l
Sicily Villas & Apartments
l
Registrar nombre del dominio
l
Domain Registration
সন্ত্রাস ফিরল রাজধানীতে
হাইকোর্টই অরক্ষিত, বিস্ফোরণে হত ১১
অগ্নি রায় ও প্রেমাংশু চৌধুরী • নয়াদিল্লি
ইঙ্গিত মিলেছিল তিন মাস আগেই। গত ২৫ মে হাইকোর্টের গাড়ি রাখার জায়গায় একটি কম মাত্রার বিস্ফোরণ হয়েছিল। গোয়েন্দারা মনে করছেন, এই ভাবেই সে দিন আদালত চত্বরে নিরাপত্তার জোর কতটা, মেপে গিয়েছিল জঙ্গিরা। আর তারই ‘ফল’ আজ বোঝা গেল সকাল ১০টা ১৪ মিনিটে। ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারালেন কমপক্ষে ১১ জন। আহত আরও অন্তত ৭৬। যাঁদের মধ্যে অনেকেই গুরুতর অবস্থায়। তাই আশঙ্কা, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ঘটনার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ-কে। যখন সংসদ চলছে (যে সময়টায় দিল্লি জুড়ে চূড়ান্ত সতর্কতা জারি থাকে, অর্থাৎ কঠোর নিরাপত্তার চাদরে মুড়ে রাখার কথা রাজধানীকে), যখন ঢাকায় সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশকে নিয়ে যৌথ লড়াইয়ের কথা বলছেন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ, ঠিক সেই সময়টাকেই হামলার জন্য বেছে নিল জঙ্গিরা। বিস্ফোরণের পরেই অভিযোগের আঙুল উঠল হরকত-উল-জিহাদি-আল-ইসলামির (হুজি) দিকে। বিস্ফোরণের পরে হুজি সংবাদমাধ্যমের দফতরে মেল পাঠিয়ে এই ঘটনার দায় স্বীকার করে।
বিস্তারিত...
হুজির ই-মেল পেলেও সন্দেহের
তালিকায় থাকছে লস্কর, আইএম
জয়ন্ত ঘোষাল ও প্রেমাংশু চৌধুরী • নয়াদিল্লি
এ এক অদ্ভুত সমাপতন! সকালে প্রধানমন্ত্রী মনমোহন সিংহ যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেনেট ভবনে বাংলাদেশকে সঙ্গে নিয়ে সন্ত্রাস বিরোধী অভিযানের সঙ্কল্প ঘোষণা করছেন, ঠিক তখনই দিল্লি হাইকোর্টের সামনে বিস্ফোরণ। বক্তৃতা শেষ করেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরমকে ফোন করেন প্রধানমন্ত্রী। মনমোহনের সফরসঙ্গী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর মেননের সঙ্গে গোয়েন্দা প্রধানের কথা হয়। এর পরেই জানা যায়, বিস্ফোরণের দায় স্বীকার করে সংবাদমাধ্যমে ই মেল পাঠিয়েছে হরকত-উল-জিহাদ-আল-ইসলামি (হুজি)। হুমকি দিয়েছে, সংসদ হামলার ঘটনায় দোষী সাব্যস্ত আফজল গুরুর ফাঁসির আদেশ রদ না হলে দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে হামলা চালানো হবে। বাংলাদেশ যে হেতু হুজি-র শক্ত ঘাঁটি, সে হেতু শুরু হয়ে যায় জল্পনা। প্রশ্ন ওঠে, বেছে বেছে প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের সময়েই কি নাশকতা ঘটানো হল? যাতে দু’দেশের সম্পর্কে চিড় ধরে? প্রধানমন্ত্রীর সচিবালয়ের তরফে অবশ্য সঙ্গে সঙ্গেই জানিয়ে দেওয়া হয়, বাংলাদেশে ঘাঁটি গাড়া কোনও সংগঠনের জড়িত থাকার নির্দিষ্ট প্রমাণ এখনও পাওয়া যায়নি।
বিস্তারিত...
বিস্ফোরণের বুধবার
১১ সেপ্টেম্বর, ২০০১। পরপর দু’টি বিমানের ধাক্কায় ভেঙে
পড়ল টুইন টাওয়ার। ওই দিন আপনি বা আপনার কোনও
পরিচিত, বন্ধুবান্ধব ছিলেন টুইন টাওয়ারে? কেউ হারিয়েছিলেন
প্রিয় জনকে? ই-মেল, ফোন নম্বর দিয়ে জানান আমাদের।
ই-মেল: ishani.roy@abp.in
তল্লাশি হাইকোর্ট চত্বরে, বাকি শহর অরক্ষিতই
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
বুধবার সকাল। আচমকাই কলকাতা হাইকোর্ট চত্বর জুড়ে জোরদার তল্লাশিতে নামে পুলিশ। হাইকোর্ট চত্বরে পার্ক করা গাড়িগুলি পরীক্ষা করা শুরু হয়। যে সব গাড়ি এ দিন ওই চত্বরে যাতায়াত করেছে, সেগুলিও তল্লাশি করে পুলিশ। তল্লাশি করা হয় হাইকোর্ট এলাকার বিভিন্ন খাবার দোকান ও তার আশপাশও। অথচ, মঙ্গলবার এই ব্যস্ততা ছিল না। সোমবারেও না। বুধবার সকালে দিল্লি হাইকোর্টের সামনে বোমা বিস্ফোরণের অব্যবহিত পরেই হঠাৎ গা-ঝাড়া দিয়ে ওঠেন কলকাতা শহরের নিরাপত্তার রক্ষকেরা। এ দিনই যে সময়ে হাইকোর্ট চত্বর জুড়ে এই চিরুণি তল্লাশি চলছিল, সেই সময়ে শিয়ালদহ স্টেশন চত্বর বা নিউ মার্কেট এলাকা ছিল অন্য দিনের মতোই অরক্ষিত। প্রশ্ন উঠেছে, দিল্লি হাইকোর্টের সামনে না হয়ে বুধবারের বোমা বিস্ফোরণের ঘটনা যদি মুম্বইয়ের জাভেরি বাজার বা চেন্নাই সেন্ট্রাল স্টেশনে ঘটত, তা হলে কলকাতা হাইকোর্টের বদলে তল্লাশি কি তখন শিয়ালদহ স্টেশন বা নিউ মার্কেটের সামনে হত? তখন হাইকোর্ট কি অরক্ষিত থেকে যেত? অভিযোগ, সাম্প্রতিক কালে কলকাতা শহরের নিরাপত্তার দস্তুর সে রকমই হয়ে দাঁড়িয়েছে।
বিস্তারিত...
মমতার হঠাৎ আপত্তিতে বিস্মিত মনমোহন
জয়ন্ত ঘোষাল • ঢাকা
তিস্তা জলবণ্টন চুক্তি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ‘একেবারে শেষ মুহূর্তে’ বেঁকে বসায় বিস্মিত প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। তাঁর দু’দিনের বাংলাদেশ সফর জুড়ে তিস্তা-বিতর্কের ছায়া পড়ে থাকলেও মমতা সম্পর্কে একটি শব্দও উচ্চারণ করেননি মনমোহন। দেশের অভ্যন্তরীণ মতবিরোধ নিয়ে স্বাভাবিক ভাবেই বিদেশের মাটিতে মুখ খুলতে চাননি। কিন্তু আজ দিল্লি ফেরার পথে বিমানে সবিস্তার আলোচনা করলেন সেই বিরোধ নিয়ে। আর তার মধ্য দিয়ে বাংলাদেশকেও ‘বার্তা’ দিলেন বলেই প্রধানমন্ত্রীর সচিবালয়ের একাংশের মত। তিস্তা চুক্তি নিয়ে কেন্দ্রের তরফে মমতার সঙ্গে যোগাযোগ রক্ষার মূল দায়িত্বটা পালন করছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর মেনন। তিনি পরিস্থিতি ঠিকমতো সামলাতে পারেননি বলে ইতিমধ্যেই অভিযোগ উঠেছে। আজ প্রধানমন্ত্রীকে প্রশ্ন করা হয়, এর পর মেননের মতো কূটনীতিকের পাশাপাশি কোনও রাজনৈতিক দূতকেও তিনি মমতাকে বোঝানোর দায়িত্ব দেবেন কি? জবাবে মনমোহন বলেন, “কূটনীতিক বা রাজনীতিক এই ফারাকটা ঠিক বুঝছি না। কারণ, গত এক মাস ধরে আমি নিজেই মমতার সঙ্গে যোগাযোগ রেখেছি। তাঁর পরামর্শ নিয়ে চলতে চেয়েছি। জাতীয় নিরাপত্তা উপদেষ্টাও মমতার সঙ্গে যোগাযোগ রাখছিলেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে মেনন আমাকে জানিয়েছিলেন, চুক্তি নিয়ে সমস্যা নেই। ফলে আমরা খসড়া চূড়ান্ত করি।”
বিস্তারিত...
নন্দীগ্রাম মামলা তুলে নিতে চায় রাজ্য
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
সুপ্রিম কোর্ট থেকে নন্দীগ্রাম-মামলা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এতে সুপ্রিম কোর্ট রাজি হলে নন্দীগ্রামে গুলিচালনার ঘটনায় জড়িত পুলিশ অফিসারদের বিরুদ্ধে নিম্ন আদালতে মামলা করতে সিবিআইয়ের আর কোনও বাধা থাকবে না। ২০০৭-এর ১৪ মার্চ নন্দীগ্রামে গুলিচালনায় জড়িত পুলিশ অফিসারদের বিরুদ্ধে আদালতে মামলা রুজুর অনুমোদন চেয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থের মামলা দায়ের করেছিল এপিডিআর। ওই বছরের ১৬ নভেম্বর হাইকোর্ট আবেদনকারীদের পক্ষেই রায় দেয়। গুলিচালনাকে ‘অসাংবিধানিক’ অ্যাখ্যা দিয়ে জড়িত অফিসারদের বিরুদ্ধে সিবিআই-কে নিম্ন আদালতে মামলা করার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। তদানীন্তন সরকার হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায়। যার প্রেক্ষিতে গত বছর সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ রায়দান স্থগিত রেখে মন্তব্য করে, পশ্চিমবঙ্গে নির্বাচনের পরে যে সরকার ক্ষমতায় আসবে, তারা মামলা চালাতে রাজি না-ও হতে পারে। তাই এ ব্যাপারে তারা কোনও নির্দেশ দিচ্ছে না। নির্বাচনের পরে রাজ্যে নতুন সরকার এসেছে। এবং ক্ষমতায় এসেই নন্দীগ্রাম-মামলা সুপ্রিম কোর্ট থেকে তুলে নেওয়া যায় কি না, তা নিয়ে দফায় দফায় কথা বলেছেন তৃণমূল নেতারা। অবশেষে মামলাটি প্রত্যাহারেরই সিদ্ধান্ত নিল রাজ্য।
বিস্তারিত...
জমি বিল পেশ করেই
রাহুল-মমতাকে কৃতিত্ব জয়রামের
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি
জমি অধিগ্রহণ বিল পেশ হতে না হতেই সংসদে সরকার ও কংগ্রেসের তরফে রাহুল গাঁধীকে রাজনৈতিক কৃতিত্ব দেওয়ার প্রয়াস শুরু হয়ে গেল। সেই সঙ্গে কৌশলগত ভাবে কংগ্রেসের তরফে কৃতিত্ব দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। ‘জমি অধিগ্রহণ এবং পুনর্বাসন ও পুনঃস্থাপন’ বিলটি আজ লোকসভায় পেশ করেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী জয়রাম রমেশ। তার পরেই কৃষিভবনে তাঁর নিজের মন্ত্রকে এক সাংবাদিক বৈঠক করে জয়রাম বলেন, “মাত্র ৫৫ দিনের মধ্যে জমি অধিগ্রহণ বিলটি একেবারে নতুন ভাবে খসড়া করে তা সংসদে পেশ করা সম্ভব হয়েছে স্রেফ রাহুল গাঁধীর জন্য। চূড়ান্ত খসড়ায় তাঁর বেশ কিছু মূল্যবান পরামর্শ রাখা হয়েছে। এরই পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও কৃতিত্বও রয়েছে। সিঙ্গুর ও নন্দীগ্রামের আন্দোলনের মধ্যে গোটা দেশের সামনে তিনিই প্রথম সমস্যাটি তুলে ধরেছিলেন। তাঁর পরামর্শ মেনেই ‘ল্যান্ড ব্যাঙ্ক’ গঠনের বিষয়টি বিলে রাখা হয়েছে। তা ছাড়া রাহুল ও মমতা দু’জনেই চেয়েছিলেন, কেবল জমির মালিক নন, অধিগ্রহণের ফলে যাঁরা জীবিকা হারাবেন, তাঁদের স্বার্থও যেন সুরক্ষিত থাকে।”।
বিস্তারিত...
দ্বিতীয় সংস্করণ
কলকাতা
পরিবেশ রক্ষা করে
ভবানীপুরে প্রচার
চান প্রার্থী মমতা
পুরাসম্পদের ডালি
সাজিয়ে শহরে এল চিন
রাজ্য
সমন্বয় কোথায়, মন্ত্রীদের
সামনে উষ্মা মমতার
কর্মীদের চাঙ্গা করতে বুদ্ধকে
নির্বাচনী প্রচারে চায় জেলা
দেশ
আক্রমণের মুখে চিদম্বরম,
আত্মীয়দের ধিক্কার রাহুলকে
মমতাকে দেখে শেখা
উচিত, বলছে আলফা
বিদেশ
ভারত-বিরোধী নই,
বার্তা দিলেন খালেদা
ব্যবসা
ফের ১৭ হাজারের
ঘরে সেনসেক্স
খেলা
জাহিরের ভবিষ্যৎ নিয়ে
সংশয়ে কপিল
ইউরোর মূল পর্বে
স্পেন-ইতালি
স্বাস্থ্য
চিকিৎসক-রোগী
সম্পর্ক নিয়ে উঠছে প্রশ্ন
‘ডু ইট নাউ’ স্বাস্থ্য-তদন্তে,
সাসপেন্ড দুই ডাক্তার
জীবজগত্
কাঠ চুরি ও হাতির
হানা ঠেকাতে ব্যবস্থা
বিসর্জনের খরচ দিক পুজো
কমিটি, নির্দেশ হাইকোর্টের
সম্পাদকীয়
যাহার যাহা কাজ
মাওবাদীদের অস্ত্র সমর্পণের
কথা বলাটা অবাস্তব
কলকাতা
৩১.৬/২৬.৬
আজকের দিনে
•
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস।
•
১৫০৪:
ফ্লোরেন্সে আত্মপ্রকাশ করল
মাইকেলেঞ্জেলোর ‘ডেভিড’
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
বনেদি বাড়ির পুজোর আচার-বিধি-ভোগ বিশেষত্ব নিয়ে,
কলকাতা-সহ সারা বাংলা খুঁজে হাওয়াবদলের সংকলন
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.