|
|
|
|
মাওবাদী ও বিরোধী পোস্টার জঙ্গলমহলে |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
একই দিনে মাওবাদী নামাঙ্কিত ও মাওবাদী-বিরোধী পোস্টার উদ্ধার হল জঙ্গলমহলে।
পশ্চিম মেদিনীপুরের বেলপাহাড়িতে কাল, মঙ্গলবার সভা রয়েছে তৃণমূলের। মুখ্য বক্তা সাংসদ শুভেন্দু অধিকারী। সেই সভা বয়কটের ডাক দিয়ে মাওবাদী নামাঙ্কিত পোস্টার রবিবার সন্ধ্যায় পাওয়া যায় বেলপাহাড়ির দু’টি জায়গায়। তার আগে সকালে মেদিনীপুর সদর ব্লকের বেশ কয়েকটি জায়গা থেকে উদ্ধার হয় ‘নারী সম্মান রক্ষা কমিটি’র নামে মাওবাদী-বিরোধী পোস্টার। ডিআইজি (মেদিনীপুর রেঞ্জ) বিনীত গোয়েল বলেন, “পরিস্থিতির উপরে নজর রাখছি।”
ক’দিন আগেই গোয়ালতোড়ে সভা করে ‘মাওবাদী প্রতিরোধে’র ডাক দিয়েছিলেন শুভেন্দু। তার পরে শুক্রবার লালগড়ে যাওয়ার সময় তাঁর যাত্রাপথে উদ্ধার হয় ল্যান্ডমাইন। শনিবার মাওবাদীদের নামাঙ্কিত পোস্টার মেলে শালবনির তৃণমূল বিধায়ক শ্রীকান্ত মাহাতোর গ্রাম কয়মা-সহ লাগোয়া এলাকায়। তার পরেই এ দিন সন্ধ্যায় বেলপাহাড়ির হদড়া মোড়ে জলের ট্যাঙ্কের পাঁচিলে এবং স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রের দেওয়ালে মাওবাদীদের নামাঙ্কিত দু’টি পোস্টার দেখতে পাওয়া যায়। |
|
চাঁদরায় মাওবাদীদের অত্যাচারের বিরুদ্ধে পোস্টার। ছবি: রামপ্রসাদ সাউ |
এ ব্যাপারে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন শুভেন্দু। এ দিন পূর্ব মেদিনীপুরের নিমতৌড়িতে দলীয় এক অনুষ্ঠানে তিনি বলেন, “জনগণ যে মাওবাদীদের সঙ্গে নেই এটাই তার প্রমাণ। পাহাড়ে মোর্চার সঙ্গে মানুষের সমর্থন রয়েছে। তাই রাজ্য সরকার সেখানে শান্তি-চুক্তি করেছে। কিন্তু জঙ্গলমহলে মাওবাদীদের জনভিত্তি নেই। তাই ওদের সঙ্গে চুক্তিতে আগ্রহ নেই রাজ্য সরকারের।” তথাকথিত মাওবাদীদের প্রশ্রয়েই অনুজ পাণ্ডে, চণ্ডী করণের মতো সিপিএম নেতারা জঙ্গলমহলে লুকিয়ে রয়েছেন বলেও অভিযোগ করেন তৃণমূল সাংসদ।
ক’দিন আগেই পুরুলিয়ার বলরামপুর স্টেশনে ‘নারী সম্মান রক্ষা কমিটি’র নামে মাওবাদী প্রতিরোধের ডাক দিয়ে বেশ কয়েকটি প্রচারপত্র সাঁটা হয়েছিল। এ দিন সকালে মেদিনীপুর সদর ব্লকের মণিদহ, এনায়েতপুর, চাঁদড়া ও আশপাশের এলাকায় মেলে ওই সংগঠনের নামেই ছাপানো বেশ কিছু পোস্টার। তার কয়েকটিতে এলাকার মহিলাদের সম্মানহানি করার অভিযোগ করা হয়েছে মাওবাদীদের বিরুদ্ধে। আবার কয়েকটিতে লেখা, ‘তোমরা আমাদের স্বামীদের লড়াইয়ে টেনে নিয়ে গিয়েছ বলেই তারা মরেছে। আজ আমাদের ছেলেরা সরকারি চাকরি করতে গেলে বাধা দিচ্ছ। আমরা খাব কী? আমাদের সংসার কীসে চলবে?’
জঙ্গলমহলে বহু কাল আগেই গড়ে উঠেছে ‘নারী ইজ্জত বাঁচাও কমিটি’। জনগণের কমিটির আন্দোলন পর্বে যৌথ বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে নারী নিগ্রহের অভিযোগে বারবার সরব হয়েছে এই সংগঠন। পুলিশ সূত্রের খবর, ‘নারী ইজ্জত বাঁচাও কমিটি’র পাল্টা হিসেবেই ‘নারী সম্মান রক্ষা কমিটি’র আত্মপ্রকাশ বলে মনে করছেন পুলিশ-কর্তাদের একাংশ। |
|
|
|
|
|