প্রণব মুখোপাধ্যায়ের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিল বছর পনেরোর এক কিশোরী।
সোমবার দুপুরে মুর্শিদাবাদের লালগোলা এমএন অ্যাকাডেমি মাঠে নিরাপত্তার বেষ্টনী ডিঙিয়ে ওই কিশোরী আচমকা প্রণববাবুর গাড়ির সামনে চলে যায়। তার পর গাড়ির ভিতরে বসে থাকা প্রণবাবুর দিকে হাত বাড়িয়ে দেয়। পুলিশ অবশ্য দ্রুত ওই কিশোরীকে সরিয়ে নিয়ে যায়। তবে, দেশের অর্থমন্ত্রীর ‘জেড ক্যাটাগরি’র নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়ে গেল সে।
এ দিন লালগোলার একটি রাষ্ট্রায়াত্ব ব্যাঙ্কের শাখা উদ্বোধন করেন প্রণববাবু। অনুষ্ঠানটি হয় ওই স্কুল মাঠে। তারপর কৃষ্ণপুর স্টেশন লাগোয়া রেল মাঠে তাঁর হেলিপ্যাডের দিকে রওয়ানা দেন তিনি। সেই সময়ে আটপৌরে সালোয়ার-কামিজ পরা ওই কিশোরী পুলিশি বেষ্টনী ডিঙিয়ে ঢুকে পড়ে প্রণববাবুর গাড়ির পাশে। কেউ কিছু বুঝে ওঠার আগেই ডান হাতটি গাড়ির ভিতরে থাকা প্রণববাবুর দিকে বাড়িয় দেয়। গাড়ির কাঁচ অবশ্য তোলা ছিল। অর্থমন্ত্রী গাড়ির ভিতর থেকেই মেয়েটির দিকে হাত নাড়েন। সেকেন্ড কয়েকের ব্যাপার। নিরাপত্তারক্ষীরা ততক্ষণে ছুটে গিয়ে কিশোরীকে সেখান থেকে সরিয়ে নেন। |
অর্থমন্ত্রীর নিরাপত্তায় এত বড় ফাঁক থাকল কী করে? মুশির্দাবাদের অতিরিক্ত পুলিশ সুপার মৃণাল মজুমদার বলেন, “ওই কিশোরী জানায় সে অর্থমন্ত্রীর সঙ্গে হাত মেলাতেই ছুটে গিয়েছিল। পুলিশ দ্রুত তাকে সরিয়ে দিয়েছে।” খোঁজ নিয়ে পুলিশ জানতে পেরেছে, লালোগালার ফকিরপাড়ার বাসিন্দা সাবানা খাতুন নামে ওই কিশোরী আদপে মানসিক ভারসাম্যহীন। স্থানীয় একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক রতন ঘোষ বলেন, “কিশোরীটি মানসিক ভারসাম্যহীন। বছর কয়েক ধরেই তাকে এলাকায় এলোমেলো ঘুরতে দেখা যায়। ভিক্ষে করেই দিন গুজরান করে মেয়েটি।” |