টুকরো খবর
শাস্তি চেয়ে স্মারকলিপি
কাউন্সিলারের মেয়েকে অপহরণের চেষ্টায় অভিযুক্ত যুবকের শাস্তির দাবিতে শিলিগুড়ির অতিরিক্ত পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিল পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক মহিলা সমিতি। সোমবার দুপুরে মহিলা সমিতির সদস্যরা ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মায়াদেবী পাসোয়ানকে নিয়ে অতিরিক্ত পুলিশ সুপারের কাছে যান। রবিবার বেলা ১২টা নাগাদ টিউশন ফিরে বাড়ি ফেরার পথে শিলিগুড়ি টাউন স্টেশনে মায়াদেবীর মেয়ে একাদশ শ্রেণির ছাত্রী বন্দনাকে অপহরণের চেষ্টা করে এক দুষ্কৃতী। বন্দনা ওই দুষ্কৃতীকে প্রতিহত করে চিৎকার শুরু করে দেন। বাসিন্দারা ওই যুবককে আটককে মারধর করে। বাদল রংদার নামে ওই দুষ্কৃতী পুলিশি নজরদারিতে শিলিগুড়ি হাসপাতালে চিকিৎসাধীন। ছাড়া পেলেই তাকে হেফাজতে নেবে পুলিশ। গণতান্ত্রিক মহিলা সমিতির দার্জিলিং জেলা সম্পাদিকা স্নিগ্ধা হালদার বলেন, “টাউন স্টেশন চত্বর দুষ্কৃতীদের আড্ডায় পরিণত হয়েছে। কাউন্সিলরের মেয়েকে অপহরণের চেষ্টা প্রমাণ করে সেখানে আইনশৃঙ্খলা বলে কিছু নেই। মেয়েরা চলাচল করতে ভয় পাচ্ছে। অভিযুক্তের শাস্তির দাবির পাশাপাশি নিরাপত্তার ব্যবস্থা না করা হলে বড় আন্দোলন হবে।” ওই এলাকায় পুলিশি টহলদারি বাড়ানোর দাবিও করা হয়েছে। শিলিগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার অমিত জাভালগি বলেন, “ওই ঘটনায় জিআরপিতে মামলা হয়েছে। ঘটনা তারা তদন্ত করে দেখছে। পুলিশের তরফে ওই এলাকায় টহলদারির ব্যবস্থা করা হয়েছে।” জিআরপির শিলিগুড়ি জংশনের ওসি সুরোজিৎ সিং সাইনি বলেন, “হাসপাতালে পুলিশ অভিযুক্ত যুবকের উপর নজর রাখছে। সে ছাড়া পেলেই তাকে গ্রেফতার করা হবে।”

মমতার জন্য
মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ডুয়ার্সে এসে থাকতে পারেন চালসার পূর্ত দফতরের বাংলোয়। এই বাংলোয় তাই এখন শুরু হয়েছে জোর সংস্কারের কাজ। বাংলোটির ভিতরে আবার দুটি পৃথক বাংলো রয়েছে। একটি কাঠের তৈরি। ওপরটি একেবারে মূর্তি নদীর খাদের ধারে দোতালা। এখানেই মুখ্যমন্ত্রী থাকতে পারেন। দুটি ভবনেই পুরোদমে সংস্কারের কাজ চলছে। কাঠের ভবনের মেঝের কার্পেট সরিয়ে টাইলস বসানোর কাজ চলছে। পূর্ত দফতরের এই বাংলোয় পর্যটকদের রান্না করে খাওয়ান অস্থায়ী নির্মান কর্মী অমিত মুন্ডারি। তবে মূখ্যমন্ত্রীকে খাওয়াবার দায়িত্ব পাচ্ছে না অমিত। বাংলোর দায়িত্বে থাকা পূর্ত দপ্তরের সহকারী বাস্তুকার মৃন্ময় দেবনাথ বলেন, “বাবুচির্র্ পদে এখানে কেউ কর্মরত নেই। অস্থায়ী ভাবে রান্নার কাজ চলে। মুখ্যমন্ত্রী থাকলে সরকারি অন্য ব্যবস্থা হবে।” মালবাজার শহরের বিডিও অফিস লাগোয়া মাঠে বুধবার বিকালে মুখ্যমন্ত্রী সরকারি অনুষ্ঠানে যোগ দেবেনয়। মালবাজার মহকুমার বিপিএল তালিকাভুক্ত আদিবাসী পরিবারের মাধ্যমিক পাশ ১০০ ছাত্রীকে ভবিষ্যতের পড়াশুনোর জন্য আর্থিক সাহায্য দেবেন মুখ্যমন্ত্রী। কলকাতায় চা নিয়ে ১৩ অক্টোবর বৈঠক থাকায় আদিবাসীদের একটি প্রতিনিধি দল কলকাতায় যাবে। অন্য দলটি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন।

যাত্রী সেজে লুঠপাট
যাত্রী সেজে বাসে উঠে লুঠ করল দুষ্কৃতীরা। রবিবার রাত ১১টা নাগাদ ঘটনাটি ঘটে শামুকতলার তেতুঁলতলা এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কে। বাসটি ধুবুরি থেকে শিলিগুড়িতে যাচ্ছিল। পথে আগ্নেয়াস্ত্র দেখিয়ে যাত্রীদের কাছ থেকে লক্ষাধিক টাকার জিনিসপত্র লুঠ করে দুষ্কৃতীরা। লুঠের পর বাস থেকে নেমে তারা গা ঢাকা দেয়। আলিপুরদুয়ারের অতিরিক্ত পুলিশ সুপার অনুপ জয়সোয়াল ঘটনাস্থলে যান। রাতেই দুষ্কৃতীদের সন্ধানে শুরু হয় তল্লাশি। ওই ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহে পারোকাটা এলাকা থেকে ৪ যুবককে আটক করেছে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার অনুপ জয়সওয়াল বলেন, “ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। ৪ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।” সন্ধ্যায় ৪২ জন যাত্রী নিয়ে অসমের ধুবুরি থেকে শিলিগুড়ির রওনা হয় বাসটি। রাত সাড়ে ১০টা নাগাদ বাস শামুকতলার তেতুঁলতলা এলাকার একটি ধাবায় দাঁড়ায়। সেখান থেকে গাড়ি ছাড়ার কিছুক্ষণের মধ্যে দুষ্কৃতীরা লুঠপাট করে, মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে পারোকাটার দিকে পালিয়ে যায়।

ব্যাগ কেটে চুরি
ব্যাঙ্কে গ্রাহকের ব্যাগ কেটে চুরি হল প্রায় ৬৫ হাজার টাকা। সোমবার দুপুরে ঘটনাটি ঘটে আলিপুরদুয়ার চৌপথির কাছে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায়। আইসি মনোজ চক্রবর্তী জানান, কোচবিহারের কাঠ ব্যবসায়ী সমর রক্ষিত দুপুরে আলিপুরদুয়ার চৌপথির ওই শাখায় টাকা জমা দেওয়ার জন্য গিয়েছিলেন। লাইনে দাড়ানোর কিছু পর তিনি লক্ষ করেন ব্যাগটি কেটে টাকা নিয়ে কেউ উধাও হয়েছে।

লরির চাকায় পিষ্ট
ডিউটি সেরে বাড়ি ফেরার পথে অসমগামী একটি লরির চাকায় পিষ্ট হয়ে এক পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে। রবিবার রাতে ঘটনাটি ঘটে কুমারগ্রাম থানার সেলট্যাক্স চেক পোস্টের সামনে। মৃত পুলিশ কর্মীর নাম দীপক দাস (৪২)। তাঁর বাড়ি ইসলামপুরে। কুমারগ্রাম থানার অন্তর্গত বারবিশা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন তিনি।

জখম শিক্ষক
মোবাইল চার্জার বিস্ফোরণে জখম হলেন শিক্ষক। সোমবার বিকেলে ঘটনাটি ঘটে ডুয়ার্সের হ্যামিলটনগঞ্জ বাসস্ট্যান্ডের কাছে একটি বাড়িতে। তাঁর ডান হাতের আঙ্গুল পুড়ে যায়।

পুড়ল বাড়ি
আগুন লেগে পুড়ে গেল একটি বাড়ি। সোমবার দুপুরে ঘটনাটি ঘটে প্রধাননগরের চম্পাসারির পোকাইজোত এলাকায়। দমকলের ২টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল সুত্রে জানা গিয়েছে, একটি বাঁশের বেড়া দেওয়া বাড়িতে আগুন লাগে। সেই সময় বাড়িতে কেউ ছিল না। প্রতিবেশীরা বিষয়টি লক্ষ্য করে দমকলকে খবর দেয়। কীভাবে আগুন লাগল তা তদন্ত করে দেখছে দমকল।

শিলিগুড়ির মেয়র ভর্তি নার্সিংহোমে
চিকিৎসাধীন গঙ্গোত্রী দত্তের ছবিটি তুলেছেন বিশ্বরূপ বসাক
রক্তচাপ অস্বাভাবিক ভাবে বেড়ে যাওয়ায় নার্সিংহোমে ভর্তি করানো হল শিলিগুড়ির মেয়র গঙ্গোত্রী দত্তকে। সোমবার সকাল সাড়ে ৮টা নাগাদ তাঁকে হাকিমপাড়ার একটি নার্সিংহোমে ভর্তি করানো হয়। সেখানে তাঁকে আইসিইউ-তে রাখা হয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতেই অসুস্থ হয়ে পড়েন মেয়র। সোমবার সকালে তাঁকে নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। ভারপ্রাপ্ত চিকিৎসক সি পি শর্মা বলেন, “কী কারণে রক্তচাপ অস্বাভাবিক ভাবে বেড়ে উনি অসুস্থ হয়ে পড়েছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।” খবর পেয়েই হাসপাতালে যান উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেব, বিধায়ক শঙ্কর মালাকার, শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রুদ্রনাথ ভট্টাচার্য। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ শিলিগুড়িতে ছিলেন। খবর পেয়ে তিনিও যান নার্সিংহোমে। সোমবার দুপুরে গঙ্গোত্রীদেবী কিছুটা সুস্থ হলেও তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.