‘জরিমানা’ চেয়েছিল গ্রামের কিছু লোক। দেওয়া হয়েছিল ‘খুনের হুমকি’। রবিবার ভোরে হুগলির গোঘাটের পূর্ব ফলুই গ্রামে বাড়ির অদূরে গাছের ডালে গলায় দড়ির ফাঁস লাগানো অবস্থায় মিলল এলাকার সিপিএম নেতা রাজারাম রায়ের (৬৫) ঝুলন্ত মৃতদেহ। থানায় লিখিত ভাবে জরিমানা চাওয়া এবং হুমকি দেওয়া অভিযোগ জানানোর পাশাপাশি, পরিবারের দাবি, ওই সিপিএম নেতাকে মেরে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে। কিন্তু পুলিশের কাছে খুনের অভিযোগ জানানো হয়নি। কারও নামও করা হয়নি। জেলার পুলিশ সুপার তন্ময় রায়চৌধুরী বলেন, “একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। প্রাথমিক তদন্তের পরে মনে হচ্ছে, আত্মহত্যার ঘটনা।” পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, শনিবার সন্ধ্যা পর্যন্ত বাড়িতে ছিলেন রাজারামবাবু। কখন তিনি বাড়ি থেকে বেরোন, কেউ খেয়াল করেননি। রাতে খাওয়ার সময়েও তিনি না ফেরায় খোঁজাখুঁজি শুরু হয়। শেষে বাড়ির উত্তর দিকে একটি খালের ধারে চালতা গাছে রাজারামবাবুর দেহটি ঝুলতে দেখা যায়। সংবাদমাধ্যমের কাছে রবিবার রাজারামবাবুর ছোট ছেলে শ্রীকান্ত রায় দাবি করেন, “দিন পনেরো আগে এলাকার পাঁচ তৃণমূল সমর্থক বাবাকে হুমকি দেয়। বাবা না কি সিপিএম নেতা হিসেবে আগে অনেক অন্যায় করেছেন! তাই তাঁকে দেড় লক্ষ টাকা জরিমানা দিতে হবে। না দিতে পারলে ওঁকে খুন করা হবে। বাবা খুব চাপে ছিলেন। বাড়ি থেকে বেরোতে চাইতেন না। শুধু বলতেন, ‘ওরা মেরে ফেলবে’। বাবাকে খুনই করা হয়েছে।” তা হলে ওই পাঁচ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হল না কেন? শ্রীকান্তর জবাব, “থানায় খুনের অভিযোগ করলে বা কারও নাম জানালে বাড়ির অন্যদের উপরেও হামলা হতে পারে।”
বিস্তারিত...
বাঁকুড়ায় গুলিতে সিপিএম সমর্থক খুন, আহত ছয়
স্বপন বন্দ্যোপাধ্যায় • জয়পুর
আততায়ীদের গুলিতে প্রাণ গেল সিপিএম সমর্থক পরিবারের এক যুবকের। গুলিবিদ্ধ হলেন নিহতের বৌদি। আততায়ীরা মারধর করল পড়শিদের। ভাঙচুর চালাল কয়েকটি ঘরে। রবিবার ভোরে বাঁকুড়ার জয়পুর থানার হিজলডিহা গ্রামের ওই হামলায় নিহত বলরাম সিংহকে (৩৫) দলের ‘সক্রিয় কর্মী’ হিসাবে দাবি করে সিপিএমের জেলা সম্পাদক অমিয় পাত্রের অভিযোগ, ‘তৃণমূল-আশ্রিত’ দুষ্কৃতীরাই রয়েছে এই ঘটনার পিছনে। অভিযোগ উড়িয়ে দিয়েছেন জেলা তৃণমূল সভাপতি তথা রাজ্যের আবাসনমন্ত্রী শ্যাম মুখোপাধ্যায়। অমিয়বাবুর আর এক অভিযোগ, “শনিবার রাত থেকে পাশের যাদবনগর গ্রামে তৃণমূলের দুষ্কৃতীরা যখন অস্ত্রশস্ত্র নিয়ে জড়ো হচ্ছিল, সেই সময়ই পুলিশে খবর দেওয়া হয়। তবু পুলিশ না আসায় পরিকল্পিত ভাবে দুষ্কৃতীরা হিজলডিহায় তাণ্ডব চালাতে পেরেছে। যার পরিণতিতে আমাদের এক সক্রিয় কর্মী প্রাণ দিলেন। গুরুতর আহত হলেন ছ’জন।” জেলা পুলিশ সুপার প্রণব কুমার জানিয়েছেন, ওই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা যায়নি। তবে কর্তব্যে গাফিলতির অভিযোগে জয়পুর থানার ওসি প্রণবেশ মাহাতো এবং এএসআই গৌতম ধাড়াকে সাসপেন্ড করা হয়েছে। বলরাম হিজলডিহার বকুলতলা এলাকার বাসিন্দা ছিলেন। হামলায় তাঁর বৌদি-সহ আহত ছ’জন বিষ্ণুপুর হাসপাতাল ও বাঁকুড়া মেডিক্যাল কলেজে ভর্তি। বস্তুত, বিধানসভা নির্বাচনের পর থেকেই এই জেলায় একাধিক বার সিপিএম-তৃণমূল সংঘর্ষ হয়েছে। ইতিমধ্যেই খুন হয়েছেন ৩ সিপিএম নেতা-কর্মী।
বিস্তারিত...
যুবক রুখে দাঁড়ানোয় পিস্তল
ফেলে চম্পট দিল মাদকাসক্ত
নিজস্ব সংবাদদাতা • বালুরঘাট
গুলি চালানোয় উদ্যত দুষ্কৃতীর থেকে পিস্তল কেড়ে নিয়ে সেটি পুলিশের হাতে দিলেন এক যুবক। শনিবার এই ঘটনাটি ঘটে বালুরঘাট শহরের বাস স্ট্যান্ড এলাকায়। চোখের সামনে এমন ঘটনা দেখে ব্যবসায়ীরা ওই যুবককে সাহায্য করতে এগিয়ে গেলে দুষ্কৃতী পালিয়ে যায়। পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্তের নাম দেবব্রত দাস ওরফে ভোগলু। নেশাসক্ত ওই যুবকের নামে এলাকায় চুরিচামারি-সহ নানা সমাজ বিরোধী কাজের অভিযোগ রয়েছে। পুলিশ জানায়, অভিযুক্ত যুবকের বাড়ি শহরের ডাকবাংলো এলাকায়। শনিবার দুপুরে বালুরঘাট শ্মশানে এক প্রতিবেশীকে দাহ করতে গিয়েছিলেন ডাকবাংলো পাড়ার বাসিন্দারা। সেই দলে ছিলেন স্থানীয় যুবক, বেসরকারি এক সঞ্চয় সংস্থার কর্মী অভিজিৎ দাস ওরফে কুন্দন। সে সময় নেশাগ্রস্ত হয়ে অভিযুক্ত দেবব্রত গোবর ছেটাতে শুরু করে। সন্তু কর্মকার নামে এক যুবক এর প্রতিবাদ করেন। অভিযুক্ত তাঁকে মারধর করে বলে অভিযোগ। তা দেখে দেব্রবতকে চড় মেরে সন্তুকে উদ্ধার করে আনেন অভিজিৎ। এর পর রাত ৮টা নাগাদ বন্ধুদের সঙ্গে দেখা করতে বাস স্ট্যান্ড এলাকায় যান অভিজিৎ। ওই সময় চড় মারার প্রতিশোধ নিতে এসে পিছন থেকে অভিজিতের মাথায় পিস্তলের বাট দিয়ে আঘাত করে দেবব্রত। ঘুরে দাঁড়াতেই অভিযুক্ত যুবক হুমকি দিয়ে দেবব্রতের মাথায় পিস্তল তাক করে ট্রিগার চাপ দেয় বলে অভিযোগ। অভিজিৎ বলেন, “মাথায় পিস্তল ঠেকিয়ে ট্রিগার টেনে দেয় দেবব্রত। কিন্তু তা লক হয়ে যাওয়ায় গুলি বের হয়নি। হাত চেপে ধরে ঝাঁকুনি দিতেই পিস্তল মাটিতে পড়ে যায়। ৪ রাউন্ড গুলি-সহ পিস্তল পুলিশের হাতে তুলে দিই।” জেলা পুলিশ সুপার চিরন্তন নাগ বলেছেন, “ওই যুবক সাহসের পরিচয় দিয়েছেন। বালুরঘাট থানাকে যথাযথ ব্যবস্থা নিতে বলা হয়েছে।”
বিস্তারিত...
ভাবমূর্তি, কর্মপন্থা নিয়ে সম্মেলনে জেলা তৃণমূল
বরুণ দে • মেদিনীপুর
মাওবাদী মোকাবিলায় দল কোন পথে এগোবে। কী ভাবেই বা দলীয় কোন্দলে ছেদ পড়বে। এ সব প্রশ্নের উত্তর খুঁজতে আজ, সোমবার মেদিনীপুরে সম্মেলন করছে জেলা তৃণমূল। পশ্চিম মেদিনীপুরের ২৯টি ব্লক থেকে আড়াই হাজার দলীয় সদস্য সম্মেলনে যোগ দেবেন। উপস্থিত থাকার কথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ মুকুল রায়, রাজ্য সভাপতি তথা পূর্তমন্ত্রী সুব্রত বক্সীর। মাত্র ক’মাস হল শাসনক্ষমতায় এসেছে দল। এরই মধ্যে নানা সমস্যা দেখা দিয়েছে দলের অন্দরে। জেলার জঙ্গলমহলে মাওবাদীদের প্রভাব উত্তরোত্তর বাড়ছে। দলের বিধায়ক, কর্মীদের বিধায়কপদ, দল ছাড়ার হুমকি দিয়ে পোস্টার দেওয়া হচ্ছে। জঙ্গলপথে বিস্ফোরক, মাইন উদ্ধারের ঘটনাও অশান্তির আশঙ্কা বাড়াচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনিক উদ্যোগ ছাড়াও রাজনৈতিক কর্মসূচিরও যে বিশেষ গুরুত্ব রয়েছে, সেটা ক্রমেই বেশি করে উপলব্ধি করছেন তৃণমূল নেতৃত্ব। তার পরেও জঙ্গলমহলের ‘রাশ’ ধরে রাখা নিয়ে দলের মধ্যেই সংশয় রয়েছে। পাশাপাশি, জেলার বেশ কয়েকটি এলাকা থেকে এখনও দলীয় কর্মীদের বিরুদ্ধে তোলা আদায়, জোর-জুলুমের অভিযোগ আসছে। কোথাও আবার সিপিএম সমর্থক পরিবারকে বয়কট করা হচ্ছে। কোথাও বিরোধী কর্মী-সমর্থকদের উপরে হামলার ঘটনাও ঘটছে। দলে সদ্য যোগদানকারীদের ‘দাপটে’ কোথাও কোথাও কোণঠাসা হয়ে পড়ছেন পুরনো কর্মীরাও। অনেকের বিরুদ্ধে আবার ‘জীবনযাপনের ধরন’ সংক্রান্ত নানা অভিযোগও উঠেছে। ক’মাসেই বিড়ম্বনায় শাসকদল।
বিস্তারিত...
চার দিন ধরে জল নেই, বিক্ষোভের মুখে মেয়র
নিজস্ব সংবাদদাতা •আসানসোল
পানীয় জলের দাবিতে রবিবার প্রায় চার ঘণ্টা রাস্তা অবরোধ করলেন আসানসোলের ধাদকা এলাকার বাসিন্দারা। ঘটনাস্থলে গিয়ে বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়লেন আসানসোলের মেয়র তাপস বন্দ্যোপাধ্যায়। মেয়র দ্রুত পানীয় জল সরবরাহের আশ্বাস দিলে দুপুর ১২টা নাগাদ অবরোধ ওঠে। দুপুর ১টা নাগাদ খুব সামান্য পরিমাণে পানীয় জল আসে। আসানসোল পুরসভার ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ডের মাঝামাঝি কেটি রোড অঞ্চলে রবিবার সকাল থেকে উত্তেজনা শুরু হয়। এলাকার বাসিন্দারা অভিযোগ করেন, গত চার দিন ধরে এলাকায় প্রবল জলকষ্ট দেখা দিয়েছে। এলাকায় প্রচুর জলের কল আছে। কিন্তু কোনও কলেই জল পড়ছে না। দু’একটি কলে খুব কম জল পড়ছে। কিন্তু সেই জল এতই অপর্যাপ্ত যে বাসিন্দারা নিজেদের মধ্যে বচসায় জড়িয়ে পড়ছেন। বাসিন্দারা আরও জানান, সামনেই ছট পুজো। সেই সময় নানা কাজের জন্য জলের প্রয়োজন হয়। কিন্তু পর্যাপ্ত জল না মেলায় তাঁরা বেশ সমস্যায় পড়েছেন। বাসিন্দাদের অভিযোগ, তাঁরা পুরসভার মেয়রকে গত চার দিন ধরে জল নিয়ে এই সমস্যার সমাধানের আবেদন করেও কোনও ফল মিলছে না। এ দিন সকাল ৮টা নাগাদ এলাকার বাসিন্দারা প্রথমে কে টি রোড অবরোধ করেন।
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
অধিগ্রহণ নিয়ে দ্বন্দ্ব
সভাপতি-বিধায়কে
প্রতারণায় ধৃতরা
পুলিশ হেফাজতে
দক্ষিণবঙ্গ
বনগাঁ-চাকদহ সড়কের
দু’ধারে ট্রাকের সারি,
ক্ষোভ বাসিন্দাদের
দুর্ঘটনায় মৃত দম্পতি,
জখম দুই মেয়ে
বর্ধমান
কালনায় ফের
লাইনে ফাটল
ইঞ্জিনিয়ারকে মার,
অভিযুক্ত খনিকর্মী
পুরুলিয়া
২৫ বছরেও শেষ হল
না জেলের নির্মাণকাজ
বেহাল রাস্তা, বাস
কমায় বিপাকে বাসিন্দারা
মুর্শিদাবাদ
অবৈধ রুটে বাস
চলার অভিযোগ
মূল্যবৃদ্ধিতে নাজেহাল
রাস উদ্যোক্তারা
মেদিনীপুর
সংগঠন মজবুতে
উদ্যোগ কংগ্রেসে
মারধরের জেরে
নিহত তৃণমূলকর্মী
কলকাতা
৩২.১ /১৮.৯
আজকের দিনে
• ১৭৯৫:
ব্রিটিশ কবি
জন কিটসের জন্ম।
সাপ্তাহিক ক্রোড়পত্র
আজকের জন্য
প্রতি মাসের ২১ তারিখে কলকাতার কথকতা নিয়ে
দীপাবলী, কালীপুজো, দীপান্বিতা লক্ষ্মীপুজো: এখন, অতীত ও পুরাণ
যত্ন-নিষ্ঠা-ভক্তি নিয়ে প্রস্তুত হয় মাতৃ আরাধনার ভোগ প্রসাদ। এক এক বাড়ির ভোগের পদ এক এক রকম। এমনকী পুজো কমিটিগুলোরও থাকে ভিন্ন ভিন্ন পদ। পৃথিবীর নানা প্রান্তের বেশ কয়েকটি পুজোর বিশেষ কয়েকটি পদ নিয়ে মাঝ মাসের হাওয়াবদলে নিবেদিত হল
ভোগ-ব্যঞ্জন
— সঙ্গে অন্য খবরের খাজানা নিয়ে
সংবাদের হাওয়াবদল
।
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.