চিকিৎসা দূর, নিজেই
ধুঁকছে ‘ট্রমা-কেয়ার’ |
সোমা মুখোপাধ্যায়, কলকাতা: দুর্ঘটনায় পড়লে ট্রমা অ্যাম্বুল্যান্স বা ১০০ ডায়ালের সাহায্য পাওয়া নিয়ে নানা চর্চা চলছে। কিন্তু প্রশ্ন হল, ১০০ ডায়াল করে যদি পুলিশের সাহায্য পাওয়াও যায়, যদি ট্রমা অ্যাম্বুল্যান্স ঠিক সময়ে হাজিরও হয়, তার পরে কী? কোথায় নিয়ে যাওয়া হবে দুর্ঘটনায় আহত ব্যক্তিকে? আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে ট্রমা ইউনিট নামেমাত্র চালু হয়ে মুখ থুবড়ে পড়ে। এন আর এস হাসপাতালে পরিকল্পনা জমা পড়েও কাজ এগোয়নি এক চুল। |
|
উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রথম বৈঠক উন্নয়নমন্ত্রীর |
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি: পরিকাঠামো নেই বলে চলতি শিক্ষা বর্ষ থেকে এমবিবিএসে আসন সংখ্যা বাড়েনি। গত এক বছর ধরে পরিচালন সমিতির কোনও বৈঠক হয়নি। তদারকির অভাবে ১০টির পরিকল্পনার মধ্যে মাত্র একটি কার্যকর হয়েছে। বরাদ্দ অর্থ পড়ে থাকলেও খরচ হয়নি। অনিয়মের অভিযোগ রয়েছে চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের নিয়মিত উপস্থিতি নিয়েও। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের এমন বেহাল দশায় উদ্বিগ্ন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। |
|
|
চিকিৎসার দাবি এড্স রোগীদের |
|
নিজস্ব সংবাদদাতা, বর্ধমান: একটুও চিকিৎসার সুযোগও তাঁরা পাচ্ছেন না, এমন অভিযোগে শুক্রবার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও অতিরিক্ত জেলাশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখালেন ‘এইচআইভি পজিটিভ’ ও এড্স আক্রান্তেরা। তাঁদের অভিযোগ, জেলার বিভিন্ন হাসপাতাল, বিশেষত বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে সামান্য জ্বর বা পেট খারাপ নিয়ে ভর্তি এড্স আক্রান্তের চিকিৎসা করতে অস্বীকার করছেন ডাক্তারেরা। |
|
মহকুমা হাসপাতালের
ব্লাড ব্যাঙ্কে অব্যবস্থা |
কাজে ত্রুটি, সাসপেন্ড
৩ সরকারি ব্লাডব্যাঙ্ক |
|
টুকরো খবর |
|
|