|
|
|
|
নিরাপত্তার কড়াকড়ি জয়গাঁয় |
ফুন্টশোলিংয়ে জোড়া বিস্ফোরণ, জখম ১ |
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
ভুটানের রাজার বিয়ের ঠিক আগে, সোমবার পর পর দু’টি বিস্ফোরণে কেঁপে উঠল ভারত সীমান্ত লাগোয়া ভুটানের শহর ফুন্টশোলিং। বিস্ফোরণে জখম হয়েছেন এক ভারতীয় নাগরিক। তাঁকে ভুটানের একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এ দিন সন্ধ্যায় ওই বিস্ফোরণের পরে কিছু ক্ষণের জন্য ভারত-ভুটানের সীমান্ত পারাপারের গেটটি বন্ধ করে দেওয়া হয়েছিল।
সীমান্তের ও পারে ফুন্টশোলিং। এ পারে ভারতের জয়গা। জয়গাঁ থেকেও বিস্ফোরণের আওয়াজ পেয়েছেন স্থানীয় ব্যবসায়ী এবং বাসিন্দারা। আলিপুরদুয়ারের অতিরিক্ত পুলিশ সুপার অনুপ জসওয়াল বলেন, “ফুন্টশোলিং শহরে ভুটান পুলিশ আউটপোস্টের কাছে থিম্পু যাওয়ার রাস্তায় দু’টি জায়গায় বোমা বিস্ফোরণ হয়েছে। এক ভারতীয় জখম হয়ছেন। আমরা ওই দেশের প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছি।”
আগামী ১৩ অক্টোবর থিম্পুতে ভুটানের রাজা জিগমে খেশর নামগিয়াল ওয়াংচুকের বিয়ের অনুষ্ঠান শুরু হবে। ভুটান প্রশাসন সুত্রে জানা গিয়েছে, এ দিন সন্ধ্যা ৬টা নাগাদ ভুটান গেটের কাছে পর পর দু’টি বিস্ফোরণ হয়। প্রথমটির তুলনায় দ্বিতীয় বিস্ফোরণের তীব্রতা ছিল বেশি। বিকট আওয়াজে এবং কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখে ঘাবড়ে গিয়ে জনতা ছোটাছুটি শুরু করে। ‘জয়গাঁ মার্চেন্ট অ্যাসোসিয়েশন’-এর কাযর্করী সদস্য ব্যাবসায়ী রমেশ জয়সোয়াল জানান, ঘটনায় ভারতের প্রান্তের বাসিন্দা এবং ব্যবসায়ীদের মধ্যেও আতঙ্ক দেখা দেয়।
রাজার বিয়ের প্রাক্কালে এ ধরনের ঘটনায় নড়েচড়ে বসেছে ভুটান প্রশাসন। তৎপরতা শুরু হয়েছে জয়গাঁতেও। আলিপুরদুয়ারের অতিরিক্ত পুলিশ সুপার বলেন, “জয়গাঁতে নিরাপত্তার কড়াকড়ি করা হয়েছে। বিভিন্ন এলাকায় গাড়ি থামিয়ে তল্লাশি চলছে। টহলদারিতে নামানো হয়েছে এসএসবি জওয়ানদের।” জয়গাঁ থানার একটি দলও ভুটানে গিয়েছে বলে পুলিশ সূত্রের খবর। |
|
|
|
|
|