এলাকা উন্নয়নের জন্য বিধায়ক তহবিল থেকে ৬০ লক্ষ টাকা করলেন বরাদ্দ করলেন রায়গঞ্জের কংগ্রেস বিধায়ক মোহিত সেনগুপ্ত। উত্তর দিনাজপুরের জেলাশাসকের মাধ্যমে ওই টাকা বরাদ্দ করা হবে। সম্প্রতি মোহিতবাবু জেলাশাসককে চিঠি পাঠিয়ে কোথায়, কত টাকা বরাদ্দ করেছেন সেই বিষয়টি জানিয়ে দিয়েছেন। ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে জেলা প্রশাসনের কাছে বিধায়ক তহবিলের টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে। মোহিতবাবু বলেন, “কিছুদিনের মধ্যেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চেকের মাধ্যমে জেলা প্রশাসনের তরফে উন্নয়নের টাকা হাতে পেয়ে যাবেন। বিধানসভা এলাকার উন্নয়নই প্রধান লক্ষ্য।” রায়গঞ্জের কমলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের ছত্রপুর এলাকায় শ্মশান নির্মাণের জন্য ৩ লক্ষ টাকা ও গৌরী গ্রাম পঞ্চায়েত এলাকায় রাস্তা নির্মাণের জন্য ১ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। রায়গঞ্জ পঞ্চয়েত সমিতির পরিচালনায় ওই কাজ হবে। এ ছাড়াও রায়গঞ্জের মহারাজা জগদীশনাথ হাই স্কুল গ্রন্থাগারে বই কেনার জন্য ১ লক্ষ টাকা, রায়গঞ্জ পুর এলাকায় বিদ্যুদায়নের উন্নয়নে ৩ লক্ষ টাকা, রায়গঞ্জ বিদ্যচক্র স্কুল ও গার্লস হাইস্কুলের জেনারেটর কেনার জন্য পরিচালন সমিতিগুলিকে ৩ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজ ও পুর শিশু বিনোদন পার্কের উন্নয়নের জন্য মোহিতবাবু বিধায়ক তহবিল থেকে যথাক্রমে ৫ লক্ষ ও ১১ লক্ষ টাকা বরাদ্দ করেছেন। পাশাপাশি রায়গঞ্জ পঞ্চায়েত সমিতি কর্তৃপক্ষকে শীতাতপনিয়ন্ত্রিত অ্যাম্বুল্যান্স কেনার জন্য ৮ লক্ষ টাকা, রায়গঞ্জের ৮ নম্বর ওয়ার্ড কবরস্থানের জন্য ৮ লক্ষ টাকা, জেলা প্রেস ক্লাবের উন্নয়নের জন্য ৫ লক্ষ টাকা, রায়গঞ্জ রামকৃষ্ণ স্কুল ও শিশুসদন ও কর্ণজোড়া হাই স্কুলের জোনরেটর কেনার জন্য ৩ লক্ষ টাকা বরাদ্দ করেন মোহিতবাবু। |