l
Sicily Villas & Apartments
l
Registrar nombre del dominio
l
Domain Registration
l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
কারখানায় ‘জুলুম’, অভিযুক্ত তৃণমূল
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর
শাসকদল তৃণমূলের জুলুমের জেরে নির্মীয়মাণ একটি কারখানা বন্ধ হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে খড়্গপুর লোকাল থানার জিনশহরে। কর্মীদের মারধর করে কারখানা থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ। মঙ্গলবার এই ঘটনা নিয়ে কারখানা কর্তৃপক্ষ থানায় অভিযোগ জানানোর পরেই স্থানীয় মহিলারা আবার কর্তৃপক্ষের বিরুদ্ধেই শ্লীলতাহানির অভিযোগ নিয়ে হাজির হন থানায়। পুলিশ জানিয়েছে, দু’পক্ষেরই অভিযোগ নেওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। ফের যাতে গণ্ডগোল না হয় সে জন্য এলাকায় পুলিশি টহলও রয়েছে। গত বছর অক্টোবর মাসে জিনশহরের কাছে একটি কারখানা তৈরির কাজ শুরু করেন মেদিনীপুরের বাসিন্দা বজরংলাল অগ্রবাল। নির্মাণকাজ শুরুর পর থেকেই সিপিএম ও তৃণমূল দু’পক্ষই নানা ভাবে ‘জুলুম’ শুরু করে বলে অভিযোগ।
বিস্তারিত...
গ্যাস সিলিন্ডার চোরাচালানের চক্র পাকড়াও
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
শহরতলি থেকে খাস কলকাতা। চোরাপথে গ্যাসের সিলিন্ডার বিক্রি হচ্ছে সর্বত্রই। কখনও তা পৌঁছে যাচ্ছে গৃহস্থের ঘরে। কখনও আবার হোটেল-রেস্তোরাঁয়। মঙ্গলবার সকালে গ্যাস সিলিন্ডার পাচারকারীদের এমনই একটি বড় চক্র ধরা পড়ল উত্তর ২৪ পরগনা জেলা পুলিশের হাতে। যদিও সিলিন্ডার পাচারকারী ওই চক্রের অন্যতম চাঁই এখনও পুলিশের নাগালের বাইরে। ধৃতদের কাছ থেকে এলপিজি গ্যাস ভর্তি ১০০টি সিলিন্ডার আটক করেছে পুলিশ। উদ্ধার হয়েছে লক্ষাধিক টাকাও। পুলিশ জানিয়েছে, অষ্টমীর রাতে বারাসতের রোহন্ডায় একটি গ্যাসের গুদাম থেকে ৩৬০টি সিলিন্ডার চুরি যায়। সেগুলির মধ্যে ‘ডোমেস্টিক’ ও ‘কমার্শিয়াল’ দুই ধরনের সিলিন্ডারই ছিল। গুদামের মালিক দেবব্রত পালের চোখে ধুলো দিয়ে ২৬০টি খালি সিলিন্ডার গুদামে রেখে তার বদলে ২৬০টি ভর্তি সিলিন্ডার উঠিয়ে নিয়ে যায় চোরা কারবারীরা। অভিযোগ, গুদামটির কেয়ারটেকার বাপ্পা সরকার ওই সিলিন্ডার চুরির ঘটনায় জড়িত।
বিস্তারিত...
তৃণমূল নেতা ধৃত, সন্ত্রাসের নালিশে তল্লাশি
নিজস্ব সংবাদদাতা • কাটোয়া
খুনের অভিযোগে ধৃত তৃণমূল পঞ্চায়েত সদস্যের লোকজনের ‘অত্যাচারে’ জীবন অতিষ্ঠ। এমন অভিযোগ তুলে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর কাছে চিঠি দিলেন কেতুগ্রামের মৌগ্রাম পঞ্চায়েতের নতুনগ্রামের বাসিন্দারা। চিঠির প্রতিলিপ পাঠানো হয়েছে ডিআইজি, জেলাশাসক, পুলিশ সুপার-সহ প্রশাসনের ছয় কর্তার কাছেও। এই চিঠি পাওয়ার পরে মঙ্গলবার কেতুগ্রাম থানার পুলিশ ওই গ্রামে তল্লাশি চালায়। তবে কেউ ধরা পড়েনি। পুলিশ জানায়, নতুনগ্রামের চার দিকে রয়েছে ভাগীরথী ও বাবলা নদী। এক পারে মুর্শিদাবাদ, অন্য পারে নদিয়া জেলা। মৌগ্রাম বা কল্যাণপুর ঘাট থেকে নৌকা করে পুলিশ নতুনগ্রাম যাওয়ার সময়ে দুষ্কৃতীরা খবর পেয়ে যাচ্ছে। ভৌগলিক অবস্থানের জন্য তারা পালানোর সুযোগ পেয়ে যাচ্ছে। কেতুগ্রাম থানার আইসি রঞ্জন সিংহ বলেন, “দুষ্কৃতীদের ধরার জন্য আমাদের বিকল্প পথ বের করতে হবে। আমরা আপাতত সেই চেষ্টাই করছি।” পুলিশ সূত্রে জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর শেরফুল শেখ নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার হয় নদিয়ার কালীগঞ্জ থানার মানিকডিহিতে।
বিস্তারিত...
বিদ্যুৎ কেন্দ্র গড়ায় নীতিগত
আপত্তি নেই সরকারের
নিজস্ব সংবাদদাতা • সাহাগঞ্জ
ডানলপের সাহাগঞ্জ কারখানায় বিদ্যুৎ কেন্দ্র (ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট) তৈরিতে নীতিগত কোনও আপত্তি নেই বলে জানিয়ে দিল রাজ্য সরকার। কারখানা পুনরুজ্জীবনে এই বিদ্যুৎ কেন্দ্র সহায়ক হলে, তার অনুমোদন সংক্রান্ত সমস্ত বিষয়ে সাহায্য করতেও রাজ্য প্রস্তুত। এ প্রসঙ্গে মঙ্গলবার শ্রমমন্ত্রী পূর্ণেন্দু বসু বলেন, “কারখানা সুষ্ঠু ভাবে চালাতে ডানলপ কর্তৃপক্ষকে সুযোগ দেওয়া উচিত। ওঁরা ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট তৈরির কথা বলছেন। এই প্রকল্পটিকে এগিয়ে নিয়ে যেতে ডানলপ কর্তৃপক্ষকে সাহায্যের জন্য তৈরি সরকার।” তবে বিদ্যুৎ কেন্দ্র গড়ার বিষয়টিকে সামনে রেখে কারখানায় উৎপাদন শুরু নিয়ে কর্তৃপক্ষের দীর্ঘসূত্রতা রাজ্য যে বরদাস্ত করবে না, তা-ও স্পষ্ট করে দিয়েছেন শ্রমমন্ত্রী। তিনি বলেন, “ডানলপের শ্রমিকেরা দীর্ঘদিন ধরেই সমস্যায় রয়েছেন। তাই কারখানা খোলা নিয়ে আর দেরি করা ঠিক নয়। বিদ্যুৎ কেন্দ্র তৈরিতে সব রকম সাহায্য করবে সরকার। কিন্তু খেয়াল রাখতে হবে যে, সেই কাজ সামনে রেখে ডানলপে উৎপাদন শুরুর বিষয়টি যেন বিলম্বিত না হয়। এ নিয়ে দীর্ঘদিন অপেক্ষায় থাকতে আর রাজি নয় রাজ্য। পুরো বিষয়টি নিয়ে শিল্পমন্ত্রীর সঙ্গে কথাও বলব আমি।”
বিস্তারিত...
আদিবাসীদের জমি দখলের অভিযোগ
নিয়ে তদন্তের দাবি জানাবে পরিষদ
কৌশিক চৌধুরী • শিলিগুড়ি
সব্যসাচী ঘোষ • মালবাজার
দীর্ঘদিন ধরে তরাই এবং ডুয়াসে আদিবাসীদের জমি নানা কৌশলে দখল হয়েছে, এই অভিযোগ তুলে তা নিয়ে তদন্তের জন্য মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হবে আদিবাসী বিকাশ পরিষদ। পরিষদ সূত্রের খবর, ওই সব দখল হওয়া জমি চিহ্নিতকরণের জন্য একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠনের দাবি জানানো হবে। পরিষদের ডুয়ার্স-তরাই আঞ্চলিক কমিটির তরফে একটি প্রতিনিধি দল দাবিপত্রটি মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেবে। পরিষদের রাজ্য সম্পাদক তেজকুমার টপ্পো বলেছেন, “দীর্ঘ কয়েক দশক ধরে আদিবাসীদের জমি নানাভাবে বেদখল হচ্ছে। বেনামে, ভুয়ো কাগজপত্র তৈরি করে আবার অনেক সময় জবরদস্তি জমি লিখিয়ে নেওয়া হচ্ছে। এতে বৃদ্ধ বয়সে আদিবাসীরা পথে এসে দাঁড়াচ্ছেন। বিশেষ কমিটি গঠন করে ওই জমি চিহ্নিত করে তা আদিবাসীদের ফিরিয়ে দিতে হবে। মুখ্যমন্ত্রীকে আমরা সব বলব। আশা করি, উনি ব্যবস্থা নেবেন।” পরিষদের দাবি, জেলাশাসক পদমর্যাদা বা তার উপরের কোনও পর্যায়ের অফিসারকে সামনে রেখেই ওই কমিটি গঠন করা হোক।
বিস্তারিত...
বিপণনকেন্দ্র বিলি হয়নি, শুরু তদন্ত
নিজস্ব সংবাদদাতা • মানবাজার
সরকারি টাকা খরচ করে বানিজ্যিক বিপণন কেন্দ্র তৈরি করেও বিলি না করে ফেলে রেখেছে পঞ্চায়েত সমিতি। এমনই অভিযোগ উঠেছে মানবাজার পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে। পুরনো বাসস্ট্যান্ড, নতুন বাসস্ট্যান্ড, থানার পাশের এলাকা ও দৈনিক সব্জিবাজার এলাকায় তৈরি হয়ে পড়ে রয়েছে চারটি বিপণন কেন্দ্র। বছরের পর বছর এ ভাবে বিলি না হওয়ায় ক্ষুব্ধ এলাকার বেকার থেকে ব্যবসায়ীরা। স্থানীয় বাজারের সম্প্রসারণ ও বেকার যুবকদের স্বনির্ভর করে গড়ে তোলার লক্ষ্যে ওই বাণিজ্যিক বিপণন কেন্দ্রগুলি গড়ে তোলা হয়েছিল। মানবাজার ব্লক অফিস সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন সময়ে একাধিক তহবিল থেকে নির্মিত হওয়া ওই সব বাণিজ্যিক বিপণন কেন্দ্রগুলির জন্য খরচ হয়েছে কমবেশি এক কোটি টাকা। এর মধ্যে মানবাজার গ্রাম পঞ্চায়েতের অর্থও রয়েছে। সম্প্রতি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিডিও-র কাছে এই সব বাণিজ্যিক বিপণন কেন্দ্রগুলির তৈরির খরচ, বরাদ্দকারী সংস্থা, বিলিবণ্টন না হওয়ার কারণ ইত্যাদি সম্পর্কে বিশদ তথ্য জানতে চাওয়া হয়েছে।
বিস্তারিত...
এক নজরে...
• হিজুলিবাসী লক্ষ্মীপুজোতেই কেনেন নতুন জামা-কাপড়
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
বরফ গলল বিগ
বি’র আবেদনে
দু’টি বিস্ফোরণে নজর
ভারত-ভুটান সীমান্তে
দক্ষিণবঙ্গ
জমির দখল নিয়ে
সংঘর্ষে জখম ১২
শ্রমিক অসন্তোষের জেরে
ফের বন্ধ ডেল্টা জুটমিল
বর্ধমান
মহিলাদের কাঁধে
চেপেই বিসর্জন
ঘাঁটিগলি থেকে বেনাগ্রাম,
নিজের ছন্দেই লক্ষ্মীপুজো
পুরুলিয়া
পুজোতেও রাস্তা সংস্কার
হল না, ক্ষোভ আদ্রায়
লোডশেডিংয়ের দাপটে
নাজেহাল জেলা
মুর্শিদাবাদ
কবিতা-সম্প্রীতির
পুজো তেহট্টে
দুর্গা নয়, চাকদহের সিলিন্দায
শারদ উৎসব লক্ষ্মীপুজোই
মেদিনীপুর
লক্ষ্মী আরাধনাও
সর্বজনীন পূর্বে
রাতের শহরে বাড়ছে চুরি,
নালিশ পুলিশি নিষ্ক্রিয়তার
কলকাতা
৩৪.৬/২৬.৩
আজকের দিনে
•
১৮২৩:
স্কটল্যান্ডে বিক্রি
হল বিশ্বের প্রথম বর্ষাতি।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
এই সপ্তাহে হাওড়া প্রকাশিত হল না।
কলকাতার কথকতা নিয়ে শুরু হল
শুধুমাত্র আনন্দবাজার পত্রিকার এই সংস্করণে
মা দুর্গা আসছেন। কোটি কোটি দেবতা থাকতেও আবার কেন আর এক দেবীর সৃষ্টি হল? মহিষাসুর ভদ্রলোকটি-ই বা কেমন! জেন নেক্সট-সহ ছোটদের শোনানো হল
‘মা দুগ্গার গল্প’
। সঙ্গে দ্বিতীয় দফায়
‘শারদীয়ার বনেদিয়ানা’
ও
‘বিদেশে বন্দনা’
। সেই সঙ্গে ফিজিতে আয়োজিত একটি দুর্গাপুজোর বিস্তারিত বয়ান।
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.