১৪টি স্কুলের মধ্যে ৯টিতে জয়ী কংগ্রেস
মুর্শিদাবাদ জেলার ১৪টি স্কুলে রবিবার পরিচালন সমিতির নির্বাচন হয়েছে। কংগ্রেস ৯টি, তৃণমূল ৩টি, সিপিএম একটি স্কুলে জয়ী হয়েছে। একটি স্কুলে পরিচালন সমিতির নির্বাচনের ফল ‘টাই’ হয়েছে।
বিধানসভা নির্বাচনের পরে এ জেলায় ৬৯টি স্কুলে পরিচালন সমিতির নির্বাচন হয়। তার মধ্যে ৫১টি স্কুল পরিচালন সমিতি দখল করেছে কংগ্রেস। ১০টি স্কুলে সিপিএম, ৭টি স্কুলে তৃণমূল কংগ্রেস এবং একটি স্কুলে টাই হয়েছে। জয়ী ৫১টি স্কুল পরিচালন সমিতির মধ্যে ইতিমধ্যেই ২০টি কংগ্রেসের দখলে ছিল। নতুন ৩১টি স্কুল পরিচালন সমিতিতে তারা জয়ী হয়েছে।
অন্য দিকে ৭টি স্কুল পরিচালন সমিতিই তৃণমূলের বাড়তি লাভ। এর আগে তৃণমূল জেলার কোনও স্কুল পরিচালন সমিতিতে জয়ী হয়নি। কংগ্রেসের ৩১ এবং তৃণমূলের ৭টি মিলিয়ে মোট ৩৮টি স্কুল পরিচালন সমিতি সিপিএমের হাতছাড়া হয়েছে। জঙ্গিপুর মহকুমার পাঁচটি হাইস্কুলের পরিচালন সমিতির নির্বাচনে ৩টে স্কুলে জয়ী হল কংগ্রেস। রবিবারের এই স্কুল ভোটে তৃণমূল ও সিপিএম একটি করে স্কুলে জয়ী হয়েছে।
জামুয়ার হাইস্কুল ও আলিয়া হাইমাদ্রাসার নির্বাচনে ৬টি করে আসনের সবগুলিই দখল করেছে কংগ্রেস। ধুলিয়ান বাণীচাঁদ অগ্রবাল বালিকা বিদ্যালয়ের ৬টি আসনের মধ্যে ৫টিতে কংগ্রেস ও একটি আসনে তৃণমূল জয়ী হয়েছে। সিপিএমের দখলে থাকা রঘুনাথগঞ্জ বয়েজ হাইস্কুলে ৪টি আসন দখল করেছে তৃণমূল। ২টি আসন পেয়েছে সিপিএম। সাগরদিঘির বাড়ালা হাইস্কুলের ভোটে ৬টি আসনেই জয়ী হয়েছে সিপিএম। প্রসঙ্গত, এই পাঁচটি স্কুলে কংগ্রেস ও তৃণমূলের জোট হয়নি।
বেলডাঙার চারটি স্কুলের পরিচালন সমিতির নির্বাচনে পরাজিত হল বামেরা। হরিহরপাড়া থানার কংগ্রেসের দখলে থাকা বারুইপাড়া উচ্চ বিদ্যালয়ের ৬টি আসনের ৫টিতে জয়ী হয়েছে তৃণমূল।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.