l
Sicily Villas & Apartments
l
Registrar nombre del dominio
l
Domain Registration
সিপিএম নেতার বাগানে অস্ত্র কারখানার হদিস
নিজস্ব সংবাদদাতা • মালদহ
এক সিপিএম নেতার লিচুবাগানে হানা দিয়ে বড় মাপের অস্ত্র তৈরির কারখানার হদিস পেল মালদহ জেলা পুলিশ। সোমবার সকালে কালিয়াচক থানার মুজমপুরের বালুগ্রামে আসাদুল্লা বিশ্বাস নামে ওই সিপিএম নেতার বাড়ির পিছনের লিচুবাগানে হানা দেয় পুলিশ। কারখানা থেকে শতাধিক রাইফেল ও রিভলভার তৈরির সরঞ্জাম ও অস্ত্র তৈরির ৩০ রকমের যন্ত্রাংশ উদ্ধার হয়েছে। এর মধ্যে ২০টি দেশি রাইফেল প্রায় তৈরিই হয়ে গিয়েছিল। ঘটনার সময়ে ওই সিপিএম নেতা বাড়িতে ছিলেন না। এলাকায় রাজনৈতিক সংঘর্ষের জেরে তিনি বেশ কিছুদিন ধরে এলাকা ছাড়া। ওই কারখানা থেকেও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। কালিয়াচক থানার দাবি, তারা লিচুবাগানে পৌঁছতেই দুষ্কৃতীরা পালিয়ে যায়। জেলার পুলিশ সুপার জয়ন্ত পাল বলেন, “সিপিএম নেতা আসাদুল্লা বিশ্বাসের বাড়ির পিছনে লিচুবাগানে বেশ কিছুদিন ধরেই বাইরে থেকে দুষ্কৃতীদের এনে অস্ত্র তৈরি করা হচ্ছিল। বেআইনি অস্ত্র কারখানা থেকে প্রচুর অস্ত্র তৈরি হয়ে বাইরে চলে গিয়েছে বলেও প্রাথমিক ভাবে মনে হচ্ছে। এই ঘটনায় ওই সিপিএম নেতার হাত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।” রাজ্যের নারী, শিশু ও সমাজকল্যাণ মন্ত্রী সাবিত্রী মিত্র বলেন, “বহুদিন থেকেই পুলিশকে বলেছিলাম কালিয়াচকে বেআইনি অস্ত্র কারখানা আছে। সেগুলি বন্ধ না করলে কালিয়াচকে রাজনৈতিক সংঘর্ষ বন্ধ হবে না, সে-কথাও পুলিশকে বলেছি। পুলিশ কিছুই করেনি। কালিয়াচকে এখনও অনেক বেআইনি অস্ত্র তৈরির কারখানা আছে।”
বিস্তারিত...
রুইয়া নয়, নতুন মালিক চান ডানলপ শ্রমিকরা
গৌতম বন্দ্যোপাধ্যায় • সাহাগঞ্জ
ডানলপে পবন রুইয়া অধ্যায়ের অবসান চাইছেন শ্রমিকেরা। হুগলির সাহাগঞ্জের বন্ধ ওই কারখানার শ্রমিক ও শ্রমিক সংগঠনের নেতাদের বক্তব্য, অবিলম্বে বর্তমান মালিককে সরিয়ে দক্ষ কোনও শিল্পপতির হাতে কারখানার ভার তুলে দেওয়া হোক। ডানলপকে সামনে রেখে এক মঞ্চে চলে এসেছে তৃণমূল, সিপিএম এবং কংগ্রেসের শ্রমিক সংগঠন। তিনটি সংগঠন মিলিত ভাবে ‘জয়েন্ট অ্যাকশন কমিটি’ গড়ে কারখানার পূর্ব দিকের গেটের সামনে ধর্না-মঞ্চে সোমবার থেকে অবস্থান শুরু করেছে। সকাল থেকেই মঞ্চে কারখানার শ্রমিক এবং শ্রমিক-নেতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। মহাকরণে শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও শ্রমমন্ত্রী পূর্ণেন্দু বসুর সঙ্গে কারখানার মালিক পক্ষের কী আলোচনা হয়, তা জানার কৌতূহল ছিল সকলেরই। কিন্তু তাঁরা নিশ্চিত ছিলেন, এক দিনের আলোচনাতেই কোনও সমাধানসূত্র বেরোবে না। মঞ্চ থেকে কোনও ঘোষণা করা না হলেও, প্রতিটি সংগঠনের নেতারাই জানিয়েছেন, তাঁরা কারখানা চালানোর জন্য বর্তমান মালিক পবন রুইয়ার পরিবর্তে নতুন শিল্পপতি চান। সিটু অনুমোদিত ‘ডানলপ ওয়ার্কার্স ইউনিয়ন’-এর সম্পাদক বিতান চৌধুরী বলেন, “শ্রমিকদের কাছে বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন পবন রুইয়া। কারখানা চালানোর মতো দক্ষ এক জন শিল্পপতি জরুরি। বর্তমান সরকার যথেষ্ট ইতিবাচক ভূমিকা নিয়েছে। আমরা চাইব, সরকার আরও একটু কঠোর হয়ে বর্তমান মালিক পক্ষকে সরিয়ে দিক।”
বিস্তারিত...
তৃণমূল-স্তরে লাগাতার সভার সূচি শাসকদলের
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর
জঙ্গলমহলে মুখ্যমন্ত্রীর সরকারি সভায় মাঠ ভরাবে তাঁর দল। সেখানে লক্ষাধিক মানুষের জমায়েতের ডাক দিয়েছে জেলা তৃণমূল। তবে সরকারি সভা বলে দলীয় পতাকা নিয়ে কর্মীরা যাবেন না। কিন্তু মুখ্যমন্ত্রীর যাত্রাপথ মুড়ে দেওয়া হবে দলীয় পতাকায়। সোমবার পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের কোর-কমিটির বৈঠকে এই সিদ্ধান্তই নেওয়া হয়েছে। পাশাপাশি জেলায় দলের গোষ্ঠীদ্বন্দ্ব কাটিয়ে সংগঠনকে মজবুত করতেও একগুচ্ছ সিদ্ধান্ত হয়েছে সোমবারের বৈঠকে। ভাইফোঁটার পর থেকে ব্লক ও পঞ্চায়েতস্তরে নিয়মিত কর্মিসভা এবং প্রতিটি ব্লকে কো-অর্ডিনেটর নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। তৃণমূল সরকারের কাছেও বর্তমানে জঙ্গলমহলে মাওবাদী-মোকাবিলা একটা বড় চ্যালেঞ্জ। মাওবাদীদের আক্রমণের নিশানা হচ্ছে এখন তৃণমূলও। যদিও সম্প্রতি মাওবাদীরা শর্তসাপেক্ষে অস্ত্র-সংবরণের প্রস্তাবও রেখেছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রাজনৈতিক ভাবে মাওবাদী-মোকাবিলায় জোর দিচ্ছে সরকার। চলতি সপ্তাহে তাই যুব তৃণমূলের ব্যানারে ঝাড়গ্রামে রাজনৈতিক সভা আয়োজনের কথা ছিল প্রথমে। যদিও পরবর্তীকালে সেই সভা সরকারি অনুষ্ঠানের রূপ নিচ্ছে। যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং হাজির থাকবেন। তাই সভায় লক্ষাধিক মানুষের জমায়েত করে জনভিত্তির জানান দিতে চাইছেন শাসকদলের জেলা নেতৃত্ব।
বিস্তারিত...
এটিএম-এ ‘বন্ধু’ সেজে অ্যাকাউন্ট
সাফ, গ্রেফতার ২
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান
এটিএমে সমস্যায় পড়া মানুষের ‘বন্ধু’ সেজে উদয় হত ওরা। কার্ড চেয়ে নিয়ে ‘পিন’ জেনে তুলে দিত টাকা। আর তার পরেই ফাঁকা করে দিত অ্যাকাউন্ট। পুলিশের দাবি, বর্ধমানে ধরা পড়া বিহারের দুই যুবককে জেরা করে এমনই জানা গিয়েছে। এক জনের নাম রাজীবরঞ্জন সিংহ, বাড়ি গয়ার ফতেপুর থানার রসুনা গ্রামে। অপর জনের নাম মিথিলেশ কুমার ওরফে মিঠু, বাড়ি পটনা শহরে। ইদানীং তারা একটি গাড়ি নিয়ে ঘুরছিল। তাদের কাছে সাতটি এটিএম কার্ড, ৭৭০০ টাকা ও প্রচুর চিউয়িং গাম পাওয়া গিয়েছে। চিউয়িং গাম দিয়েই তারা এটিএমের ভিতরে ক্যামেরার মুখ বন্ধ করে দিত বলে পুলিশ জানিয়েছে। সোমবার বর্ধমানের পুলিশ সুপার হুমায়ুন কবির বলেন, “দুই যুবককে জেরা করে জানা গিয়েছে, এই ধরনের প্রতারক চক্র বিভিন্ন শহরে ঘুরছে। আমরা গ্রাহকদের অপরিচিত কাউকে এটিএমে ঢুকতে দিতে বা ‘পিন’ জানাতে বারণ করছি।” পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বর্ধমান পুলিশ লাইনের মোটর ভেহিক্যালস দফতরের ক্লিনার শঙ্করকুমার বিশ্বাস এলাকারই একটি এটিএম থেকে দু’হাজার টাকা তুলতে গিয়েছিলেন। কিন্তু কিছুতেই টাকা তুলতে পারছিলেন না। এমন সময়ে এটিএমের বাইরে দাঁড়িয়ে থাকা দুই যুবক তাঁকে সাহায্য করতে ভিতরে ঢোকেন। টাকা তুলতে যে বিশেষ নম্বর (পিন) লাগে, তা তাদের জানিয়ে দেন শঙ্করবাবু।
বিস্তারিত...
ধনলক্ষ্মীকে বরণ করতে চড়া বাজারেও মানুষের ঢল
নিজস্ব প্রতিবেদন
আজ লক্ষ্মীপুজো। ঘরে ঘরে কোজাগরী লক্ষ্মীর আরাধনায় মেতে উঠবে বাঙালি। আর এই পুজোর মরসুমে বাজারে বাজারে কাঁচা শাক-সব্জি এবং ফল-ফুলের দামে যেন আগুন লেগেছে। চড়া দরে বিকোচ্ছে পালং শাক থেকে ফুলকপি, বেগুন, টমেটো থেকে বাঁধাকপি বা ক্যাপসিকাম। ফলের বাজারে একই অবস্থা। আপেল হোক বা ন্যাসপাতি, বাতাবি লেবুই হোক বা নারকেলসবেরই দাম বেশ চড়া। সব মিলিয়ে লক্ষ্মীর আরাধনা করতে গিয়ে অগ্নিমূল্যে হাত পোড়াতেই হচ্ছে আম বাঙালিকে। কিন্তু উপায় কী? দৈনন্দিন বাজারই হোক বা পুজোর নৈবেদ্যকোথাও সমঝোতা করার উপায় নেই। ফলে গৃহস্থের হেঁসেলের বাজেট বেড়ে যাচ্ছে হু হু করে। লক্ষ্মীপুজোর বাজার সারতে রবিবার ও সোমবার ক্রেতাদের ঢল নেমেছিল দুই ২৪ পরগনার বিভিন্ন বাজারে। উত্তর ২৪ পরগনার বনগাঁ, গাইঘাটা, বসিরহাট, নৈহাটি, শ্যামনগরের মতো মফসস্ল শহরগুলির বাজারে ছিল উপচে পড়া ভিড়। একই ছবি চোখে পড়েছে দক্ষিণ ২৪ পরগনাতেও। বারুইপুর থেকে ক্যানিং, ডায়মন্ড হারবার থেকে কাকদ্বীপ সর্বত্র বিকিকিনি হয়েছে যথেষ্ট। দিনের শেষে বিক্রেতারা খুশি। মনের মতো জিনিসপত্র পেয়ে সন্তুষ্ট ক্রেতারাও। শুধু জিনিসপত্রের দাম কিছুটা কম হলে তাঁরা আরও খুশি হতেন বলে জানিয়েছেন। এক ফুটের মাটির প্রতিমা ব্যারাকপুরের বাজারে বিক্রি হয়েছে ২০০ টাকায়।
বিস্তারিত...
চার দিনের লক্ষ্মী পুজোই মিলনমেলা বিষ্ণুপুর গ্রামে
সৌমেন দত্ত • কাটোয়া
লক্ষ্মী লাভের আশায় বছরভর বাইরে কাটান গ্রামের যুবকেরা। আর লক্ষ্মী পুজোর সময়ে দল বেঁধে ফিরে আসেন গ্রামে। কাটোয়ার বিষ্ণুপুর গ্রামে সব মিলিয়ে তিনটি সর্বজনীন লক্ষ্মী পুজো হয়। যার মধ্যে দু’টি পুজোর জাঁকজমক বেশি। এই গ্রামের অন্তত ৫০ জন যুবক কলকাতা, দিল্লি, জয়পুরে গয়না তৈরির কাজ করেন। দুর্গাপুজোর সময়ে ব্যস্ততা তুঙ্গে থাকায় তাঁরা বাড়ি ফিরতে পারেন না। পুজোর পরে বাড়ি ফিরে এসেও বিষণ্ণতার মধ্যেই দিন কাটত তাঁদের। বিষণ্ণতা কাটাতে ১৮ বছর আগে গ্রামে সবর্জনীন লক্ষ্মীপুজো শুরু হয়। এসটিকেকে রোডের ধার থেকেই কাটোয়ার বিষ্ণপুর গ্রামের গিনি স্টারের পুজো দেখা যাবে। ফি বছর তারা দৃশ্যাঙ্কনের মাধ্যমে লক্ষ্মীদেবীর আরাধনা করেন। এ বারও তার ব্যতিক্রম হয়নি। তবে এ বছর ধানের শীষ দিয়ে প্রতিমা তৈরি হচ্ছে। এছাড়া মণ্ডপের সামনে বড় পুকুর ঘিরে দেখা যাবে বাহারি আলোকসজ্জাও। এই পুজোর উদ্যোক্তা সুদেব সরকার, জয়ন্ত সরকাররা বলেন, “পুজোর পরে আমরা ১০-১৫ দিন ছুটি পাই। পুজোর পরে বিষণ্ণতা কাটাতে আমরা লক্ষ্মী পুজো শুরু করি। এ বছর আমাদের পুজো ১৯ বছরে পা দিল।”
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
বোনাসে বঞ্চিত শিক্ষকেরা
ফুন্টশোলিংয়ে জোড়া
বিস্ফোরণ, জখম ১
দক্ষিণবঙ্গ
বনগাঁয় দুর্গাপুজোর মেজাজ জমিয়ে দিল শারদ পত্রিকা
সারের জোগান অপ্রতুল, সমস্যায় চাষি
বর্ধমান
দুর্গার দর নেই, লক্ষ্মীর খাসতালুক আনগুনা
সর্বশিক্ষার টাকায় অসঙ্গতি, অভিযুক্ত প্রধান শিক্ষিকা
পুরুলিয়া
বেগুন থেকে আপেল, লক্ষ্মীপুজোর বাজার আগুন
মায়ের আবির্ভাব উৎসব ঘিরে ঢল পুণ্যার্থীদের
মুর্শিদাবাদ
বিজয়ার পালা সাঙ্গ লক্ষ্মীপুজোয়
তেঘরিতে সিপিএমের
প্রধানকে সরানো হল
মেদিনীপুর
ধুঁকছে কৃষি-খামার, বীজের
জন্যও চাষির ভরসা ব্যবসায়ী
যাত্রী হেনস্থায় তদন্ত রেলের
কলকাতা
৩৩.৮/২৫.৬
আজকের দিনে
•
১৯৩৭:
ব্রিটিশ ফুটবলার
ববি চার্লটনের জন্ম।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
এই সপ্তাহে হাওড়া প্রকাশিত হল না।
কলকাতার কথকতা নিয়ে শুরু হল
শুধুমাত্র আনন্দবাজার পত্রিকার এই সংস্করণে
মা দুর্গা আসছেন। কোটি কোটি দেবতা থাকতেও আবার কেন আর এক দেবীর সৃষ্টি হল? মহিষাসুর ভদ্রলোকটি-ই বা কেমন! জেন নেক্সট-সহ ছোটদের শোনানো হল
‘মা দুগ্গার গল্প’
। সঙ্গে দ্বিতীয় দফায়
‘শারদীয়ার বনেদিয়ানা’
ও
‘বিদেশে বন্দনা’
। সেই সঙ্গে ফিজিতে আয়োজিত একটি দুর্গাপুজোর বিস্তারিত বয়ান।
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.