ক্যানিংয়ে অনুষ্ঠানে গণ্ডগোলে জখম ৬
সুন্দরবন দিবস পালিত দুই ২৪ পরগনায়
প্রতি বছরের মতো এ বারও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় পালন করা হল সুন্দরবন দিবস। রবিবার উত্তর ২৪ পরগনায় এই অনুষ্ঠান নির্বিঘ্নে পালিত হলেও দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে অনুষ্ঠানকে ঘিরে চরম বিশৃঙ্খলা দেখা দেয়। এখানে অনুষ্ঠানে আমন্ত্রিতদের আপ্যায়নে নানা অব্যবস্থা নিয়ে ক্ষোভ দেখা দেয় দর্শকদের মধ্যে। অনুষ্ঠান উপলক্ষে সকাল থেকেই বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা বণার্ঢ্য শোভাযাত্রা নিয়ে অনুষ্ঠানে যোগ দেয়। কিন্তু প্রথম থেকেই অনুষ্ঠানকে ঘিরে আয়োজকদের চরম অব্যবস্থা চোখে পড়ে। আমন্ত্রিতদের বসার জন্য প্রয়োজনীয় সংখ্যায় চেয়ারের ব্যবস্থা ছিল না বলে উদ্যোক্তাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে। অভিযোগ ওঠে অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের জন্য পানীয় জল এবং খাবারের ব্যবস্থা না থাকা নিয়েও। এ নিয়ে উদ্যোক্তাদের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন ওই সব স্কুল কর্তৃপক্ষ। উপস্থিত দর্শকদের সঙ্গে বচসা বেধে যায় উদ্যোক্তাদের। এক সময় তা হাতাহাতিতে পৌঁছয়। অব্যবস্থার প্রতিবাদে শুরু হয়ে যায় চেয়ার ছোড়াছুড়ি। গোলমালের মধ্যে পড়ে জখন হন বেশ কয়েকজন ছাত্রী। শেষ পর্যন্ত পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী শ্যামল মণ্ডল বলেন, “অনুষ্ঠানে অব্যবস্থার জন্য আমন্ত্রিতদের যে অসুবিধায় পড়তে হয়েছে সে জন্য আমি ক্ষমা চাইছি। আগামীতে যাতে এ ধরনের সমস্যা না হয় সে বিষয়টি আমি অবশ্যই দেখব।” এ দিন দুই জেলায় সুন্দরবন দিবস অনুষ্ঠানে মন্ত্রীর সঙ্গে ছিলেন মোহনবাগানের ফুটবলার হোসে ব্যারেটো, বাংলা ফুটবল দলের অধিনায়ক ডেনসেন দেবদাস প্রমুখ।
ক্যানিংয়ে সুন্দরবন দিবসের অনুষ্ঠানে মন্ত্রী শ্যামল মণ্ডল (বাঁদিকে)
এবং দুই ফুটবলার ডেনসন দেবদাস ও হোসে ব্যারেটো।--নিজস্ব চিত্র।
এ দিন সকাল থেকেই ক্যানিংয়ের বিভিন্ন স্কুল থেকে ছাত্রছাত্রীরা শোভাযাত্রা নিয়ে অনুষ্ঠানে হাজির হন। রায়বাঘিনী স্কুলের প্রধান শিক্ষক দেবাশিস বাগচী বলেন, “ছাত্রছাত্রীদের আমন্ত্রণ জানিয়ে নিয়ে আসা হলেও তাদের জন্য পানীয় জল, খাবারের কোনও ব্যবস্থা করা হয়নি। এর ফলে অনেকে অসুস্থ হয়ে পড়ে।” শুধু তাই নয়, আরও অভিযোগ, আমন্ত্রিতদের জন্য প্রয়োজনীয় সংখ্যায় চেয়ারের ব্যবস্থাও করেননি উদ্যোক্তারা। এই অব্যবস্থা নিয়ে এক সময় দর্শকদের সঙ্গে উদ্যোক্তাদের বচসা থেকে হাতাহাতি শুরু হয়ে যায়। চেয়ার ছোড়াছুড়ি হতে থাকে। গোলমালের মধ্যে পড়ে আহত হয় বেশ কয়েকজন ছাত্রছাত্রী। তাদের মধ্যে ৬ জনকে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
এদিন অনুষ্ঠানকে কেন্দ্র করে এই বিশৃঙ্খলায় প্রচণ্ড ক্ষুব্ধ সুন্দরবন উন্নয়ন মন্ত্রী শ্যামল মণ্ডল মঞ্চের উপরেই উদ্যোক্তাদের অন্যতম শৈবাল লাহিড়ীকে ভর্ৎসনা করেন এবং অব্যবস্থার জন্য আমন্ত্রিতদের কাছে ক্ষমা চেয়ে নেন।
এদিন মন্ত্রী বলেন, “সুন্দরবন আমাদের গর্ব। পর্যটন কেন্দ্র হিসাবে একে আরও আকর্ষণীয় করে গড়ে তুলতে হবে। সুন্দরবনের বিভিন্ন নদীবাঁধ স্থায়ী ভাবে নির্মাণ করতে হবে। নজর দিতে হবে বন্যপ্রাণী সংরক্ষণের দিকেও।” সেইসঙ্গে সুন্দরবন রক্ষায় আরও বৃক্ষরোপণের পাশাপাশি ম্যানগ্রোভ সংরক্ষণের উপরেও জোর দেওয়ার কথা বলেন।”
উত্তর ২৪ পরগনার হাড়োয়ায় এক অনুষ্ঠানে বসিরহাটের সাংসদ নুরুল ইসলাম সুন্দরবন এলাকার পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের উপরে জোর দেওয়ার কথা বলেন। এ জন্য এই জেলার সুন্দরবন এলাকার প্রতিটি ব্লককে ২ লক্ষ করে টাকা দেওয়ার কথা জানান তিনি। অনুষ্ঠানে জেলার বিভিন্ন স্কুল থেকে আসা ছাত্রছাত্রীরা নাচ, গান, আবৃত্তি পরিবেশন করে। সুন্দরবন উন্নয়ন মন্ত্রী সুন্দরবন রক্ষায় ছাত্রছাত্রীদের এগিয়ে আসার কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাড়োয়ার বিধায়ক জুলফিকার আলি, মিনাখাঁর বিধায়ক ঊষারানি মণ্ডল, টাকি পুরসভার চেয়ারম্যান সোমনাথ মুখোপাধ্যায়, সন্দেশখালির তৃণমূল সভাপতি রঞ্জিত দাস।এ দিন হাসনাবাদেও সুন্দরবন দিবস পালিত হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.