উত্তরবঙ্গ |
বরফ গলল বিগ বি’র আবেদনে |
|
অরিন্দম সাহা, কোচবিহার: ‘যা হওয়ার হয়েছে। পুরানো কথা ভুলে নতুন করে শুরু করুন’।
কোচবিহারের টাকাগছের বাসিন্দা মৌমিতা সাহার (রায়) বাবা-মাকে ওই অনুরোধ জানালেন বিগ বি, অমিতাভ বচ্চন। তাতেই দু’বছরের মাথায় বরফ গলল। মৌমিতার বাবা রণজিৎবাবু বললেন, “সত্যিই তো, যা হওয়ার হয়েছে। আমি মৌমিতার মাকেও বোঝাব যাতে আর তিক্ততা না-থাকে।” |
|
নিজস্ব সংবাদদাতা, রায়গঞ্জ: দুর্গাপুজোর চার দিন রায়গঞ্জে আইন-শৃঙ্খলা বজায় রাখার ব্যাপারে পুলিশের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলে আন্দোলনে নামার হুমকি দিল উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস। মঙ্গলবার রায়গঞ্জে দলের তরফে ওই আন্দোলনের নামার কথা জানানো হয়। আন্দোলন কর্মসূচি ঠিক করতে আজ, বুধবার জেলা কংগ্রেসের তরফে বৈঠক ডাকা হয়েছে। |
ব্যর্থতার
অভিযোগ |
|
জলের সঙ্কট হরিশ্চন্দ্রপুরে |
শিশুদের ছুরি মেরে ফেরার |
|
রাসের সাজ
কোচবিহারে |
|
|
আন্দোলনে ব্যবসায়ীরা |
উন্নয়নে বরাদ্দ ষাট লক্ষ টাকা |
|
টুকরো খবর |
|
শিলিগুড়ি-জলপাইগুড়ি |
শান্তি বজায় রাখব, ‘কৃতজ্ঞ’ গুরুঙ্গের আশ্বাস মমতাকে |
|
অনিন্দ্য জানা, দার্জিলিং: তিনি রাজনীতি করতে আসেননি। নিজেই বললেন।
নিজেই বললেন, এসেছেন পাহাড়ে উন্নয়নের দৌড় শুরু করতে এবং ইতিমধ্যেই সৃষ্ট শান্তির বাতাবরণ আরও দৃঢ় করতে। কিন্তু তিনি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবারের ভিড়ে ঠাসা দার্জিলিং ম্যালে একই সঙ্গে গূঢ় রাজনৈতিক বার্তাও দিয়ে গেলেন দার্জিলিং পশ্চিমবঙ্গের অবিচ্ছেদ্য অঙ্গ। ছিল। আছে। থাকবে।
গুটিকয়েক নমুনা দিই? |
|
মমতার বারবার সফরে চেনা ছন্দে ফিরছে পাহাড় |
কিশোর সাহা, দার্জিলিং: শীত আসছে। এমন একটা শীতকালের জন্যই যেন অপেক্ষা করছিল দার্জিলিং পাহাড়। যে শীতকালে নেই কোনও গুমোট। পর্যটক থেকে পাহাড়বাসী, কারও মধ্যে নেই চকিতে সব কিছু মেপে নেওয়ার তাড়াহুড়ো। বরং কমবেশি সবেতেই যেন কিছুটা খুশির ছোঁয়া। নতুন-পুরনো সকলের মুখেই যেন আশার আলো।
মনগড়া বর্ণনা! মোটেই না। |
|
|
|
আদিবাসীদের জমি দখলের
অভিযোগ নিয়ে তদন্তের
দাবি জানাবে পরিষদ |
|
দু’টি বিস্ফোরণে নজর ভারত-ভুটান সীমান্তে |
|
টুকরো খবর |
|
কোজাগরী |
|
|