নিজস্ব সংবাদদাতা •আসানসোল |
পানীয় জলের দাবিতে রবিবার প্রায় চার ঘণ্টা রাস্তা অবরোধ করলেন আসানসোলের ধাদকা এলাকার বাসিন্দারা। ঘটনাস্থলে গিয়ে বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়লেন আসানসোলের মেয়র তাপস বন্দ্যোপাধ্যায়। মেয়র দ্রুত পানীয় জল সরবরাহের আশ্বাস দিলে দুপুর ১২টা নাগাদ অবরোধ ওঠে। দুপুর ১টা নাগাদ খুব সামান্য পরিমাণে পানীয় জল আসে।
আসানসোল পুরসভার ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ডের মাঝামাঝি কেটি রোড অঞ্চলে রবিবার সকাল থেকে উত্তেজনা শুরু হয়। এলাকার বাসিন্দারা অভিযোগ করেন, গত চার দিন ধরে এলাকায় প্রবল জলকষ্ট দেখা দিয়েছে। এলাকায় প্রচুর জলের কল আছে। কিন্তু কোনও কলেই জল পড়ছে না। দু’একটি কলে খুব কম জল পড়ছে। কিন্তু সেই জল এতই অপর্যাপ্ত যে বাসিন্দারা নিজেদের মধ্যে বচসায় জড়িয়ে পড়ছেন। বাসিন্দারা আরও জানান, সামনেই ছট পুজো। সেই সময় নানা কাজের জন্য জলের প্রয়োজন হয়। কিন্তু পর্যাপ্ত জল না মেলায় তাঁরা বেশ সমস্যায় পড়েছেন। বাসিন্দাদের অভিযোগ, তাঁরা পুরসভার মেয়রকে গত চার দিন ধরে জল নিয়ে এই সমস্যার সমাধানের আবেদন করেও কোনও ফল মিলছে না।
|
এ দিন সকাল ৮টা নাগাদ এলাকার বাসিন্দারা প্রথমে কে টি রোড অবরোধ করেন। ঘণ্টা দু’য়েক পরেও পুরসভার তরফে কেউ এলাকায় যাননি বলে অভিযোগ। এতে বাসিন্দারা ক্ষিপ্ত হয়ে সফি মোড়ের কাছে ধাদকা রোড অবরোধ শুরু করেন। যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বিপাকে পড়েন বাসযাত্রীরা। বন্ধ হয়ে অন্য যানবাহনও।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় পুলিশ। সকাল ১১টা নাগাদ যান পুরসভার মেয়র তাপসবাবু। বাসিন্দারা মেয়রকে ঘিরেও বিক্ষোভ দেখাতে শুরু করেন। ঘটনাস্থলে দাঁড়িয়ে মেয়র বলেন, “এটা আমাদের খামতি। এলাকার বাসিন্দারা আমাকে জলের সমস্যার কথা জানিয়েছেন। আমি ব্যবস্থা করতে পারিনি।” এলাকার বাসিন্দাদের উত্তেজনা প্রশমন করে মেয়র পুরসভার এক বাস্তুকারকে জল সরবরাহের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলে দুপুর ১টা নাগাদ খুব সামান্য পরিমাণে জল সরবরাহ করা হয়।
|