|
|
|
|
আমলাদের দীর্ঘসূত্রতায় ক্ষোভ |
বোনাসে বঞ্চিত শিক্ষকেরা |
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
দুর্গা পুজো শেষ হয়েছে কয়েকদিন আগে। আজ, মঙ্গলবার কোজাগরী লক্ষ্মী পুজো। অথচ কোচবিহারের শিক্ষক ও শিক্ষাকর্মীদের বরাতে এখনও পুজোর বোনাস জোটেনি। কবে নাগাদ ওই তা মিলবে সেটাও শিক্ষা দফতরের কর্তারা স্পষ্ট করে জানাতে পারছেন না। ওই ঘটনায় শিক্ষক ও শিক্ষাকর্মী মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। আন্দোলনের হুমকি দিয়েছেন সিপিএম প্রভাবিত নিখিলবঙ্গ শিক্ষক সমিতির নেতৃত্ব। কোচবিহারের ভারপ্রাপ্ত ডিআই (সেকেন্ডারি) দেবাশিস ভট্টাচার্য বলেন, “পুজো বোনাসের জন্য প্রয়োজনীয় চাহিদা জানিয়ে কর্তৃপক্ষের কাছে নথিপত্র পাঠানো হয়েছে। বরাদ্দ এলে তা ট্রেজারিতে পাঠিয়ে বন্টনের ব্যবস্থা করা হবে।” কোচবিহার জেলা শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, জেলায় হাই স্কুল ও মাদ্রাসা রয়েছে ৩১০টি। শিক্ষক সংখ্যা সাড়ে ৬ হাজারের বেশি। তাঁদের মধ্যে বেসিক পে এবং ডিএ মিলিয়ে যাঁরা গত মার্চ মাসে ২০ হাজার টাকার কম বেতন পেয়েছেন তাঁরা এ বার বোনাসের আওতায় আছেন। সেই হিসেবে জেলার তিন হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর জন্য ২ হাজার ১০০ টাকা করে অ্যাডহক বোনাসের জন্য প্রয়োজনীয় বরাদ্দ চেয়ে স্কুল শিক্ষা দফতরে কাগজপত্র পাঠানো হয়। কিন্তু বোনাসের ৬০ লক্ষ টাকা সোমবারও জেলা শিক্ষা দফতরে পৌঁছয়নি। ওই বরাদ্দের অনুমোদন আসার পরে স্কুল ভিত্তিক শিক্ষকদের নামের তালিকা তৈরি করে ট্রেজারিতে বিল পাঠানো হবে। শিক্ষা দফতরের কর্তারা জানান, অনুমোদন মেলার দিনই শিক্ষক ও শিক্ষাকর্মীরা টাকা পেয়ে যাবেন এমন ভাবার কিছু নেই। তাঁদের অ্যাকাউন্টে টাকা জমা হতে কয়েকদিন সময় লাগবে। ওই ঘটনায় ক্ষুব্ধ পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতির কোচবিহার জেলা সম্পাদক শিশির সরকার বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণের পরে মাসের প্রথম দিনে শিক্ষক-শিক্ষিকাদের বেতনের ব্যবস্থা করেন। এ জন্য আমরা তাঁকে ধন্যবাদ জানিয়েছি। কিন্তু লক্ষ্মী পুজোতেও বোনাসের টাকা না মেলায় আবাক হতে হচ্ছে। ওই সমস্যার সমাধানের জন্য আমরা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইব।” এ দিকে সময় মতো বোনাস না মেলার জন্য আমলাদের দুষেছেন তৃণমূল শিক্ষা সেলের নেতৃত্ব। সংগঠনের কোচবিহার জেলা সভাপতি নিরঞ্জন দত্ত বলেন, “আমলাদের একাংশ রাজ্য সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য নানা ভাবে জটিলতার সৃষ্টি করে চলেছেন। ওই কারণে মুখ্যমন্ত্রীর ঘোষণা সত্ত্বেও সময় মতো বোনাসের বরাদ্দ জেলায় পৌঁছয়নি। আমরা ঘটনাটি মুখ্যমন্ত্রীর নজরে আনব।” সময় মতো বোনাস না মেলায় ক্ষুব্ধ সিপিএম প্রভাবিত নিখিলবঙ্গ শিক্ষক সমিতির নেতৃত্ব আন্দোলনের হুমকি দিয়েছেন। সংগঠনের কোচবিহার জেলা সহকারী সম্পাদক সুজিত দাস বলেন, “শিক্ষকরা ডিএ পাচ্ছেন না। রোপার তৃতীয় কিস্তির বকেয়া পাচ্ছেন না। পুজোর সময় বোনাসও মেলেনি। কবে মিলবে সেটাও স্পষ্ট নয়। কী হচ্ছে, বিুঝতে পারছি না। অব্যবস্থার বিরুদ্ধে আমরা আন্দোলনে নামব।” |
|
|
|
|
|