জলপাইগুড়ি জেলাতে থাকতে চায় হলদিবাড়ি
প্রশাসনিক কাজের সুবিধের জন্য জলপাইগুড়ি জেলার সঙ্গে সংযুক্তি চাইছে কোচবিহার জেলার হলদিবাড়ি ব্লক। কোচবিহার জেলার বাকি অংশের সঙ্গে হলদিবাড়ি ব্লকের সরাসরি কোনও সড়ক যোগাযোগ নেই। তিস্তা নদী আড়াআড়িভাবে কোচবিহার থেকে হলদিবাড়িকে বিচ্ছিন্ন করেছে। দু’প্রান্তকে জুড়তে তিস্তা নদীর ওপরে কোনও সেতুও নেই। যে কোনও প্রশাসনিক কাজে কোচবিহারে জেলা প্রশাসনিক দফতর এমনকী মেখলিগঞ্জের মহকুমা প্রশাসনিক দফতরে যেতে হলেও ঘুরপথে জলপাইগুড়ি, ময়নাগুড়ি হয়ে বাসিন্দাদের যাতায়াত করতে হয়। সে কারণেই জলপাইগুড়ি জেলার সঙ্গে হলদিবাড়ির সংযুক্তি চাইছেন বাসিন্দারা। হলদিবাড়ি ব্লক এমনিতেই জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের অর্ন্তগত। এরই পাশাপাশি জলপাইগুড়ি জেলা ভেঙে আলিপুরদুয়ারকে আলাদা জেলা ঘোষণা সময়ের অপেক্ষা বলেই জেলার রাজনৈতিক মহলের ধারণা। এর ফলে কোচবিহার জেলার হলদিবাড়ি ব্লক জলপাইগুড়ি জেলায় অর্ন্তভুক্ত হলে রাজস্বের দিক ছাড়াও প্রশাসনিক ভাবেও জলপাইগুড়ি জেলার মর্যাদা রক্ষা হবে বলে মনে করা হচ্ছে। জলপাইগুড়ি জেলা কংগ্রেস সভাপতি মোহন বসু বলেন, “জলপাইগুড়ির সঙ্গে সংযুক্তি হলে হলদিবাড়ির বাসিন্দারা উপকৃত হবেন। যোগাযোগ সমস্যায় স্বাস্থ্য, কৃষি, শিক্ষা সব কিছুতেই কোচবিহারের পরিবর্তে জলপাইগুড়ির ওপর নির্ভরশীল। সে কারনে দাবি যুক্তিসঙ্গত।” জেলা তৃণমূল সভাপতি কৃষ্ণকুমার কল্যাণী বলেন, “এমনিতে হলদিবাড়ি ব্লক জলপাইগুড়ি লোকসভা সংসদ আসনের মধ্যে পড়ে। হলদিবাড়ির বাসিন্দারা জলপাইগুড়ি জেলায় অর্ন্তভুক্তি চাইছেন। জনগণের স্বার্থে সবরকম সিদ্ধান্তে আমরা সহমত।” কোচবিহার জেলার হলদিবাড়ি ব্লকের একটি পুরসভা, ৬টি গ্রাম পঞ্চায়েত এবং ৬২টি গ্রাম জলপাইগুড়ি জেলার অর্ন্তভুক্ত হলে জলপাইগুড়ি জেলাও রাজস্বের দিক থেকে লাভবান হবে বলে মনে করা হচ্ছে। হলদিবাড়ি ব্লক লঙ্কা, টম্যাটো-সহ কৃষি পণ্যের জন্য পরিচিত। সে কারণে সংযুক্তির পরে জলপাইগুড়ি লাগোয়া এলাকায় বেশ কিছু নতুন বাজার তৈরি করা হতে পারে বলে মনে করা হচ্ছে। সিপিএমের জেলা সম্পাদক তথা জেলা বামফ্রন্টের আহ্বায়ক মানিক সান্যাল বলেন, “বিষয়টি নিয়ে আলোচনা চলছে। আমার এ বিষয়ে স্পষ্ট ধারণা নেই। কেউ যদি এক জেলা থেকে অন্য জেলায় যেতে চায়, কোনও জেলা যদি ভাগ হতে চায় তবে হবে।” ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক গোবিন্দ রায় বলেন, “এটা খুব ভাল প্রস্তাব। আমরা সমর্থন করি।” জলপাইগুড়ির সাংসদ মহেন্দ্র রায় বলেন, “সংযুক্তি হলে তো ভালই হয়। বাসিন্দাদের দাবি যুক্তিযুক্ত। এই সংযুক্তি ঘটলে হলদিবাড়ি ব্লকের মানুষেরা সব দিক থেকেই উপকৃত হবেন।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.