লক্ষ্মী আরাধনাও সর্বজনীন পূর্বে
দুর্গতিনাশিনীর পরে এ বার ঐশ্বর্যের দেবীর আরাধনা। লক্ষ্মীপুজোয় মেতেছে পূর্ব মেদিনীপুর। থিমের মণ্ডপ, অভিনব প্রতিমা থেকে নজরকাড়া আলোকসজ্জাবাদ নেই কিছুই। কোথাও বসেছে মেলা। কোথাও সাংস্কৃতিক অনুষ্ঠান। গৃহস্থের ঘরে ঘরে পুজো তো রয়েছেই।
লক্ষ্মীপুজো ঘিরে তমলুকে সবচেয়ে বেশি উৎসাহ সাউতানচক ও নারিকেলদা এলাকায়। তমলুক-পুরুষাঘাট সড়কে সাউতানচক বাজার সংলগ্ন এলাকায় মোট ৮টি সবর্জনীন লক্ষ্মীপুজো হচ্ছে জাঁকজমক সহকারে। উত্তর সাউতানচক ভালেশ্বর জিউ বাজার উন্নয়ন কমিটির পুজো ছাড়াও স্থানীয় কসমস ক্লাব, নবীন সঙ্ঘ, মুনলাইট ক্লাব, ভাই ভাই, জাগরণ সঙ্ঘ, অমর সঙ্ঘ ঘটা করে লক্ষ্মীপুজোর আয়োজন করেছে। নবীন সঙ্ঘ মণ্ডপ তৈরি করেছে বাঁশের বিভিন্ন শিল্পকর্ম দিয়ে। মুনলাইট মণ্ডপ তৈরি করেছে পাহাড়ের আদলে। বাজার উন্নয়ন কমিটির পুজোর অন্যতম আকর্ষণ চন্দননগরের আলোকসজ্জা। মাত্র এক কিলোমিটার এলাকার মধ্যে আটটি বড় লক্ষ্মীপুজোকে ঘিরে বসেছে মেলা। বাজার উন্নয়ন কমিটির সভাপতি নারায়ণ বাগ বলেন, “এখানে লক্ষ্মীপুজোর সময় প্রতি দিন লক্ষাধিক মানুষের সমাগম হয়। পাঁচ দিন ধরে মেলা চলবে।”
তমলুকের সাউতানচক থেকে এক কিলোমিটার দূরত্বে উত্তর নারিকেলদা হাট ও সংলগ্ন এলাকাতেও পুজো হচ্ছে ধূমধাম সহকারে। উত্তর নারিকেলদা হাটের ব্যবসায়ীদের উদ্যোগে দু’টি ও স্থানীয় জনকল্যাণ সঙ্ঘের উদ্যোগে সর্বজনীন লক্ষ্মীপুজো হচ্ছে উত্তর নারিকেলদা গ্রামে। এখানেও পুজো উপলক্ষে মেলা বসেছে। যাত্রা-সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন রয়েছে। তমলুকের নিমতৌড়িতে বড় বাজেটের লক্ষ্মীপুজো করছে কুলবেড়িয়া সুরসঙ্গম ক্লাব। উত্তর সোনামুই গ্রাম পঞ্চায়েতের প্রধান সোমনাথ বেরা বলেন, “লক্ষ্মীপুজোয় উত্তর সাউতানচক, উত্তর নারিকেলদা ও কুলবেড়িয়া এলাকার বাসিন্দাদের উৎসাহ-উদ্দীপনা দেখার মতো। জমজমাট মেলা বসে। দুর্গাপুজোর মতোই প্রচুর মানুষ জড়ো হন।” তমলুকের অদূরে নন্দকুমারের টোটাবেড়িয়া গ্রামে সর্বজনীন লক্ষ্মীপুজোর আয়োজন করে জাগ্রত প্রতিমা ক্লাব। তিন দিন ধরে ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির, কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা-সহ নানা আয়োজন রয়েছে।
পাঁশকুড়া স্টেশন বাজারে সর্বজনীন লক্ষ্মীপুজোর আয়োজন করেছে স্টেশন বাজার ফল ব্যবসায়ী সমিতি ও শ্রমিক সংগঠন এআইটিইউসি। ফল ব্যবসায়ী সমিতি রক্তদান শিবিরেরও আয়োজন করেছে। এ ছাড়াও তমলুকের কাঁকটিয়া, বুড়ারি, মেচেদা, কোলাঘাট, নন্দকুমার, চণ্ডীপুর বাজার ও ময়নার অন্নপূর্ণা বাজারে সর্বজনীন লক্ষ্মীপুজো হচ্ছে। দুর্গাপুজোর রেশ কাটতে না কাটতেই লক্ষ্মীর আরাধনায় মাতোয়ারা পূর্ব মেদিনীপুরবাসী।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.