l
Sicily Villas & Apartments
l
Registrar nombre del dominio
l
Domain Registration
উত্তরবঙ্গের উন্নয়নে ৮৪টি প্রকল্প ঘোষণা রাজ্যের
নিজস্ব প্রতিবেদন
উত্তরবঙ্গের সার্বিক উন্নয়নের জন্য একযোগে ৮৪টি প্রকল্পের কথা ঘোষণা করল রাজ্য সরকার। ওই সব প্রকল্প বাস্তবায়িত করতে খরচ হবে প্রায় সাড়ে ৫০০ কোটি টাকা। উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ ও নানা দফতরের মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে প্রকল্পগুলি রূপায়ণ করবে উত্তরবঙ্গ উন্নয়ন দফতর। ইতিমধ্যেই উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদকে ২০০ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য। বাকি টাকা কেন্দ্র ও রাজ্যের নানা প্রকল্পের মাধ্যমে জোগাড় করার রূপরেখা তৈরি করেছে উত্তরবঙ্গ উন্নয়ন দফতর। সোমবার মহাকরণে নবগঠিত উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের প্রথম বৈঠকের পরে এ কথা জানিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেব। উত্তরবঙ্গের ছ’টি জেলার মধ্যে ‘পিছিয়ে পড়া’ চারটি জেলার (দুই দিনাজপুর, জলপাইগুড়ি ও মালদহ) উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকার এমনিতেই টাকা দেয়। গৌতমবাবু জানান, এ বার রাজ্য সরকারও ওই খাতে যে টাকা দেবে, তা-ও উত্তরবঙ্গ উন্নয়ন দফতরই খরচ করবে। শুধু তা-ই নয়, আগামী দিনে পর্ষদের প্রতিনিধিরা উত্তরবঙ্গের প্রতিটি জেলায় গিয়ে উন্নয়ন প্রকল্পের কাজের কতটা অগ্রগতি হচ্ছে এবং আরও কী কী করা দরকার তা নিয়ে স্থানীয় বিশিষ্টজনদের সঙ্গে যাতে নিয়মিত আলোচনা করেন, সেই নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বিস্তারিত...
বাঁশির সুরে ভুবন ভরিয়ে দেওয়ার
স্বপ্ন দেখেন দিনমজুর অসিত
সীমান্ত মৈত্র • গাইঘাটা
হাতে দা ও কাঁধে এক গাছি দড়ি নিয়ে ‘নারকেল গাছ ঝাড়াবেন নাকি বাবু’ হাঁক পাড়তে পাড়তে চলে যাওয়া লোকটিকে দেখে বোঝা সম্ভবই নয় যে তাঁর মন প্রতিনিয়তই সুরের সন্ধানে ছুটে বেড়াচ্ছে। তবে কাজে বের হলেও সঙ্গের ছোট্ট বাঁশের বাঁশিটি তাঁর নিত্যসঙ্গী। গাছ ঝাড়ার (গাছের ডালপালা ছাঁটা) কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়লে তখন হাতে উঠে আসে বাঁশি। সুরের প্রলেপে দূর হয়ে যায় সারাদিনের ক্লান্তি। শুধু নিজের জন্যই নয়, তাঁর বাঁশির সুর টেনে ধরে পথচলতি মানুষকেও। এক দিনমজুরের মুখের বাঁশির করুণ সুর অবাক করে দেয় মানুষজনকে। উত্তর ২৪ পরগনার গাইঘাটার ঠাকুরনগর-চিকোনপাড়ায় বাড়ি বাঁশিওয়ালা অসিত মিস্ত্রির। পেটের তাগিদে বছর তেত্রিশের যুবকটিকে বাড়ি বাড়ি ঘুরে গাছ ঝাড়ার কাজ করতে হলেও তাঁর মনের খিদে মেটায় বাঁশের তৈরি ছোট্ট বাঁশি। দিবা-রাত্র বাঁশিই তাঁর ধ্যানজ্ঞান। না, আর পাঁচজন শিল্পীর মতো পারিবারিক কোনও পরম্পরার পথ বেয়ে বাঁশির প্রেমে পড়েননি এই শিল্পী। বাঁশির প্রতি তাঁর ভালবাসার টান এসেছে একটু অন্য পথ বেয়েই। শিল্পীর মুখেই শোনা গেল সেই ইতিহাস, “বয়স তখন ১০ বছর। একদিন স্বপ্নের মধ্যেই শুনতে পাই বাঁশির সুর। মনে হল আমাকে কেউ বাঁশির সুর তুলতে বলছেন। সেই শুরু।”
বিস্তারিত...
দলীয় সমর্থককে পাড়ায় না মেশার ‘ফতোয়া’
নিজস্ব সংবাদদাতা • আরামবাগ
গ্রামে গোলমাল বেধেছিল একটি পারিবারিক বিবাদকে কেন্দ্র করে। তার জেরে দলীয় সমর্থক একটি পরিবারকে পাড়ায় মিশতে না দেওয়ার ফতোয়া জারির অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে। বৃহস্পতিবার থেকে আরামবাগের নৈসরাইয়ের গুপ্তপাড়ার বাসিন্দা, প্রীতিকা কোঙার নামে ওই দলীয় সমর্থককে পুকুর ঘাটে, মন্দিরে বা প্রতিবেশীদের বাড়ি যেতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। শুক্রবার এ ব্যাপারে প্রীতিকাদেবী আরামবাগ থানায় স্থানীয় তৃণমূল নেতা দীপক গুপ্ত-সহ সাত দলীয় সমর্থকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। সোমবার একই অভিযোগ জানান মহকুমাশাসক অরিন্দম নিয়োগীকে। মাস ছয়েক আগে পারিবারিক বিবাদকে কেন্দ্র করে প্রীতিকাদেবীরা দীপকবাবু-সহ ১১ জন তৃণমূল কর্মী-সমর্থকের বিরুদ্ধে বাড়িতে হামলার লিখিত অভিযোগ করেছিলেন থানায়। তাঁদের দাবি, সেই অভিযোগ তুলে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করতেই এই পরিস্থিতি করা হয়েছে। মহকুমাশাসক বলেন, “অভিযোগের তদন্ত করে শীঘ্রই আইনি ব্যবস্থা নেওয়া হবে।” পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। আরামবাগের তৃণমূল বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা বলেন, “নিতান্তই পাড়াগত ঝগড়াকে কেন্দ্র করে এমন ঘটনা ঘটতে পারে। বিস্তারিত খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।”
বিস্তারিত...
ডিওয়াইএফ কর্মী খুনে ধৃত সিপিএমের নেতা
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া
ডিওয়াইএফ কর্মী খুনে জড়িত অভিযোগে সিপিএমের অজয়-জামুড়িয়া জোনাল সদস্য মনোজ দত্তকে গ্রেফতার করল পুলিশ। সোমবার দুপুরে জামুড়িয়া থানার সামনে থেকেই তাঁকে ধরা হয়। এর আগে রবিন কাজি হত্যা মামলায় কয়লা মাফিয়া দিনু বাউড়িকে ধরা হলেও চার্জশিট থেকে মনোজবাবুর নাম বাদ দেওয়া হয়েছিল। তবে সিপিএমের দাবি, এ বার তাঁকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। এর প্রতিবাদে বিকেলে জামুড়িয়া শহরে একটি মিছিলও করা হয়। গত ২৭ অগস্ট জামুড়িয়ার খাসকেন্দায় সিপিএম-তৃণমূল সংঘর্ষের সময়ে গুলিতে নিহত হন ডিওয়াইএফ কর্মী ভীমরাজ তিওয়ারি। ওই ঘটনায় মোট তিনটি অভিযোগ দায়ের হয়েছিল। নিহতের পরিবারের তরফে তৃণমূলের ব্লক কার্যকরী সভাপতি মুকুল বন্দ্যোপাধ্যায়-সহ ১৮ জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়। তৃণমূলের তরফে পাল্টা অভিযোগে জানানো হয়, সিপিএমের লোকজনের ছোড়া গুলিতেই মৃত্যু হয়েছে ভীমরাজের। সিপিএমের জোনাল সম্পাদক গঙ্গা যাদব এবং জোনাল সদস্য মনোজ দত্তের নেতৃত্বেই গণ্ডগোল পাকানো হয়েছিল বলেও অভিযোগ করেন তৃণমূলের ব্লক যুব সভাপতি গোপীনাথ পাত্র।
বিস্তারিত...
ট্রেনে কাটা পড়ল যুবক, ধুন্ধুমার বাগনান স্টেশনে
নিজস্ব সংবাদদাতা • বাগনান
ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যুতে সোমবার সকালে ধুন্ধুমার কাণ্ড ঘটল দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া-খড়্গপুর শাখার বাগনান স্টেশনে। টিকিট পরীক্ষক ধাক্কা মেরে ওই যুবককে প্ল্যাটফর্ম থেকে ফেলে দিয়েছেন, রটিয়ে দিয়ে যাত্রীদের একাংশ স্টেশনে ভাঙচুর চালান। প্রহৃত হন ওই টিকিট পরীক্ষক এবং চার রেলকর্মী। ঘণ্টাদেড়েক রেল অবরোধ করা হয়। শেষমেশ পুলিশ ও র্যাফ গেলে অবরোধকারীরা পালান। সন্ধ্যা পর্যন্ত মৃতের পরিচয় জানা যায়নি। রেলের ‘স্পেশাল স্কোয়াড’-এর জনা পনেরো টিকিট পরীক্ষক এ দিন ভোর থেকে ওই শাখার বিভিন্ন প্ল্যাটফর্মে যাত্রীদের টিকিট পরীক্ষা করছিলেন। সওয়া ৮টা নাগাদ বাগনান স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে হাওড়াগামী হলদিয়া লোকাল আসে। প্ল্যাটফর্মে ওভারব্রিজে ওঠার মুখে দাঁড়িয়েছিলেন টিকিট পরীক্ষক অমরনাথ ঘোষ। রেল পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, ওই যুবক এবং আরও এক জন ওভারব্রিজের দিকে আসছিলেন। দ্বিতীয় যাত্রীর কাছে অমরনাথবাবু টিকিট দেখতে চান। সেই ফাঁকে ওই যুবক পালান। তিন নম্বর প্লাটফর্ম থেকে তিনি লাইনে নেমে পড়েন।
বিস্তারিত...
মাফিয়া-যুদ্ধে প্রাণ সংশয় নিরীহের
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর
ফের শিরোনামে রেলশহরের ত্রাস বাসব রামবাবু। তিন গাড়ির কনভয় নিয়ে সোমবার মেদিনীপুর থেকে খড়্গপুর ফেরার পথে মোহনপুর সেতুর কাছে গুলি চলল তাঁর কনভয় লক্ষ করে। স্থানীয়দের একাংশের বক্তব্য অনুযায়ী, রামবাবুর গাড়ি থেকেও পাল্টা গুলি চলেছে। সে অভিযোগ অস্বীকার করেছেন রামবাবু। এলোপাথাড়ি গুলির মধ্যে পড়ে জখম হয়েছেন এক পথচারী। রামবাবুর এক সঙ্গীও গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি। সোমবার মেদিনীপুর আদালতে খড়্গপুরের ব্যবসায়ী উদয় মাইতি হত্যা মামলার শুনানি ছিল। অন্য অনেক মামলার মতো এটিতেও অভিযুক্ত রামবাবু। এ দিন মোট তিনটি গাড়িতে রামবাবু ও তাঁর দলবল আদালতে আসে। সামনে ছিল একটি মোটরবাইক। বেলা ১২টা নাগাদ আদালতের কাজ সেরে ফেরার পথে চলে গুলির লড়াই। মোহনপুর সেতু পেরিয়ে মাতকাতপুর মোড়ে রামবাবুর কনভয়ে হামলা হয়। জায়গাটি খড়্গপুর লোকাল থানা এলাকায়। পুলিশ সূত্রে খবর, রামবাবু ফেরার সময়ে একটি গাড়ি আচমকাই ঢুকে আসে তাঁর কনভয়ে। সেই গাড়ি থেকেই ধেয়ে আসে এলোপাথাড়ি গুলি। মোটর সাইকেলে থাকা রামবাবুর ঘনিষ্ঠ সিএইচ ভেঙ্কট রাও-ও গুলিবিদ্ধ হন।
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
লুঠের পাট পুড়িয়ে
বিক্ষোভ বালুরঘাটে
এসজেডিএ-র নয়া
বোর্ডে জায়গা হল না
কংগ্রেসের মেয়রের
দক্ষিণবঙ্গ
সৎমাকে খুনের অভিযোগ
অধিগ্রহণই হয়েছে,
পাল্টা সওয়াল টাটার
বর্ধমান
পুরনো বাড়ি ভেঙে ‘মল’, নিষেধ পুরসভার
ফি বৃদ্ধির প্রতিবাদে
বিক্ষোভ কলেজে
পুরুলিয়া
নজরদারি চালাতে ক্যামেরা
বসালেন পুরুলিয়ার ডিএম
রাস্তা সংস্কারের দাবি,
অবরোধ রাজনগরে
মুর্শিদাবাদ
পুজোর আগেই সড়ক
সংস্কারের নির্দেশ প্রণবের
নিরাপত্তার বলয় ভেঙে
প্রণববাবুর কাছে কিশোরী
মেদিনীপুর
লক্ষ্যের এক তৃতীয়াংশ
স্কুলও চালু হয়নি পূর্বে
সাক্ষরতার বার্তা নিয়ে
দু’চাকায় রাজ্য ভ্রমণ
কলকাতা
৩৫.০/২৬.২
আজকের দিনে
•
১৯১০:
কবি রজনীকান্ত সেনের মৃত্যু।
•
১৯৬৯:
অস্ট্রেলীয় ক্রিকেটার শেন ওয়ার্নের জন্ম।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
আজকের জন্য
এই সপ্তাহে হাওড়া প্রকাশিত হল না।
বনেদি বাড়ির পুজোর আচার-বিধি-ভোগ বিশেষত্ব নিয়ে,
কলকাতা-সহ সারা বাংলা খুঁজে হাওয়াবদলের সংকলন
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.