ইউরো কাপের মূল পর্বে গেল বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন ও প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি। দু’রকম ভাবে।
বিশ্বকাপ রানার্স নেদারল্যান্ডস এবং ইংল্যান্ডও প্রায় দোরগোড়ায় পৌঁছে গেল ইউরো কাপের।
স্পেন নিখুঁত ফুটবল খেলে ৬-০ গুঁড়িয়ে দিল লিচেস্টাইনকে। দাভিদ ভিয়া (২), আলভারো নেগ্রেদো (২), জাভি ও র্যামোস গোলদাতা। ইতালি ঘরের মাঠে মাত্র ১৮ হাজার দর্শকের সামনে, পাঁচ মিনিট বাকি থাকতে জয়ের গোল পেল স্লোভেনিয়ার বিরুদ্ধে। গোল করেন পাজিনি। |
জার্মানি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে মূল পর্বে। এ দিন পোল্যান্ডের সঙ্গে ২-২ আটকে গেলেও সমস্যা হচ্ছে না তাদের। পোল্যান্ড এ দিন প্রথম জয় পেতে চলেছিল জার্মানির বিরুদ্ধে। ইনজুরি টাইমে কয়েক সেকেন্ড বাকি থাকতে গোল করে পোল্যান্ডকে বঞ্চিত করেন কাকাও।
বিশ্বের এক নম্বর নেদারল্যান্ডস ফিনল্যান্ডকে ২-০ হারিয়ে এক পয়েন্ট দূরে রইল। ইংল্যান্ডও ইয়ংয়ের একমাত্র গোলে হারিয়ে দিল ওয়েলশকে। গ্রুপে পরের দল মন্তেনেগ্রোর থেকে ছয় পয়েন্টে এগিয়ে তারা।
নামী দলগুলোর মধ্যে সমস্যায় শুধু ফ্রান্স। তারা এ দিন অ্যাওয়ে ম্যাচে রোমানিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করল। এই ম্যাচেই ফ্রান্সের সমীর নাসরি হাত ভাঙায় ম্যাঞ্চেস্টার সিটির হয়ে কবে নামবেন অনিশ্চিত। ফরাসি কোচ লরাঁ ব্লাঁকে তাড়া করেছে রোমানিয়া ও বসনিয়া। ফ্রান্স বসনিয়ার থেকে ১ পয়েন্টে এগিয়ে। |