l
Sicily Villas & Apartments
l
Registrar nombre del dominio
l
Domain Registration
কমিটির সভায় নিয়ে যেতে মার,
৬ জনকে পাল্টা পেটাল জনতা
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম
গ্রামের কিছু বাসিন্দাকে ‘ভয় দেখিয়ে, মারধর করে’ সভায় নিয়ে গিয়েছে জনগণের কমিটির লোকজন। এমনই অভিযোগে কমিটির ৬ জনকে ‘আটক’ করে রীতিমতো গণধোলাই দিলেন এলাকাবাসী। পরে ওই ৬ জনকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ধৃতদের মধ্যে এক জন আবার স্থানীয় যুব তৃণমূল নেতার ভাই। ওই নেতার বাড়িতেও ‘ভাঙচুর’ চালায় ক্ষুব্ধ জনতা। শনিবার রাতে ঝাড়গ্রামের চুবকা অঞ্চলের ওই ঘটনায় ধৃতদের চিকিৎসা চলছে ঝাড়গ্রাম হাসপাতালে। ঝাড়গ্রাম পুলিশ জেলার সুপার গৌরব শর্মা রবিবার বলেন, “ওই ৬ জনের বিরুদ্ধে হামলা, বাড়ি ভাঙচুর, মারধর, শ্লীলতাহানি, খুনের চেষ্টা ও বেআইনি অস্ত্র মজুত রাখার ধারায় মামলা রুজু হয়েছে। হাসপাতাল থেকে ছাড়া পেলেই তাদের আদালতে হাজির করানো হবে।” পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে এক দল সশস্ত্র লোক চুবকা, জগন্নাথপুর ও বেনেডি গ্রামে চড়াও হয়ে গ্রামবাসীদের জোর করে জনগণের কমিটির সভায় নিয়ে যায়। অনিচ্ছুক গ্রামবাসীদের মারধর, মহিলাদের শ্লীলতাহানি ও বাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। তার পরে চুবকা প্রাথমিক স্কুলের সামনে শুরু হয় সভা। সেখানে ‘ফতোয়া’ জারি করা হয়, অন্য রাজনৈতিক দল নয়, শুধু কমিটিকেই সমর্থন করতে হবে। প্রত্যেক গ্রামবাসীকে কমিটির তহবিলে চাল ও নগদ টাকা দেওয়ার ‘নির্দেশ’ও দেওয়া হয়।
বিস্তারিত...
খড়্গপুরেই পিএমও, সরলো হেলিপ্যাড
সুনন্দ ঘোষ • খড়্গপুর
মাওবাদী অধ্যুষিত পশ্চিম মেদিনীপুর জেলায় প্রধানমন্ত্রী মনমোহন সিংহের সফরে নিরাপত্তার সামান্যতম ঝুঁকিও নিতে রাজি নয় জেলা পুলিশ ও এসপিজি। তাই, মহড়ার সময়ে খড়্গপুর আইআইটি-র জ্ঞান ঘোষ স্টেডিয়ামের হেলিপ্যাডের সামান্য কয়েকটি ইট ভেঙে যাওয়াতেই বদলে ফেলা হয়েছে প্রধানমন্ত্রীর হেলিকপ্টার নামাওঠার স্থানটিই। আইআইটিতেই কয়েক ঘণ্টার জন্য তৈরি হচ্ছে পিএমও বা প্রধানমন্ত্রীর দফতর। আজ, সোমবার আইআইটি-র ৫৭তম সমাবর্তনে হীরক-জয়ন্তী বর্ষের সূচনার উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে মনমোহন সিংহকে। আর তাঁর নিরাপত্তার ব্যবস্থা করতে গিয়ে কালঘাম ছুটে গিয়েছে জেলা প্রশাসন এবং প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিদের। সোমবারে সমাবর্তন অনুষ্ঠান বিশ্ব জুড়ে সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। আইআইটি-র রেজিস্ট্রার তপন ঘোষাল রবিবার বলেন, “সোমবার যে সময়ে সমাবর্তন চলবে, সেই সময়ে বিশ্বের যে কোনও প্রান্তে বসে ইন্টারনেটে ওই অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার দেখা যাবে। হীরকজয়ন্তী বর্ষ উদযাপনের সূচনা উপলক্ষে এই প্রথম এই সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করছে আইআইটি।” প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে শুক্রবার থেকে শুরু হয়ে গিয়েছে মহড়া।
বিস্তারিত...
রবীন্দ্রনাথেই হৃদয় রাঙাচ্ছেন নন্দলালের ছাত্র
অশোককুমার কুণ্ডু • আরামবাগ
আজ, জন্মাষ্টমীতে আশিতে পা দেবেন হরিপ্রসাদ। কে বলবে? সকাল থেকে রাত গ্রামের ছেলেমেয়ে, তরুণ-তরুণীদের নিখরচায় আঁকা শেখাচ্ছেন। রবীন্দ্রনাথের গান তোলাচ্ছেন। কখনও রবীন্দ্র-নৃত্যনাট্যের জন্য কুশীলবদের তালিম দিচ্ছেন। কুড়ির যুবকের মতো প্রাণপ্রাচুর্যে ভরপুর আরামবাগের কালীপুরের হরিপ্রসাদ মেদ্যা। বলছেন, “যত দিন বাঁচব, এই গ্রামগঞ্জে রবীন্দ্রনাথের চিন্তাভাবনা, শিল্পকর্ম, গান পৌঁছে দেওয়ার চেষ্টা করব। মাস্টারমশাইয়ের তেমনই নির্দেশ।”‘মাস্টারমশাই’ অর্থাৎ, শিল্পী নন্দলাল বসু। শান্তিনিকেতনে তাঁর কাছেই হরিপ্রসাদবাবুর শিল্পে দীক্ষা। পরিবারের লোকজন চেয়েছিলেন ছেলে ডাক্তার হোক। কিন্তু ব্যাঙ কাটতে গিয়ে তাঁর গা এমন শিউরে ওঠে যে কালীপুর কলেজে আইএসসি-র পাঠ শেষ করেই বাড়ি থেকে পালিয়ে চলে যান শান্তিনিকেতন। সেটা ১৯৫৩ সাল। বছর ছ’য়েক সেখানে শিল্পকর্মের নানা শিক্ষাগ্রহণ। পাঁচের দশকের শেষে হরিপ্রসাদ পাড়ি দিলেন বেনারস। সেখানে অ্যানি বেসান্ত কলেজে পাঁচ বছর শিল্প শিক্ষক হিসাবে চাকরি করেছেন। ১৯৬৪ থেকে ’৬৬ কোয়ম্বত্তুর ইন্টারন্যাশনাল কলেজেও একই চাকরি। কিন্তু মন টিকছিল না। সব ছেড়েছুড়ে চলে আসেন কালীপুরে। প্রায় সাড়ে চার দশক ধরে এই গণ্ডগ্রামে গড়ে তুলেছেন নিজের ‘শিল্প নিকেতন’।
বিস্তারিত...
বিধায়কের উপরে হামলার চেষ্টা,
কাজিয়ায় কংগ্রেস-তৃণমূল
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর
ইফতার পার্টিতে যাওয়ার পথে চোপড়ার বিধায়ক হামিদুল রহমানের উপরে হামলার অভিযোগ উঠল। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে উত্তর দিনাজপুরের ইসলামপুর থানার ভদ্রকালী এলাকায়। বিধায়কের অভিযোগ, এ দিন তিনি ওই এলাকায় যাওয়ার সময়ে একদল লোক তাঁকে লক্ষ করে বোমা ও গুলি ছোড়ে। ওই ঘটনায় বিধায়ক অক্ষত থাকলেও তাঁর তিন অনুগামী জখম হন। চোপড়ার এই নির্দল বিধায়কের অভিযোগ, “ইফতার পার্টিতে যাওয়ার সময়ে খবর পাই, সিপিএম এবং তৃণমূলের আশ্রিত একদল দুষ্কৃতী আমাদের এক সমর্থককে মারধর করছে। খবর পেয়ে সেখানে গেলে ওই দুষ্কৃতীরা আমাদের লক্ষ করে বোমাবাজি করে। গুলিও চালায়। আমাদের তিন সমর্থক জখম হয়েছেন।” আহতেরা ইসলামপুর হাসপাতালে চিকিৎসাধীন। পরে ইসলামপুর থানায় অভিযোগ দায়ের করেন হামিদুল রহমান। জেলার পুলিশ সুপার মিলনকান্ত দাস বলেন, “ইফতার পার্টিকে কেন্দ্র করে ওই এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে গোলমালের খবর পেয়েছি। ঘটনাস্থলে এএসপি ও এসডিপিওকে পাঠানো হয়েছে।” এই ঘটনাকে ঘিরে উত্তর দিনাজপুরে কংগ্রেস ও তৃণমূলের ‘তিক্ত’ সম্পর্কের চেহারাটা আরও একবার প্রকাশ্যে এসে গিয়েছে। দু’দলের মধ্যে শুরু হয়েছে চাপানউতোর।
বিস্তারিত...
গড়বেতা থানার পুকুরের জল
ছেঁচে তল্লাশি সিআইডির
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর ও কলকাতা
এ বার সিআইডি-র উপস্থিতিতে জল ছাঁচা শুরু হল পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থানা চত্বরের ভিতরের পুকুরে। রবিবার ভোর থেকে ১১টি পাম্প চালিয়ে জল তোলা শুরু হয়। জল কিছুটা কমতে পুকুরপাড়ে থাকা কলাবাগানের কাছে খোঁড়াখুঁড়িও করা হয়। সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি। তবে কেন এই জল ছাঁচা বা খোঁড়াখুঁড়ি তা নিয়ে ‘ধোঁয়াশা’ রয়েছে। জেলা পুলিশের কর্তারাও এ ব্যাপারে বিশেষ একটা মন্তব্য করতে চাননি। পক্ষান্তরে সিআইডি-র ডিআইজি (অপারেশনস) কে জয়রামন বলেন, “সিআইডি-র তরফে ওখানে কিছু করা হয়নি। যা করার, জেলা পুলিশই করেছে। আমাদের অফিসারেরা ওখানে ছিলেন।” তবে কেন ওই তল্লাশি, কঙ্কাল-কাণ্ডের সঙ্গে এ দিনের ‘কর্মকাণ্ডের’ প্রত্যক্ষ বা পরোক্ষ কোনও সম্পর্ক রয়েছে কি না, সে প্রসঙ্গে তিনি মন্তব্য করেননি। পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকায় এখন নিয়মিত মাটি খুঁড়ে কঙ্কাল পাওয়া যাচ্ছে। মাটি খুঁড়ে এবং পুকুর থেকে মিলেছে প্রচুর আগ্নেয়াস্ত্রও। অস্ত্রের সন্ধানে নিয়মিত জাল ফেলে তল্লাশি চালানো হচ্ছে একাধিক পুকুরে। কঙ্কাল-কাণ্ডে অভিযুক্ত হয়ে গড়বেতার সিপিএম বিধায়ক সুশান্ত ঘোষ আপাতত জেল-হেফাজতে।
বিস্তারিত...
দোরগোড়ায় সমুদ্র, রাত কাটে আতঙ্কে
সুব্রত গুহ • কাঁথি
কথায় বলে সমুদ্র যা নেয়, তা ফিরিয়েও দেয়। পূর্ব মেদিনীপুরের সাগর তীরের বাসিন্দাদের জীবনে অবশ্য এ আপ্তবাক্য ফলেনি। সমুদ্র ভাঙনে এখানকার অনেকেই চিরতরে সর্বস্ব খুইয়েছেন। ভয়াল প্রকৃতি, উদাসীন প্রশাসন আর রমরমা অবৈধ নির্মাণের ত্র্যহস্পর্শে সঙ্কটে সৈকত পর্যটন কেন্দ্রগুলিও। এই সঙ্কট কেন? আনন্দবাজার-এর অনুসন্ধান।‘জলের ধারে বাস, ভাবনা বারো মাস’। নেহাতই কথার কথা নয়, পূর্ব মেদিনীপুরের উপকূলবাসীর কাছে এ এক ঘোর বাস্তব। জলোচ্ছ্বাস আর আগ্রাসী সমুদ্রের জোড়া কামড়ে রাজ্যের সৈকত পর্যটন কেন্দ্র দিঘা, শঙ্করপুর-সহ কাঁথি উপকূলের বিশাল ভূখণ্ডের অস্তিত্ব বিপন্ন হওয়ার পথে। এক দিকে খামখেয়ালি সমুদ্র, আর অন্য দিকে পরিকাঠামোর অভাব আর সরকারি অবহেলার জাঁতাকলে ইতিমধ্যেই সমুদ্রে বিলীন হয়ে গেছে দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের এলাকাভুক্ত ‘দিঘা’ ও ‘ঝাওয়া’ নামে দুটি মৌজা। এ ছাড়াও ‘নীলপুর’ ও ‘বেগুনাডিহি’ নামে আরও দুটি মৌজার দুই-তৃতীয়াংশ সমুদ্রগর্ভে চলে গিয়েছে।
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
জল নামলেও উত্তরবঙ্গে
ক্ষোভ ত্রাণের ‘অভাবে’
দুর্গা পুজোর পরেই
পাহাড়ে পানীয়
জল সরবরাহে উদ্যোগ
দক্ষিণবঙ্গ
রেশন দোকানে হানা দিয়ে
অসঙ্গতি পেলেন বিডিও
সুন্দরবন দিবস পালিত
দুই ২৪ পরগনায
বর্ধমান
পথ জুড়ে মরণফাঁদ, টানা
বাস বন্ধে বিপাকে যাত্রীরা
বেহাল রাস্তা সারানোর
দাবিতে বন্ধ রইল বাস
পুরুলিয়া
সমবায় নির্বাচনকে
ঘিরে দ্বন্দ্ব তৃণমূলে
অবরোধমুক্ত হল শালবাদরা
পাথর শিল্পাঞ্চলের রাস্তা
মুর্শিদাবাদ
পাড় উপচে জল
ঢুকছে নির্মলচরে
সংস্কারের দাবিতে রাস্তায়
ধানের চারা বহরমপুরে
মেদিনীপুর
ঘাটালে ত্রাণ নিয়ে ক্ষোভ
আয় বাড়াতে নিজস্ব
সম্পদ তৈরিতে
জোর এমকেডিএ’র
কলকাতা
৩৩.০/২৬.৬
আজকের দিনে
•১৯৫৫:
অভিনেতা চিরঞ্জীবির জন্ম।
সাপ্তাহিক ক্রোড়পত্র
আজকের জন্য
মাঝমাসের হাওয়াবদল-এ ফোর্ট কোচির সাগর সৈকতের বৈচিত্রময় মাছের
জগৎ নিয়ে
খানা-তল্লশি।
ভরা বর্ষায় কী কী তৈরি হল
আপনার রান্নাঘর
-এ।
সঙ্গে অন্য রকমের বিভিন্ন খবর-সহ
সংবাদের হাওয়াবদল
।
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.