|
|
|
|
নিশানায় পঞ্চায়েত ভোট |
সংগঠন মজবুতে উদ্যোগ কংগ্রেসে |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর ও তমলুক |
হাতে এখনও বছর দুয়েক সময় রয়েছে। তবে এখন থেকেই পঞ্চায়েত নির্বাচনের দিকে তাকিয়ে ঘর গোছাতে শুরু করল কংগ্রেস। জেলা থেকে পঞ্চায়েত স্তর এখন থেকেই সর্বত্র জোরকদমে প্রচার চলবে। দুই মেদিনীপুরে এমনটাই জানালেন দলীয় নেতৃত্ব। সিদ্ধান্ত হয়েছে, আগামী বুধবার পশ্চিম মেদিনীপুর জেলা কংগ্রেসের ডাকে ‘পঞ্চায়েত রাজ’ সম্মেলন হবে নারায়ণগড়ে। তারপরই জেলা জুড়ে শুরু হবে প্রচার।
পশ্চিম মেদিনীপুর জেলা কংগ্রেস সভাপতি স্বপন দুবে বলেন, “সনিয়া গাঁধী, রাহুল গাঁধী আর মনমোহন সিংহের নেতৃত্বে সারা দেশে উন্নয়নের জোয়ার আসছে। কংগ্রেসই দেশের প্রধান শক্তি। দেশের স্বাধীনতা আন্দোলনেও কংগ্রেসের ভূমিকা অনস্বীকার্য। তাই কংগ্রেসকে শক্তিশালী করলে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব। মানুষের কাছে এই কথায় তুলে ধরা হবে।”
পাশাপাশি, ২০১৩ সালের পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস যে একক ভাবে লড়াইয়ের কথা ভাবছে, ফের সেই ইঙ্গিত দিয়েছেন সেচমন্ত্রী মানস ভুঁইয়া। শনিবার পূর্ব মেদিনীপুরের তমলুকে নিমতৌড়ি স্মৃতিসৌধে আয়োজিত কংগ্রেসের পঞ্চায়েত প্রতিনিধিদের জেলা সম্মেলনে এসে মানসবাবু বলেন, “তৃণমূলের সঙ্গে জোট বেঁধে লড়তে গিয়ে গত লোকসভা ও বিধানসভা নির্বাচনে এই জেলায় আমাদের দল একটিও আসনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পায়নি।” দলীয় কর্মীদের প্রতি প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতির আহ্বান, “আপনারা সোজা হয়ে দাঁড়ান। মানুষের পাশে দাঁড়িয়ে তাঁদের সমস্যা, অভিযোগের কথা শুনুন, সাহায্যের চেষ্টা করুন।” তৃণমূলের শক্ত ঘাঁটি পূর্ব মেদিনীপুরে কংগ্রেস কর্মীদের উপর অত্যাচার হচ্ছে বলেও অভিযোগ করেন মানসবাবু।
পশ্চিম মেদিনীপুরে কংগ্রেসের সংগঠন ততটা মজবুত নয়। প্রতি ব্লকে কিছু নেতা-কর্মী থাকলেও পঞ্চায়েত স্তর পর্যন্ত সংগঠনকে চাঙ্গা করতে পারেনি কেউই। তবে জেলার কিছু কিছু এলাকায় কংগ্রেসের প্রভাব রয়েছে। দলীয় নেতৃত্বের মতে, প্রত্যন্ত গ্রামেও বহু কংগ্রেস সমর্থক আছেন। কিন্তু এতদিন সিপিএমের ‘সন্ত্রাসে’ তাঁরা মাথা তুলে দাঁড়াতে পারেননি। স্বপনবাবুর কথায়, “এ বার সময় এসেছে। সেই সব মানুষ বেরিয়ে আসছেন। নতুন করে সংগঠনকে চাঙ্গা করার কাজেও নেমেছেন।” এই সুযোগটাকেই কাজে লাগাতে চাইছে কংগ্রেস। প্রস্তুতি নেওয়া হচ্ছে নানা কর্মসূচির। বুধবারের ‘পঞ্চায়েত রাজ সম্মেলনে’ প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য ও মানস ভুঁইয়ার উপস্থিত থাকার কথা। তার আগে বিভিন্ন ব্লকে প্রস্তুতি সভা করে দিয়েছে কংগ্রেস। |
|
|
|
|
|