মুর্শিদাবাদ ও নদিয়া
পুজোর আগেই সড়ক
সংস্কারের নির্দেশ প্রণবের
নিজস্ব সংবাদদাতা, বহরমপুর:
দুর্গাপুজোর আগেই ৩৪ নম্বর জাতীয় সড়ক সংস্কারের কাজ শেষ করার ব্যাপারেও শেষ পর্যন্ত হস্তক্ষেপ করতে হল কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে। রবিবার রাতে বহরমপুর সার্কিট হাউসে রাস্তা সংস্কারের ব্যাপারে ন্যাশনাল হাইওয়ে অথরিটি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসেন প্রণব মুখোপাধ্যায়। বৈঠকে কলকাতার দমদম থেকে উত্তরবঙ্গের ডালখোলা পর্যন্ত ৪৩৮.৩ কিমি ৩৪ নম্বর জাতীয় সড়ক সংস্কারের কাজ সেপ্টেম্বরের মধ্যেই শেষ করার ব্যাপারে ন্যাশনাল হাইওয়ে অথরিটি-র পদস্থ কর্তারা আশ্বাস দিয়েছেন।
নিজস্ব সংবাদদাতা, কান্দি:
ভা
ড়া নিয়ে গোলমালে সোমবার দুপুরে কান্দি বাসস্ট্যান্ড চত্বরে গণ্ডগোলে ছাত্র পরিষদের তিন সদস্য জখম হয়েছেন। তাঁদের মধ্যে তপন ঘোষ ও আসাদুর জামান নামে দু’জনকে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কবিরুল ইসলাম নামে আর এক জনকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে। কান্দি বাস সিন্ডিকেট সূত্রে জানা গিয়েছে, এই দিন দুপুরে কান্দি থেকে খড়গ্রামে যাওয়ার জন্য দশ জন ছাত্র কান্দি বাসস্ট্যান্ডে যান। সেখানে টিকিট কাটার সময় তাঁরা ছাত্রদের জন্য ‘ছাড়’ দাবি করেন।
বাসস্ট্যান্ডে সংঘর্ষে
জখম ৩ ছাত্র
১৪টি স্কুলের মধ্যে
৯টিতে জয়ী কংগ্রেস
নিজস্ব সংবাদদাতা, বহরমপুর:
মুর্শিদাবাদ জেলার ১৪টি স্কুলে রবিবার পরিচালন সমিতির নির্বাচন হয়েছে। কংগ্রেস ৯টি, তৃণমূল ৩টি, সিপিএম একটি স্কুলে জয়ী হয়েছে। একটি স্কুলে পরিচালন সমিতির নির্বাচনের ফল ‘টাই’ হয়েছে। বিধানসভা নির্বাচনের পরে এ জেলায় ৬৯টি স্কুলে পরিচালন সমিতির নির্বাচন হয়। তার মধ্যে ৫১টি স্কুল পরিচালন সমিতি দখল করেছে কংগ্রেস। ১০টি স্কুলে সিপিএম, ৭টি স্কুলে তৃণমূল কংগ্রেস এবং একটি স্কুলে টাই হয়েছে। জয়ী ৫১টি স্কুল পরিচালন সমিতির মধ্যে ইতিমধ্যেই ২০টি কংগ্রেসের দখলে ছিল। নতুন ৩১টি স্কুল পরিচালন সমিতিতে তারা জয়ী হয়েছে।
নিরাপত্তার বলয় ভেঙে
প্রণববাবুর কাছে কিশোরী
টুকরো খবর
চিত্র সংবাদ
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.