টুকরো খবর
|
হাঁটুর চোটে এই বছর খেলা হচ্ছে না সানিয়ার |
সংবাদসংস্থা • হায়দরাবাদ |
|
দেশের সেরা মেয়ে টেনিস প্লেয়ার সানিয়া মির্জার পুরো মরসুম চোটমুক্ত হয়ে পেশাদার সার্কিটে খেলার ইচ্ছেতে বড় ধাক্কা লাগল। যুক্তরাষ্ট্র ওপেন ডাবলসের তৃতীয় রাউন্ডের ম্যাচে হাঁটুতে চোট পেয়ে সানিয়া আগামী দেড় মাস কোর্টের বাইরে ছিটকে গেলেন। সানিয়ার বাবা ইমরান মির্জা জানাচ্ছেন, ২০১১-তেই সম্ভবত আর খেলতে পারবেন না তাঁর মেয়ে। এমনকী চোটের জায়গার আরও পরীক্ষা ও তার রির্পোটের পরিপ্রেক্ষিতে চিকিৎসকরা পরামর্শ দিলে সানিয়ার হাঁটুতে অস্ত্রোপচারও হতে পারে। প্রসঙ্গত বছর কয়েক আগে সানিয়ার ডান হাঁটুতে অর্থোস্কোপি করতে হয়েছিল। এ ছাড়া গত বছরই সানিয়ার ডান হাতের কব্জিতে অস্ত্রোপচার হয়। ফ্লাশিং মেডোয় ওই ম্যাচে হারের সঙ্গে সঙ্গেই সানিয়ার এ বারের যুক্তরাষ্ট্র ওপেন শেষ হয়ে গেছে। কিন্তু তাঁর পক্ষে সবচেয়ে খারাপ ব্যাপার হতে চলেছে যে, হাঁটুর নতুন চোটের জন্য আগামী অক্টোবরে এ বছরের ওয়ার্ল্ড টেনিস ট্যুর চ্যাম্পিয়নশিপে ডাবলসে থেলার সুযোগ কার্যত হারাচ্ছেন সানিয়া। ইস্তাম্বুলে মেয়েদের বিশ্ব র্যাঙ্কিংয়ে প্রথম আটটি ডাবলস জুটি খেলবেন। সানিয়া-এলেনা ভেসনিনার ইন্দো-রুশ জুটি এই মুহূর্তে ডাবলস টিম র্যাঙ্কিংয়ে বিশ্বে তিন নম্বর। বিশ্ব চ্যাম্পিয়নশিপে সানিয়াদের জুটির সুযোগ পাওয়া ছিল স্রেফ সময়ের অপেক্ষা। সানিয়ার চোটের জন্য যা আর সম্ভব হবে না।
|
আজ ফেড কাপ শুরু মহমেডানের ম্যাচ দিয়ে |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ফেডারেশন কাপ শুরুর আগের দিন মহমেডান কোচ অলোক মুখোপাধ্যায় কিঞ্চিৎ ধাঁধায়। কত জন বিদেশি খেলানো যাবে? তাঁর কোরিয়ান ফুটবলার হান উকের চোট রয়েছে। অলোক খেলাতে চাইছেন দুই ফরোয়ার্ড ফেলিক্স, স্ট্যানলি এবং ডিফেন্ডার হাসানকে। বৃহস্পতিবারের প্রতিপক্ষ আর হিমার বিরুদ্ধে খেলতে নামার আগে মহমেডান কোচের হাতে বড় দল ফেরত অনেক ফুটবলার। তপন মাইতি, সুরজিৎ বসু, ফারুক উমর, সুরাবুদ্দিন মাঝমাঠে। ডিফেন্সে হাসানের সঙ্গে সফর সর্দার, সুমন দে, সুদীপ দাস। “আর একটু সময় পেলে ভাল হত। বিদেশিরা সবে এসেছে। তাই বোঝাপড়াটা ভাল করতে হবে।” বললেন মহমেডান কোচ। ফেডারেশন কাপের মতো টুর্নামেন্ট শুরু হচ্ছে রাজ্যে। কিন্তু মেসি ম্যাচের পরে টুর্নামেন্ট নিয়ে কোনও প্রচারই করতে পারেনি আই এফ এ। যথারীতি কর্তারা ঢিলেঢালা। মহমেডানের খেলা যুবভারতীতেও হচ্ছে না। হচ্ছে কল্যাণীতে। যেখানে মহমেডান কলকাতা লিগের ম্যাচ খেলেছে। অলোকদের গ্রুপে বাকি দল হচ্ছে ভাস্কো। অন্য গ্রুপে রয়েছে ভাইচুংদের ইউনাইটেড সিকিম, সাদার্ন সমিতি, ও এন জি সি এবং রয়্যাল ওয়াহিংদো। শুক্রবার সিকিমের প্রতিপক্ষ ও এন জি সি।
|
বৃহস্পতিবার ফেডারেশন কাপে
মহমেডান : আর হিমা
(কল্যাণী, ২-৪৫)
|
প্রয়াগের ম্যাসকট হল ঘোড়া প্রো |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ফেডারেশন কাপে খেলতে নামার আগে তাদের ম্যাসকট ঘোড়া উদ্বোধন করল প্রয়াগ ইউনাইটেড। ম্যাসকটের নাম ‘প্রো’। উদ্বোধন করলেন বিশিষ্ট শিল্পী অজয় চক্রবর্তী। এর আগে মোহনবাগানের ম্যাসকট প্রকাশ হয়েছিল। বাঘ। নাম বাগ্গু। ইস্টবেঙ্গল ফুটবলাররা যেমন ঠিক র্যাম্পে নেমেছিলেন, ঠিক সে ভাবেই প্রয়াগ ফুটবলাররা র্যাম্পে হাঁটলেন। এক ধাপ এগিয়েপাঁচ তারা হোটেলে। সরকারি ভাবে অধিনায়ক লালকমল ভৌমিকের নাম ঘোষণা করা হল এ দিনই। অজয় চক্রবর্তী বলেন, “বিখ্যাত কোচ মুরারি শূরের সঙ্গে আমার সম্পর্ক পঞ্চাশ বছরের। ওঁর সাহায্যে প্রয়াগ ইউনাইটেড এগিয়ে আসায় ভাল লাগছে।”
|
কাল হকিতে ভারত-পাক লড়াই |
সংবাদসংস্থা • ওর্দোস, চিন |
এশীয় চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ লিগে ভারত-পাকিস্তান ম্যাচ কার্যত সেমিফাইনাল লড়াই দাঁড়িয়ে গেল। বুধবার দু’দেশের নিজেদের ম্যাচের ফলের পরিপ্রেক্ষিতে। ভারত পিছিয়ে পড়েও মালয়েশিয়ার বিরুদ্ধে ২-২ ড্র করে। পাকিস্তান ৩-২ গোলে হারায় দক্ষিণ কোরিয়াকে। এর ফলে ভারত (৪ ম্যাচে ৮ পয়েন্ট) এখনও অপরাজিত থাকলেও পয়েন্ট তালিকায় শীর্ষে পাকিস্তান (৪ ম্যাচে ৯ পয়েন্ট)। জাপান ৭ পয়েন্টে তৃতীয় এবং কোরীয়রা ৬ পয়েন্টে চার নম্বরে আছে। শুক্রবার চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সঙ্গে ভারত ড্র করলেও ফাইনালে যেতে পারে, যদি জাপানকে মালয়েশিয়া হারিয়ে দেয়। আবার ভারত সে দিন জিতলে পাকিস্তান কিংবা কোরিয়া দলের ফাইনালে ওঠার ক্ষেত্রে গোলপার্থক্যের হিসেব চলে আসতে পারে। তবে ভারতের ফাইনালে ওঠার সবচেয়ে সেরা রাস্তা হল পাকিস্তানকে হারানো। এ দিন মালয়েশিয়ার বিরুদ্ধে ভারতের গোলকারী রবি পাল এবং দানিশ মুজতবা।
|
যুবভারতীর আলোর নতুন ব্যবস্থা |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
খেলা চলাকালীন যুবভারতীতে ভবিষ্যতে যেন আলো না নেভে, তার জন্য সিঙ্গাপুরের একটি সংস্থার সাহায্য নেবে রাজ্য। ক্রীড়া মন্ত্রী মদন মিত্র বুধবার পরিকল্পনা ও উন্নয়ন মন্ত্রী মনীশ গুপ্তের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেন। এ দিন মহাকরণে মদনবাবু জানিয়েছেন, যুবভারতীর জন্য ‘ডেডিকেটেড পাওয়ারগ্রিড’-এর ব্যবস্থা করা হবে। তা ছাড়াও, ওই স্টেডিয়ামের সমস্ত সুইচ নতুন করে লাগানোর সিদ্ধান্তও নেওয়া হবে। যুবভারতীর বিদ্যুৎ ব্যবস্থায় আমূল পরিবর্তন করার জন্য সিঙ্গাপুরের একটি পরামর্শদাতা সংস্থা বিনামূল্যে পরামর্শ দেবে বলেও মদনবাবু জানান। এ দিকে, এ বার থেকে যুবভারতীতে অনুশীলন করতে গেলে ভাড়া দিতে হবে বলে ক্রীড়ামন্ত্রী জানান।
|
অন্য খেলায় |
কাশিমবাজার টেবল টেনিস টুর্নামেন্টে বিভিন্ন বিভাগে চ্যাম্পিয়ন সৌগত সরকার, পল্লবী কুণ্ডু, শৌভিক কর, সুতীর্থ মুখোপাধ্যায়, মানস ঘোষ, অর্জুন ঘোষ, সুমনা সাহা, জিৎ চন্দ্র, মৌমিতা দত্ত, অরিজিৎ ঘোষ, তুলিকা রায়। |
|