l
Sicily Villas & Apartments
l
Registrar nombre del dominio
l
Domain Registration
উত্তরবঙ্গে বদলি করা হল
গড়বেতার সেই ওসি-কে
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর
পশ্চিম মেদিনীপুর জেলা থেকে বদলি করা হল পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) মহাকাশ চৌধুরীকে। তাঁকে পাঠানো হয়েছে দক্ষিণ দিনাজপুর জেলায়। বাম জমানার প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষের ঘনিষ্ঠ বলে পরিচিতি ছিল তাঁর। দু’দফায় তিনি সুশান্ত ঘোষের খাসতালুক গড়বেতা থানার ওসি ছিলেন। এ বারের নির্বাচনের সময়েও গড়বেতা থানার দায়িত্বে ছিলেন তিনি। এ বারও সেই এলাকা থেকেই জিতে বিধায়ক হন সুশান্তবাবু। কিন্তু নির্বাচনের ফল ঘোষণার পরেই গড়বেতা থানা থেকে সরিয়ে দেওয়া হয় মহাকাশবাবুকে। শুক্রবার পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার প্রবীন ত্রিপাঠি বলেন, “এই অফিসারকে নিয়ে ওই এলাকায় (গড়বেতায়) কিছু অসন্তোষের খবর আসছিল। তাই সরিয়ে দেওয়া হয়েছিল তাঁকে।” গড়বেতা থানা থেকে সরিয়ে এই বছরের ২৮ জুন প্রথমে মেদিনীপুর সদরে জেলার এনফোর্সমেন্ট শাখায় বদলি করা হয়েছিল তাঁকে। তার এক মাসের মধ্যেই ১৭ জুলাই তাঁকে আবার লালগড়ে পাঠানো হয়। লালগড় থানার দায়িত্বে যে হেতু একজন ইন্সপেক্টর মর্যাদার অফিসার রয়েছেন, তাই সেখানে অন্য এসআইদের সঙ্গে তাঁকে ডিউটি করতে হয়।
বিস্তারিত...
প্রাক্তন মন্ত্রীর বাড়ির পিছনের
পুকুরে লোক নামিয়ে তল্লাশি
সুনন্দ ঘোষ • চন্দ্রকোনা রোড
অস্ত্র পাওয়া যেতে পারে সন্দেহে বেনাচাপড়ায় সুশান্ত ঘোষের বাড়ির পিছনের পুকুরে শুক্রবার লোক নামিয়ে তল্লাশি চালাল সিআইডি। প্রায় একই সময়ে কেশপুরে সিপিএমের ‘প্রভাবশালী’ নেতা এন্তাজ আলির বাড়িতেও অভিযান চালায় সিআইডি-র একটি দল। গড়বেতার সিপিএম নেতা শঙ্কর সাউয়ের বাড়ির পিছনের পুকুরেও তল্লাশি করা হয়। তবে কোনও জায়গা থেকেই কিছু মেলেনি। সিআইডি-র সন্দেহ ছিল, গড়বেতা থানা এলাকার বেনাচাপড়ায় প্রাক্তন মন্ত্রীর বাড়ির পিছনে পুকুরের তলায় বস্তা ভরে অস্ত্র লুকিয়ে রাখা হয়ে থাকতে পারে। স্থানীয় চার যুবককে পুকুরে নামিয়ে তল্লাশি চালাতে বলা হয় সিআইডি-র তরফে। তাঁরা কেউই কিছু পাননি। পুকুরে কিছু বাঁশ পোঁতা থাকায় এবং তালগাছের গুঁড়ি থাকায় জাল ফেলাও সম্ভব হয়নি। বেনাচাপড়ায় সুশান্তবাবুর বাড়িতে ওই সিপিএম নেতার মা মৃন্ময়ী ঘোষ ছাড়াও সুশান্তবাবুর জেঠিমা, জেঠতুতো ভাই নিমাই ঘোষ ও তাঁর স্ত্রী এবং ছেলে থাকেন। নিমাইবাবুর ছেলে সুমন আগামী বছর মাধ্যমিক পরীক্ষা দেবে। সিআইডি অফিসারেরা তার সঙ্গে কিছু ক্ষণ কথা বলেন। কেশপুরের চড়কায় সিপিএমের জোনাল কমিটির সদস্য এন্তাজ আলির বাড়িতেও আচমকা হানা দেয় সিআইডি-র একটি দল। এন্তাজ এখন এলাকায় নেই। স্থানীয় সূত্রের দাবি, তাঁর স্ত্রী সায়রা বিবি রয়েছেন মেদিনীপুর শহরে। গ্রামের বাড়িতে এন্তাজের চার ভাইয়ের সঙ্গে কথা বলেন অফিসারেরা। বাড়িটিতে তল্লাশিও করা হয়।
বিস্তারিত...
ক্ষতিপূরণ ঠিক না করে
অধিগ্রহণ কী ভাবে: বিচারপতি
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
সিঙ্গুর আইনে টাটা মোটরস-কে ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু কত টাকা ক্ষতিপূরণ, কত দিনের মধ্যে তা দেওয়া হবে, আইনের ৫ নম্বর ধারায় সেই সব বিষয় নিয়ে ধোঁয়াশাই রয়ে গিয়েছে বলে মনে করছে কলকাতা হাইকোর্ট। আর সেই সূত্র ধরেই শুক্রবার সিঙ্গুর মামলার শুনানির সময় বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় রাজ্য সরকারের কাছে জানতে চান, ক্ষতিপূরণের বিষয়টি স্থির না করে কোনও সরকার জমি খাস করে নিতে পারে কি না! বিচারপতির প্রশ্নের উত্তরে অ্যাডভোকেট জেনারেল অনিন্দ্য মিত্র জানিয়েছেন, সিঙ্গুর আইনের ওই ৫ নম্বর ধারাতেই স্পষ্ট করে বলে দেওয়া রয়েছে, টাটা মোটরস-কে রাজ্য সরকারের কাছে ক্ষতিপূরণ চেয়ে আবেদন করতে হবে। সেই আবেদনপত্র রাজ্যের হাতে এলেই হুগলির জেলা জজ ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে যাবতীয় তথ্য খতিয়ে দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। এর জন্য আইনে কোনও নির্দিষ্ট সময়ের কথা বলা না থাকলেও, পদ্ধতিগত দিক থেকে খুব বেশি সময় নেওয়া হবে না বলে অনিন্দ্যবাবু বিচারপতিকে জানান। বিচারপতিকে তিনি এ-ও বলেন, প্রয়োজন হলে আদালত নিজেও সময়সীমা বেঁধে দিতে পারে। রাজ্য সরকার আদালতের বেঁধে দেওয়া সেই সময়ের মধ্যেই টাটা মোটরস-কে ক্ষতিপূরণ মিটিয়ে দেবে।
বিস্তারিত...
ছেলের ভাঁড় ভেঙে বাজার করছেন লক্ষ্মণ
পীযূষ নন্দী ও হিলটন ঘোষ • খানাকুল ও উদয়নারায়ণপুর
দু’শো গ্রাম সর্ষের তেল, দেড় কেজি চাল, ডাল-নুন কিনে বাড়ি ফিরলেন লক্ষ্মণ দলুই। স্ত্রী ঝর্নাকে ডেকে বললেন, “ব্যাটা জানতে পারেনি তো?” উত্তর এল, “না।” বললেন, “দশ বছরের ছেলের ভাঁড় ভেঙে ক’টা টাকা পেয়েছিলাম। তাই দিয়ে বাজার করেছি। ত্রাণ না পেলে এ বার ঘটি-বাটি বন্ধক রাখতে হবে।” দিন দশেক ধরে জলবন্দি খানাকুল ১ এবং ২ ব্লকের ২৪টি গ্রামের অধিকাংশ এলাকা। লক্ষ্মণবাবু থাকেন রাজহাটি গ্রামে। দিনমজুরি করে সংসার চলে। কিন্তু এখন কাজ দেবে কে? প্লাবিত দুই ব্লকের এখন একটাই দাবি, “ত্রাণ চাই।” রাজহাটিরই কল্যাণী দলুই, সুকুমার দলুই, ভুবন মালিক, কৃষ্ণা প্রামাণিক, স্বপন প্রামাণিক, গঙ্গা দলুই, মোহন দলুই বললেন, “ত্রাণ তো দূরের কথা, প্রশাসনের কারও দেখাই মিলছে না।” খানাকুল ২ ব্লকের বিভিন্ন গ্রামে ছোট বাঁশের মাচা বাঁধা হয়েছে। ঘরে জল ঢুকলে আশ্রয় সেখানেই। সাপ মারতে ছেলেদের দল হাতে লাঠি নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে। ত্রাণ না পৌঁছনোয় ক্ষোভ ছড়াচ্ছে। যদিও আরামবাগের মহকুমাশাসক অরিন্দম নিয়োগী বলেন, “ত্রাণ যথেষ্ট আছে। সমস্যা বণ্টনে।” সিপিএমের দাবি, পঞ্চায়েতগুলিকে অকেজো করে রেখেছে তৃণমূল। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি থেকে শুরু করে ত্রাণ বিলি সবেতেই তাদের মাতব্বরি।
বিস্তারিত...
মালদহে ফুঁসছে নদী, ত্রাণ নিয়ে ক্ষোভ
নিজস্ব প্রতিবেদন
গঙ্গা, ফুলহারের জল বেড়েই চলেছে। নদীর জল ঢুকে রতুয়া, মানিকচক, কালিয়াচক, হরিশ্চন্দ্রপুরের শতাধিক গ্রাম প্লাবিত। জলমগ্ন এলাকায় ত্রাণ পৌঁছচ্ছে না বলে অভিযোগ উঠেছে। দ্রুত ত্রাণ পৌঁছনোর পাশাপাশি ওই সব এলাকাকে সরকারি ভাবে বন্যা প্লাবিত হিসেবে ঘোষণার দাবি তুলেছেন রাজ্যের নারী, শিশু ও সমাজকল্যাণ মন্ত্রী সাবিত্রী মিত্র। মালদহের বন্যা পরিস্থিতি এবং ত্রাণের অপ্রতুলতার অভিযোগ নিয়ে কথা বলতে শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছিলেন কংগ্রেস সাংসদ মৌসম বেনজির নুর। কিন্তু মুখ্যমন্ত্রীর দফতরের তরফে সেই সময় মেলেনি। মৌসম বলেন, “মালদহের বন্যা পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। কোথাও কোথাও ত্রাণের অপ্রতুলতার অভিযোগও আছে। বিষয়টি নিয়ে কথা বলতে আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার সময় চেয়েছিলাম। কিন্তু সময় পাওয়া যায়নি। তাই দিল্লি গিয়ে এ ব্যাপারে মুখ্যমন্ত্রীকে চিঠি দেব। কেন্দ্রীয় সরকারকেও জানাব।” মালদহ জেলার তিনটি প্রধান নদী গঙ্গা, ফুলহার ও মহানন্দার জল হু হু করে বাড়ছে। সেচ দফতরের নির্বাহী বাস্তুকার সুব্রত মজুমদার বলেন, “গঙ্গা চরম বিপদসীমার ১২ সেন্টিমিটার উপর দিয়ে বইছে। ফুলহার ২৪ ঘণ্টায় দুই ফুটের উপর বেড়ে দাঁড়িয়েছে ২৮.৩৩ মিটারে।
বিস্তারিত...
দাদার উঠোন খুঁড়ে দেহ মিলল
‘নিখোঁজ’ ভাইয়ের
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
স্বামীর খোঁজে হন্যে হয়ে যখন তিনি পুলিশ থেকে নেতাদের দরজায় ঘুরছেন, মধ্যমগ্রামের রুবিনাকে তখন ভরসা জুগিয়ে গিয়েছিলেন তাঁর ভাসুর। ভাগ করে নিয়েছিলেন ‘নিখোঁজ’ ভাইয়ের স্ত্রীর উদ্বেগ। শুক্রবার মধ্যমগ্রামের দিগবেড়িয়ায় সেই দাদার বাড়ির উঠোনের মাটি খুঁড়েই পাওয়া গেল ভাইয়ের মৃতদেহ। তাহের আলি (৩২) নামে ওই ব্যক্তিকে গলায় ফাঁস দিয়ে খুন করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান। পুলিশের দাবি, তাহেরকে খুন করে তার দাদা আসগর আলি দেহটি পুঁতে রেখেছিল। আসগর পলাতক, তবে নিহতের বৌদিকে গ্রেফতার করা হয়েছে। প্রায় এক মাস ধরে নিখোঁজ ছিলেন তাহের। শুক্রবার তাঁর দাদার বাড়ি থেকে কটূ গন্ধ পান এলাকার মানুষ। খবর দেওয়া হয় পুলিশে। তারা মাটি খুঁড়ে পচাগলা দেহটি উদ্ধার করে। এর পরে উত্তেজিত জনতা দফায় দফায় আসগরের বাড়ি এবং তার এক সঙ্গীর তিনটি দোকানে ভাঙচুর চালায়। নিষ্ক্রিয়তার অভিযোগে হামলা হয় পুলিশের উপরেও।
বিস্তারিত...
মাঝমাসের হাওয়াবদল-এ ফোর্ট কোচির সাগর সৈকতের বৈচিত্রময় মাছের
জগৎ নিয়ে
খানা-তল্লশি।
ভরা বর্ষায় কী কী তৈরি হল
আপনার রান্নাঘর
-এ।
সঙ্গে অন্য রকমের বিভিন্ন খবর-সহ
সংবাদের হাওয়াবদল
।
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
জলপাইগুড়ি জেলাতে
থাকতে চায় হলদিবাড়ি
বৈঠকে প্রশাসন
দক্ষিণবঙ্গ
দুর্যোগ কাটলেও দুর্ভোগ
থেকে মুক্তি দূরঅস্ত
জগদ্দলে গৃহকর্তাকে
কুপিয়ে ডাকাতি
বর্ধমান
আউশগ্রামে তৃণমূলের
গোষ্ঠী সংঘর্ষ, জখম ৪
‘জতুগৃহ’ বরাকর
রুদ্ধ যানজটেই
পুরুলিয়া
পঞ্চায়েত সদস্যা সই না
করায় বেতন নেই ৭ মাস
দলত্যাগী দুই পুরপিতার
সদস্যপদ খারিজের আবেদন
মুর্শিদাবাদ
ফাঁপড়ের স্কুলমুখো
শিশুদের রোজই ঠেলতে
হচ্ছে গলা জল
মুর্শিদাবাদে জোট নিয়ে দ্বন্দ্ব
কাটছে না কংগ্রেস-তৃণমূলে
মেদিনীপুর
তৃণমূলের গোষ্ঠী
সংঘর্ষ দুই জেলায়
নয়াচরে হবে না
কেমিক্যাল হাব
কলকাতা
৩২.৭/২৫.৫
আজকের দিনে
• ১৫০৭:
গুরু নানক
সিদ্ধিলাভ করেন।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.