|
|
|
|
গুচ্ছ অভিযোগ পরিষেবা নিয়ে |
উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রথম বৈঠক উন্নয়নমন্ত্রীর |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
পরিকাঠামো নেই বলে চলতি শিক্ষা বর্ষ থেকে এমবিবিএসে আসন সংখ্যা বাড়েনি। গত এক বছর ধরে পরিচালন সমিতির কোনও বৈঠক হয়নি। তদারকির অভাবে ১০টির পরিকল্পনার মধ্যে মাত্র একটি কার্যকর হয়েছে। বরাদ্দ অর্থ পড়ে থাকলেও খরচ হয়নি। অনিয়মের অভিযোগ রয়েছে চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের নিয়মিত উপস্থিতি নিয়েও। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের এমন বেহাল দশায় উদ্বিগ্ন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। তিনি বলেন, “৩ মাস অন্তর পরিচালন সমিতির বৈঠক হওয়ার কথা থাকলেও গত এক বছর ধরে তা হয়নি। আগে যাঁরা ছিলেন তাঁরা কতটা গুরুত্ব দিতেন তা স্পষ্ট। এতদিন বিভিন্ন সময়ে নেওয়া পরিকল্পনা এবং তা কতটা বাস্তবায়িত হয়েছে তা খতিয়ে দেখব। মেডিক্যাল কলেজ হাসপাতালের মান এবং স্বাস্থ্য পরিষেবা উন্নয়নে এবং অনিয়ম রুখতে এ দিন বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে।” প্রাক্তন পুরমন্ত্রী তথা তৎকালীন মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালন সমিতির সভাপতি অশোক ভট্টাচার্য যুক্তি দিয়েছেন, ভোটের জন্য অনেক কাজ শুরু করতে দেরি হয়। |
|
ছবি: বিশ্বরূপ বসাক |
তাঁর দাবি, “কোনও কাজ হয়নি এটা বলা ঠিক নয়। এখনই দোষারোপ না করে যাঁরা ক্ষমতায় এসেছেন তাঁরা সমস্ত কিছু দেখুন।” উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী জানান, মেডিক্যাল কলেজে পোস্ট গ্র্যাজুয়েট কোর্সের পরিকাঠামো উন্নয়নে কেন্দ্র ২৯ কোটি ২২ লক্ষ টাকা অনুমোদন করেছে। প্রথম দফায় ৬ কোটি ২ লক্ষ টাকা কর্তৃপক্ষ হাতে পেলেও সেই টাকার ৬০ শতাংশ কাজ হয়নি। তাতে পরবর্তী বরাদ্দও মেলেনি। অনেক চিকিৎসক মাঝে মধ্যেই ছুটি নিয়ে কাজে যোগ দেন না অথচ কলকাতায় বা অন্যত্র গিয়ে তিনি চেম্বার করেন বলে অভিযোগ রয়েছে। চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীরা নিয়মিত হাজির হচ্ছেন কী না তা নজরদারি করা হবে। ‘ডিউটি রোস্টার’, হাজিরাখাতা, সার্ভিসবুক ঠিক মতো নিয়ম মেনে করা হচ্ছে কি না দেখা হবে। বিকালে ‘ওয়ার্ড রাউন্ড’ দিয়ে পরিষেবা খতিয়ে দেখার পদ্ধতি চালু করা হবে। হাসপাতালের কর্মী আবাসন দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে আটকে রাখার অভিযোগ রয়েছে। ৭ দিনের নোটিস দিয়ে দখলকারীদের খালি করার নির্দেশ দেওয়া হবে। গড়ে তোলা হবে রোগী সহায়তা কেন্দ্র। ‘ইন্টারকম টেলিফোন’ ব্যবস্থায় হাসপাতালের বিভিন্ন বিভাগের সঙ্গে ওই কেন্দ্রের যোগাযোগ থাকবে। কেউ ফোন করে সেখান থেকে তথ্য জানতে পারবেন। চিকিৎসকদের কাছ থেকে রোগীর পরিবারের লোকরা যাতে বিস্তারিত জানতে পারেন তার ব্যবস্থা করা হবে। রাজ্যে নতুন সরকার গঠনের পর এটাই ছিল মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিচালন সমিতির প্রথম বৈঠক। উপস্থিত ছিলেন বিধানসভার স্বাস্থ্য বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান তথা শিলিগুড়ির বিধায়ক রুদ্রনাথ ভট্টাচার্য, স্বাস্থ্য দফতরের বিশেষ সচিব সুকুমার ভট্টাচার্য, যুগ্ম অধিকর্তা মৃণাল বিশ্বাস, স্বাস্থ্য শিক্ষা দফতরের যুগ্ম অধিকর্তা অনুপ মৈত্র, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক-সহ অন্যান্য সদস্যরা। মেডিক্যাল কলেজ হাসপাতালে পানীয় জলের সুষ্ঠু সরবরাহ, এবং সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প গড়তে পরিকল্পনাও হয়েছে।
অবস্থান বিক্ষোভের ডাক। প্রধানমন্ত্রীর সফরের দিন ২১ অগস্ট কলকাতায় অবস্থান বিক্ষোভের ডাক দিল ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি। কমিটি সম্পাদক দীপ্তিমান সেনগুপ্ত বলেন, “ছিটমহল বিনিময় চূড়ান্ত করার দাবি জোরদার করতে মেট্রো চ্যানেলে দেড় হাজার সদস্য নিয়ে অবস্থান হবে।” |
|
|
|
|
|