|
|
|
|
যাত্রী হেনস্থায় তদন্ত রেলের |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
যাত্রী-হেনস্থার অভিযোগের তদন্ত শুরু করল রেল। মেদিনীপুর স্টেশনে এক টিকিট পরীক্ষক তাঁদের হেনস্থা করেছেন বলে অভিযোগ করেছিলেন এক দম্পতি। সেই অভিযোগ খতিয়ে দেখতে সোমবার সকালে মেদিনীপুরে আসেন দক্ষিণ-পূর্ব রেলের খড়্গপুরের এডিআরএম প্রকাশকুমার মণ্ডল। পরে এডিআরএম বলেন, “তদন্ত শুরু হয়েছে। সব দিকই খতিয়ে দেখা হচ্ছে।” গত শুক্রবার সকালে নীলাচল এক্সপ্রেসে দিল্লি থেকে মেদিনীপুরে আসেন সুমন ও সুচেতা বরাট। অভিযোগ, বৈধ টিকিট থাকা সত্ত্বেও সুমনবাবুকে যাত্রীকে হেনস্থা করেন বিপিনকুমার সিংহ নামে এক টিকিট পরীক্ষক। |
|
প্রতিবাদ করতে গিয়ে তাঁর স্ত্রী সুচেতাদেবীও হেনস্থার শিকার হন। জিআরপি-র দ্বারস্থ হয়েও সুবিচার মেলেনি। ওই দম্পতি তখন মেদিনীপুর কোতোয়ালি থানায় অভিযোগ করেন। সোমবার রেলের তদন্তে সহযোগিতার জন্য সস্ত্রীক সুমনবাবুও মেদিনীপুর স্টেশনে আসেন। তাঁদের সঙ্গে কথা বলেন এডিআরএম। সুচেতাদেবীর কথায়, “আমরা চাই, অভিযুক্তদের কড়া শাস্তি হোক। যাতে আর কোনও যাত্রীকে বৈধ টিকিট থাকা সত্ত্বেও এমন হেনস্থার মুখে পড়তে না হয়।” ডিআরএম আর কে কুলশ্রেষ্ঠর আশ্বাস, “ওই দিন ঠিক কী হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পুনরাবৃত্তি এড়াতে উপযুক্ত পদক্ষেপই করা হবে।” |
|
|
|
|
|