|
|
|
|
ঘোষণা পার্থের |
নয়াচরে হবে না কেমিক্যাল হাব |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
পূর্ব মেদিনীপুরের নয়াচরে কেমিক্যাল হাব হবে না বলে স্পষ্ট জানিয়ে দিলেন রাজ্যের শিল্প ও বাণিজ্যমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শুক্রবার বিধানসভায় এক প্রশ্নের উত্তর পার্থবাবু রাজ্য সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়ে বলেন, “নয়াচরে আমরা কেমিক্যাল হাব করতে দেব না।”
এ দিন বিধানসভায় শিল্প ও বাণিজ্য দফতরের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছিলেন পার্থবাবু। বাঁকুড়ার তালড্যাংরার সিপিএম বিধায়ক মনোরঞ্জন পাত্র তাঁর কাছে জানতে চান, প্রস্তাবিত পেট্রোলিয়াম, কেমিক্যাল অ্যান্ড পেট্রোকেমিক্যাল ইনভেস্টমেন্ট রিজিয়ন (পিসিপিআইআর) নিয়ে রাজ্য সরকার কী পদক্ষেপ করছে?
উত্তরে শিল্পমন্ত্রী বলেন, “নয়াচরে শিল্প করার ব্যাপারে নানা রকম প্রস্তাব আমাদের কাছে এসেছে। পরিবেশ-বন্ধু পর্যটন বা বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র তৈরির প্রস্তাবও আছে। আমরা বিভিন্ন প্রস্তাব নিয়ে নানা পরীক্ষা-নিরীক্ষা করছি।” ওই অঞ্চলে এখন মৎস্যজীবীরা চাষ করে জীবিকা চালান। সে প্রসঙ্গে পার্থবাবু বলেন, “মৎস্যজীবীদের প্রশিক্ষণের বিষয়টিও আমরা দেখছি।”নন্দীগ্রামে কেমিক্যাল হাব গড়ার প্রস্তাব বাতিল হওয়ার পরে তদানীন্তন বামফ্রন্ট সরকার নয়াচরে তা গড়ে তোলার পরিকল্পনা করে। এতে কেন্দ্রের অনুমতি মিলেছিল। এবং চূড়ান্ত ভাবে না-হলেও প্রাথমিক পরিবেশ-ছাড়পত্র পাওয়া গিয়েছিল। সংশ্লিষ্ট মহলের দাবি অনুযায়ী, প্রস্তাবিত প্রকল্পে প্রায় দেড় হাজার কোটি টাকা বিনিয়োগ এবং প্রত্যক্ষ-পরোক্ষে লক্ষাধিক মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা ছিল। তবে দূষণের যুক্তিতে তৃণমূল প্রকল্পটির বিরোধিতা করে। দলের নির্বাচনী ইস্তেহারেও বলা হয়, ক্ষমতায় এলে তারা নয়াচরে কেমিক্যাল করতে দেবে না। এ দিন সরকারি ভাবে সেই সিদ্ধান্ত ঘোষিত হল। এ দিন আর এক প্রশ্নের উত্তরে পার্থবাবু বলেন, “২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত রাজ্যে ১৫৮টি বড় ও মাঝারি শিল্প গড়ে উঠেছে। তাতে ১৬ হাজার ১৫৩ কোটি ১৩ লক্ষ টাকা বিনিয়োগ হয়েছে। প্রত্যক্ষ ভাবে কর্মসংস্থান হয়েছে ২৬ হাজার মানুষের।” |
|
|
|
|
|