জন্মস্থানে জন্মদিন পালিত বিভূতিভূষণের |
সরকারি ভাবে প্রথম বার জন্মদিন পালন করা হল তাঁর। তিনি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। মুরাতিপুরের মামারবাড়িতে ১৮৯৪ সালে জন্ম হয়েছিল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের। কল্যাণী বিশ্ববিদ্যালয় প্রতিবারেই লেখকের জন্মদিনটি উদযাপন করা হলেও তাঁর জন্মস্থানে সরকারি উদ্যোগে জন্মদিন পালন হয়নি এত দিন। সম্প্রতি আদিবাসী জনজাতি অধিকার রক্ষা আন্দোলনের নেত্রী ও কল্যাণী পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর লক্ষ্মী ওঁরাও মুখ্যমন্ত্রীর কাছে লেখকের জন্মদিনটি জন্মস্থান মুরাতিপুরেই পালন করার আবেদন করে একটি চিঠি লেখেন। তারই প্রেক্ষিতে সোমবার সরকারি উদ্যোগে কল্যাণী পুরসভার ২ নম্বর ওয়ার্ডের মুরাতিপুর এলাকায় রাজ্য সরকারের যুব কল্যাণ এবং সমাজ কল্যাণ দফতরের ব্যবস্থাপনায় লেখকের ১১৮ তম জন্মদিবস পালিত হয়। উপস্থিত ছিলেন যুবকল্যাণ মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, কল্যাণীর মহকুমাশাসক শৈবাল চক্রবর্তী, মহকুমার তথ্য ও সংস্কৃতি আধিকারিক সুজিত দাশগুপ্ত, কল্যাণীর পুরপ্রধান প্রদীপ কুমার সুর ও বিশিষ্টরা। উজ্জ্বলবাবু বলেন, “লক্ষ্মী ওঁরাওর চিঠি পাওয়ার পরেই মুখ্যমন্ত্রী এই দিনটি উদযাপনের জন্য আমাদের দায়িত্ব দেন।” তিনি জানান, এখানে লেখকের মূর্তি স্থাপন ও একটি সংগ্রহশালা তৈরির ব্যপারে উদ্যোগ হবে। মহকুমাশাসক শৈবাল চক্রবর্তী বলেন, “এই প্রথম রাজ্য সরকারের উদ্যোগে এখানে লেখকের জন্মদিন পালিত হল।” পুরপ্রধান প্রদীপবাবু বলেন, “এ দিনের অনুষ্ঠানের জন্য লক্ষ্মী ওঁরাওকে ধন্যবাদ।” লক্ষ্মীদেবী বলেন, “এটাই লেখকের জন্মস্থান। তবুও এখানে এই দিনটিতে সরকারি ভাবে এতদিন কোনওরকম অনুষ্ঠান না হওয়ায় আমার খারাপ লাগত। আমি গত ৩১ অগস্ট মুখ্যমন্ত্রীর কাছে সরকারি ভাবে এই দিনটি পালনের জন্য আবেদন জানাই। তিনি আমার আবেদনে সাড়া দেওয়ায় আমি আনন্দিত।”
|
বিজেপি’র সঙ্গে হাত মিলিয়ে ধুবুলিয়া ৩ নম্বর পঞ্চায়েত দখল করল সিপিএম-বিজেপি জোট। কংগ্রেস-তৃণমূল জোটের ক্ষমতায় থাকা ওই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা এনে সোমবার প্রধানকে অপসারণ করা হয়। এ ব্যাপারে বিজেপির সঙ্গে তাদের ‘হাত মেলানোর’ অভিযোগ উড়িয়ে দিয়ে সিপিএমের জবাব, তারা প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিল। সে ক্ষেত্রে বিজেপি সদস্য সমর্থন করেছে মাত্র। বিজেপি অবশ্য ওই জোটের কথা মানতেই চায়নি।
|
সিপিএম বিধায়ক সুশান্ত ঘোষকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে। সিটুর রাজ্য সভাপতি শ্যামল চক্রবর্তী সোমবার কৃষ্ণনগরে সংগঠনের বিক্ষোভ সমাবেশে এসে এমনই দাবি করলেন। তিনি জানান, ক্ষমতায় আসার পরে সিপএম নেতা-কর্মীদের ক্রমাগত মিথ্যে মামলায় ফাঁসিয়ে চলেছে তৃণমূল। এ ক্ষেত্রেও তাঁর দাবি, “সুশান্তর বিরুদ্ধে যিনি অভিযোগ করেছেন তিনি নিজেই মাওবাদী।”
|
৩টি গুলিভর্তি পিস্তল-সহ তিন জনকে গ্রেফতার করেছে সুতি ও রঘুনাথগঞ্জ থানার পুলিশ। রবিবার রাতে দু’টি জায়গা থেকে তাদের ধরে পুলিশ।
|
দু’দলের সংঘর্ষে মৃত্যু প্রৌঢ়ের |
জঙ্গিপুরের ৬ নম্বর ওয়ার্ডে দু’দলের সংঘর্ষে পিটিয়ে মারা হল এক যুবককে। মৃতের নাম সেলিম শেখ। আহত সমিরুদ্দিন আনসারিকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। পাড়ায় দু’দলের পুরনো বিবাদের জেরে সেলিমের চায়ের দোকানে ঢুকে তা ভাঙচুর করে। দোকানের মধ্যেই পিটিয়ে মারা হয় সেলিমকে। |