টুকরো খবর
‘প্রভাকর’ জয়িতা ভদ্র
একে একে তোরণ, জ্যোতিস্মরণের গণ্ডি পেরিয়েছেন! আর ‘প্রভাকর’ শিরোপা পেলেন দেশের সেরা হয়ে। শিলিগুড়ির দেশবন্ধুপাড়ার গৃহবধূ জয়িতা ভদ্র। এ বছর ভারতনাট্যমে প্রয়াগ সঙ্গীত সমিতির অধীনে ওই শিরোপা যাঁরা পেয়েছেন তাঁদের মধ্যে সেরা হয়েছেন তিনি। যে সম্মান পেতে দেশের ১৮০০ কেন্দ্রের নৃত্য শিক্ষার্থীরা পরীক্ষায় সামিল হন। এমনকী ইংল্যান্ড, সুইজারল্যান্ডের মতো বিদেশের বিভিন্ন জায়গার ২২ টি কেন্দ্রের ছেলেমেয়েরা অংশ নেন। সব মিলিয়ে ৭২০১ জন পরীক্ষার্থী। গত ১৫ সেপ্টেম্বর এলাহাবাদে প্রয়াগ সঙ্গীত সমিতির সমাবর্তন অনুষ্ঠানে নাচ প্রদর্শন করেন। তাঁর হাতে স্বর্ণপদক তুলে দেন কর্তৃপক্ষ। এ বার আন্তর্জাতিক স্তরে নাচের আসরে অংশ নিতে চান জয়িতা। ৩ বছর বয়স থেকেই নাচ শিখছেন সঙ্গীতা চাকির কাছে। এখনও তাঁর কাছেই নাচ শেখেন। মা পেশায় শিলিগুড়ি হাসপাতালের নার্স সবিতা দেবী বরাবরই মেয়েকে নাচ শিখতে উৎসাহ দিয়েছেন। নাচের পরীক্ষায় প্রথম বছর তোরণ, তৃতীয় বছর জ্যোতিস্মরণ এ সবই শিখেছেন নিখুঁত ভাবে। ষষ্ঠবর্ষে পরীক্ষায় তার নাচের মুদ্রায় ‘কালিকাস্তুতি’, ‘নাচে গৌরী’ এবং ‘তিললানা’ দেখে মুগ্ধ পরীক্ষকরাও। এই পরীক্ষায় উত্তীর্ণ হলেই মেলে প্রভাকর সম্মান। আর তাতে দেশের সেরা হয়ে সম্মান পাওয়ায় খুশি পায়েলও। ছোট বেলায় পায়েলরা থাকতেন সুভাষপল্লিতে। বিয়ের পর এখন দেশবন্ধুপাড়ায়। স্বামী সৌজন্য ভদ্রও তাকে উৎসাহ দেন নাচের ব্যাপারে। সেখার পাশাপাশি নিজের নাচের স্কুলও খুলেছেন পায়েল।

কুষ্ঠাশ্রমে ভোজ
কুষ্ঠ আশ্রমের বাসিন্দাদের খিচুড়ি ও লাবড়া খাইয়ে মেয়ের জন্মদিন পালন করলেন জলপাইগুড়ির এক আইনজীবী। মঙ্গলবার দিনবাজার এলাকার বাসিন্দা বিজয় অগ্রবালের ১২ বছরের মেয়ে দিশার জন্মদিন উপলক্ষে জলপাইগুড়ি শহর লাগোয়া তিস্তা নদী পাড়ের কুষ্ঠ আশ্রমের দেড়শো বাসিন্দাকে দুপুরে খিচুড়ি এবং লাবড়া রান্না করে খাইয়েছেন তিনি। সকাল থেকে তিস্তাপাড়ে রান্নার আয়োজন করা হয়। ৪০ জন শিশু-সহ এলাকার বস বাসিন্দাকেই বসিয়ে দুপুরের খাওয়ার খাওয়ানো হয়েছে। বিজয়বাবু বলেন, “পঞ্চম শ্রেণিতে পড়ে আমার মেয়ে। কোনও রকম কেক কাটা বা অন্য কোনও অনুষ্ঠান এদিন হয়নি। দুপুরে সকলের সঙ্গে খিচুড়ি ও লাবড়ার তরকারি খেয়েই জন্মদিন পালন করা হয়েছে। এতে আমার মেয়ে খুবই আনন্দিত।”

আর এক দিন পর্যবেক্ষণে
শারীরিক অবস্থার উন্নতি হলেও আরও এক দিন মেয়র গঙ্গোত্রী দত্তকে নার্সিংহোমে পর্যবেক্ষণে রাখার কথা জানালেন চিকিৎসক। রক্ত চাপ অস্বাভাবিক বেড়ে যাওয়ায় সোমবার থেকে হাকিমপাড়ার একটি নার্সিংহোমে আইসিইউতে ভর্তি রয়েছেন শিলিগুড়ির মেয়র গঙ্গোত্রী দেবী। সোমবার তাঁর সিটি স্ক্যান এবং ইকোকার্ডিওগ্রাফ করা হয়েছে। দুই ক্ষেত্রেই স্বাভাবিক রিপোর্ট মিলেছে বলে মঙ্গলবার নার্সিংহোমের চিকিৎসক জানিয়েছেন। দায়িত্বে থাকা চিকিৎসক সিপি শর্মা বলেন, “ওঁর শরীর ভাল রয়েছে। তবে তিনি এখনও পুরোপুরি সুস্থ নন। তিনি আইসিইউতে-ই রয়েছেন। অন্তত আরও এক দিন তাঁকে পর্যবেক্ষণে রাখা দরকার। তার পরই মেয়রকে ছাড়ার কথা ভাবা হবে।”

সাহায্যে রুদ্রনাথ
অগ্নিকাণ্ডে নিরাশ্রয় চম্পাসারির পোকাইজোতের তিনটি পরিবারকে ত্রাণ বাবদ ৫ হাজার করে টাকা দিলেন শিলিগুড়ির বিধায়ক তথা এসজেডিএ-র চেয়ারম্যান রুদ্রনাথ ভট্টাচার্য। সোমবার ওই এলাকায় অগ্নিকাণ্ডের জেরে ওই তিনটি পরিবারের সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়। পরিবারের শিশুদের স্কুলের বইপত্র, পোশাক, রান্নার বাসনপত্রও রক্ষা করা যায়নি। এদিন শিলিগুড়ির বিধায়ক পরিবার পিছু ৫ হাজার টাকা ছাড়াও নিরাশ্রয়দের বাসন, পোশাকও বিলি করেন। নিরাশ্রয় শিশুদের জামা-বই দেওয়ার ব্যবস্থা হচ্ছে।

আটকাল ট্রেন
ইঞ্জিন বিকল হয়ে প্রায় দেড় ঘণ্টা আটকে রইল এনজেপি-বামনহাট প্যাসেঞ্জার ট্রেন। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে ধূপগুড়ির কাছে খলাইগ্রাম স্টেশনের কাছে। ট্রেনে আগুন লেগেছে বলে গুজব ছড়িয়ে পড়ায় যাত্রীরা ভয়ে ট্রেন থেকে নেমে পড়েন। রেলের ইঞ্জিনিয়ররা সেখানে যান। পরীক্ষা করে দেখা যায় সর্ট সার্কিট হয়ে এমন ঘটনা ঘটেছে। পরে নিউ জলপাইগুড়ি থেকে রেসকিউ ট্রেন ওই এলাকায় পাঠানো হয়।

মোটরবাইক ছিনতাই
সোমবার রাতে বাইক ছিনতাইয়ের ঘটনা ঘটল রাজগঞ্জে। রাজগঞ্জ পুলিশ সূত্রের খবর, এ দিন রাত ১০ টা নাগাদ রাজগঞ্জ থানার মাঝিয়ালির বড়ভিটার ঘোরামারা এলাকায় ঘটনাটি ঘটে। রাজগঞ্জ কালিনগরের এক বাসিন্দা এক আত্মীয়ের বাড়ি থেকে এ দিন রাতে বাড়ি ফিরছেলন। দুই দুষ্কৃতী পথ আটকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে বাইকটি নিয়ে চম্পট দেয়।

কুয়োয় ঝাঁপ বৃদ্ধের
কুয়োয় ঝাঁপ দিয়ে এক ব্যক্তি আত্মঘাতী হয়েছেন। সোমবার রাত ১০ টা নাগাদ এনজেপি ফাঁড়ির ভালবাসা মোড়ে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, পেশায় রিকশাচালক ওই ব্যক্তির নাম বয়রা ভগত (৭২)।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.