সংস্কারের দাবিতে রাস্তায় ধানের চারা বহরমপুরে |
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর |
রাস্তা সংস্কারের দাবিতে বহরমপুর পুর-এলাকার মধুপুর-বিষ্ণুপুর রোডের রাস্তায় ধানের চারা গাছ লাগিয়ে অভিনব ভাবে ‘প্রতীকী’ প্রতিবাদ জানাল সিপিএম। রবিবার সকালে আধ ঘন্টার জন্য রাস্তা অবরোধ করে মধুপুর বাজারের কাছে রাস্তার উপরে ধান গাছ পোঁতার কর্মসূচি গ্রহণ করে সিপিএমের বহরমপুর জোনাল কমিটি। সেই সঙ্গে বহরমপুর পুর-এলাকার বিভিন্ন রাস্তা সংস্কারের দাবি-সহ পঞ্চাননতলা ও চুঁয়াপুরের রেলগেটের উপরে দুটি সেতু নির্মাণের দাবি জানায় তারা।
এ প্রসঙ্গে সিপিএমের বহরমপুর জোনাল কমিটির সম্পাদক শ্যাম দে বলেন, “রাস্তার বেহাল দশার কারণে কয়েক হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে প্রতি দিন ওই রাস্তা দিয়ে যাতায়াত করছেন। কিন্তু কংগ্রেস পরিচালিত পুরসভা বা কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন ন্যাশনাল হাইওয়ে অথরিটি-র কোনও হেলদোল নেই। তাই এদিন রাস্তায় ধান বুনে প্রতীকী প্রতিবাদ জানিয়ে রাখলাম। আগামী দিন জেলার বিভিন্ন গাঁ-গঞ্জ থেকে কৃষকদের নিয়ে এসে ওই রাস্তার পাট্টা দেওয়ার দাবি জানানো হবে জেলা ভূমি সংস্কারের দফতরের কাছে।”
শ্যামবাবু বলেন, “দীর্ঘ দিন ধরে রাস্তার শোচনীয় অবস্থা। রাস্তা বলে আর কিছু অবশিষ্ট নেই। এতে স্বাভাবিক ভাবে যান করতে পারছে না বলে যানজট হচ্ছে। সেই সঙ্গে পঞ্চাননতলা ও চুঁয়াপুরের কাছে রেলগেটের উপরে সেতু নির্মাণ না হওয়ায় যানজট চরম আকার নিয়েছে। কিন্তু কারও ভ্রূক্ষেপ নেই। পুরসভা টোল আদায় করতে ব্যস্ত।” |
|
মধুপুর-বিষ্ণুপুর রোডে বিক্ষোভ সিপিএমের। |
বহরমপুরের পুরপ্রধান নীলরতন আঢ্য পাল্টা বলেন, “আমার হাতে এমন কোনও জাদুদণ্ড নেই যে, তার ছোঁয়ায় রাস্তা ঝকঝকে করে দেব। আন্দোলনের কোনও বিষয় খুঁজে না পেয়ে সিপিএম যানজট তৈরি করে রাস্তায় এখন ধান বুনছে। মাস দুয়েক আগে মধুপুর-বিষ্ণুপুর রোড-সহ বহরমপুরের বেশ কয়েকটি রাস্তায় দরপত্র ঘোষণা করে ওয়ার্ক অর্ডারও দেওয়া হয়েছে। সেই মত বেশ কয়েকটি রাস্তার কাজও শুরু হয়েছে। কিন্তু প্রকৃতি বিরূপ হলে রাস্তায় পিচের কাজ হবে কিভাবে?” এদিনই অবশ্য বহরমপুর থেকে পঞ্চাননতলা রেলগেটের আগে পর্যন্ত রাস্তার খান-খন্দ ঢাকতে খোয়া ইট ফেলা হয়েছে।
এ দিকে বহরমপুরের বুক চিরে চলে যাওয়া রাস্তার একাংশ মধুপুর-বিষ্ণুপুর রোড নাকি ৩৪ নম্বর জাতীয় সড়ক, তা নিয়ে মামলা কলকাতা হাইকোর্টে বিচারাধীন অবস্থায় রয়েছে। এই অবস্থায় মধুপুর-বিষ্ণুপুর রোডের রাস্তা সংস্কারের কাজ অসম্ভব হবে সাফ জানিয়েছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি কর্তৃপক্ষ। ন্যাশনাল হাইওয়ে অথরিটি-র প্রজেক্ট ডিরেক্টর গৌতম দত্ত বলেন, “বহরমপুর পুরসভার সঙ্গে সরকারের ওই রাস্তা নিয়ে মামলা চলছে। ওই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মধুপুর-বিষ্ণুপুর রোডের রাস্তা সংস্কারের কাজ আমাদের পক্ষে করা সম্ভব নয়।” |
|