Content on this page requires a newer version of Adobe Flash Player.
l
Sicily Villas & Apartments
l
Registrar nombre del dominio
l
Domain Registration
স্কুলে ঢুকে শিক্ষকদের মারধর, অভিযুক্ত তৃণমূল
নিজস্ব সংবাদদাতা • চন্দ্রকোনা
স্কুলে ঢুকে শিক্ষকদের মারধরের অভিযোগ উঠল তৃণমূল কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। পুলিশকে আক্রমণ এবং পুলিশের গাড়ি ভাঙচুরের জন্যও আঙুল উঠেছে তাঁদের দিকে। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থানার লক্ষ্মীপুর হাইস্কুলে শনিবারের এই ঘটনায় ইতিমধ্যে দুই তৃণমূল সমর্থক গ্রেফতার হয়েছেন। ঘটনার জেরে এলাকায় প্রভূত উত্তেজনাও ছড়ায়। ‘প্রহৃত’ প্রধান শিক্ষক বিশ্বজিৎ পাণ্ডেকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়। স্কুলের সিপিএম নিয়ন্ত্রিত পরিচালন সমিতির সম্পাদক উজ্জ্বল হাজরার বক্তব্য, “স্কুলে বিশৃঙ্খলা তৈরি করতেই ওই হামলা।” অন্য দিকে পুরো বিষয়টিকে ‘দুঃখজনক’ হিসেবে অভিহিত করে তৃণমূলের লক্ষ্মীপুর অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত নেতা নির্মল চৌধুরী বলেন, “এতে দলের কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে।” পুলিশ কী বলছে? পুলিশ জানিয়েছে, লক্ষ্মীপুর হাইস্কুলে হামলায় জড়িত থাকার অভিযোগে দুই তৃণমূল সমর্থককে গ্রেফতার করা হয়েছে।
বিস্তারিত...
রবীন্দ্রভবনে প্রদর্শিত হবে না কবির ভস্মাধার
অরুণ মুখোপাধ্যায় • শান্তিনিকেতন
প্রাথমিক পরিকল্পনা থাকলেও আজ, বাইশে শ্রাবণ বিশ্বভারতীর রবীন্দ্রভবনে প্রদর্শিত হবে না রবীন্দ্রনাথ ঠাকুরের চিতাভস্ম সংবলিত আধার। সৌজন্যে কবিপুত্র রথীন্দ্রনাথের একটি ব্যক্তিগত চিঠি। রথীন্দ্রনাথের এই অপ্রকাশিত চিঠিটি ‘উদ্ধার’ করেছেন রবীন্দ্রভবনের প্রাধিকারিক নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, “রথীন্দ্রনাথ বিষয়ক গবেষণামূলক একটি গ্রন্থ প্রকাশের জন্য বিভিন্ন জায়গায় ঘুরছিলাম। তখনই রবীন্দ্রনাথের পুত্রবধূ প্রতিমাদেবীর ভ্রাতুষ্পুত্র, কলকাতার বাসিন্দা সুদীপ্ত চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে ওই চিঠিটি উদ্ধার করি।” দেরাদুনের কাছে রাজপুর থেকে উত্তরায়ণের প্যাডে লেখা ওই চিঠিতে রথীন্দ্রনাথ তাঁর স্ত্রী প্রতিমাদেবীকে লিখেছেন, “বাবার দেহাবশেষ রক্ষা করা আমার কখনই ইচ্ছা ছিল না।
বিস্তারিত...
ডুবছে ভাইবোন, সেচখালে
ঝাঁপ দিয়ে বাঁচালেন শিক্ষক
দয়াল সেনগুপ্ত • খয়রাশোল
বয়স তার সাত। কিন্তু প্রাণে বেঁচে ছোট্ট রনিতও বুঝতে পেরেছে, আর সেচখালের দিকে যাওয়া নয়। বারবার তো আর ‘কাকু’ বাঁচাতে আসবে না! বুঝেছে তার জেঠতুতো দিদি, এগারো বছরের স্বাগতাও। দুই ভাইবোনের পরিবারই বারবার বলছে, ‘‘উনি না থাকলে ছেলেমেয়ে দু’টোকে হয়তো আর ফিরেই পেতাম না।” যিনি ডুবন্ত ভাইবোনকে রক্ষা করেছেন, সেই ‘উনি’ হলেন বীরভূমের খয়রাশোলের মাদ্রাসার শিক্ষক সুশীলচন্দ্র দাস। তিনি অবশ্য বলছেন, “কী আর করেছি! ঈশ্বরকে ধন্যবাদ যে ঠিক সময়ে আমি ওখানে ছিলাম।” এবং ভাগ্যিস ছিলেন! রোজের মতোই শনিবার বিকেলে হাঁটতে বেরিয়েছিলেন সুশীলবাবু। সন্ধ্যা ৬টা নাগাদ স্থানীয় হিংলো সেচখালের পাড় থেকে চিৎকার শুনে ছুটে যান।
বিস্তারিত...
তৃণমূলের ‘গোষ্ঠীদ্বন্দ্ব’, এ বার
বিক্ষোভের মুখে মন্ত্রী
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান
মন্ত্রীর সামনেই স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন দলের মহিলা সমর্থকেরা। ধাক্কা দেওয়ার চেষ্টা হল মন্ত্রীকে। রবিবার দুপুরে বর্ধমান শহরে ওই ‘অভিজ্ঞতা’র পরে হাত-পা কাঁপতে দেখা গেল রাজ্যের কারিগরি শিক্ষামন্ত্রী রবিরঞ্জন চট্টোপাধ্যায়ের। রবিরঞ্জনবাবু অবশ্য বিক্ষোভের কথা মানতে চাননি। কিন্তু তৃণমূলের জেলা পর্যবেক্ষক তথা আইনমন্ত্রী মলয় ঘটক বলেছেন, “ঘটনাটা সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে। যাঁরা বিক্ষোভ দেখিয়েছেন, দল তাঁদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করবে।” রবিরঞ্জনবাবু এ দিন বর্ধমানের টাউন হলে গিয়েছিলেন একটি রাষ্টায়ত্ত ব্যাঙ্কের অফিসার্স অ্যাসোসিয়েশনের সভায়। বেলা ১২টা নাগাদ সেখান থেকে দলের লোকেদের সঙ্গে কথা বলতে বলতে তিনি গাড়িতে উঠতে যাচ্ছিলেন।
বিস্তারিত...
তরাই-ডুয়ার্সে কাল থেকে বন্ধ পরিষদের
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি
চা-শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবিতে কাল, মঙ্গলবার থেকে তরাই-ডুয়ার্সে লাগাতার সাধারণ ধর্মঘটের ডাক দিল আদিবাসী বিকাশ পরিষদ। রবিবার মালবাজারে দীর্ঘ ক্ষণ ধরে পরিষদের চা-শ্রমিক সংগঠন ‘প্রোগ্রেসিভ টি ওয়ার্কার্স ইউনিয়ন’-এর বৈঠক হয়। সেখানে এই সিদ্ধান্ত হয়েছে। গত ৫ অগস্ট মজুরি বাড়ানোর দাবি নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক ভেস্তে যাওয়ার পরেই চা বাগান শ্রমিকদের ৩৬টি সংগঠনের কো-অর্ডিনেশন কমিটি এবং ডিফেন্স কমিটি ১০ ও ১১ অগস্ট চা বাগানগুলিতে ধর্মঘট এবং ১২ অগস্ট সাধারণ ধর্মঘট পালনের ডাক দিয়েছে। পরিষদ এ বার ৯ অগস্ট থেকে লাগাতার ধমর্ঘটের ‘হুমকি’ দেওয়ায় চা শিল্পে অচলাবস্থা সৃষ্টি হবে বলে আশঙ্কা করা হচ্ছে। কো-অর্ডিনেশন কমিটি এবং ডিফেন্স কমিটিও এ দিন জানিয়েছে আন্দোলনের রাস্তা থেকে সরছেন না তাঁরাও। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব অবশ্য মনে করেন, পরিষদ ধর্মঘটের ডাক দিলেও জল ‘তত দূর’ গড়াবে না।
বিস্তারিত...
‘ভুয়ো’ প্রকল্পের কথা জানিয়ে তছরুপের নালিশ
প্রশান্ত পাল • হুড়া
‘ভুয়ো’ প্রকল্পের কথা জানিয়ে গ্রাহকদের কাছ থেকে টাকা নিয়ে তা তছরুপের অভিযোগ উঠেছে হুড়া থানার কুলাবহাল ডাকঘরের বিরুদ্ধে। অভিযোগ, ওই ডাকঘরে স্বল্প সঞ্চয় প্রকল্পে গ্রাহকেরা যে অর্থ লগ্নি করেছিলেন, তার মধ্যে হাজার হাজার টাকার কোনও হিসাব নেই। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত পোস্টমাস্টার নির্মলচন্দ্র মাহাতো ইতিমধ্যেই মারা গিয়েছেন। এই অবস্থায় নিজেদের টাকা ফেরত পাওয়া নিয়ে ঘোর সংশয়ে রয়েছেন গ্রাহকেরা। এলাকার বাসিন্দাদের দাবি, যে প্রকল্পের কথা বলে পোস্টমাস্টার টাকা তুলেছিলেন, তেমন কোনও প্রকল্প আদৌ ডাক বিভাগের নেই। তছরুপের ঘটনার তদন্ত চেয়ে পুলিশের কাছে লিখিত অভিযোগ করেছেন স্থানীয় মানুষ। অভিযোগ করা হয়েছে ডাক বিভাগেও। অভিযোগের গুরুত্ব বুঝে তদন্তের নির্দেশ দিয়েছেন ডাক বিভাগের পুরুলিয়া ডিভিশনের সুপারিন্টেন্ডেন্ট গৌতম তরফদার। তিনি বলেন, “ওই ডাকঘরের পোস্টমাস্টারের বিরুদ্ধে স্বল্প সঞ্চয় প্রকল্পের অর্থ তছরুপের অভিযোগ উঠেছে। তদন্ত শুরু হয়েছে।”
বিস্তারিত...
বৃষ্টি ভেজা বহরমপুরে নাজেহাল পর্যটকেরাও
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর
বেড়াতে এসে বৃষ্টি ভেজা বহরমপুরে আটকে পড়েছেন পর্যটকরা। শনিবার দুপুর থেকে কখনও ঝিরঝিরে, কখনও মুষল ধারায় বৃষ্টির কোপে পড়ে প্রায় ঘরবন্দি হয়েই কাটাতে হচ্ছে তাঁদের। হঠাৎ পড়ে পাওয়ার মত শুক্র থেকে সোমবারএক টানা তিন দিন ছুটিতে মুর্শিদাবাদে বেড়াতে এসেছেন বিভিন্ন পর্যটক। শুক্রবার রাতের ভাগীরথী এক্সপ্রেসে এসে তাঁদের অধিকাংশই বহরমপুরের বিভিন্ন হোটেলে রয়েছেন। কেউ আবার বেছে নিয়েছেন লালবাগের হোটেল। কিন্তু গত দেড় দিনের দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বিপাকে পড়েছেন তাঁদের সকলেই। কলকাতার সল্টলেকের বাসিন্দা আয়ুষি নস্কর বলেন, “তিন দিনের ছুটিতে কাছে-পিঠে বেড়াতে যাওয়ার ক্ষেত্রে মুর্শিদাবাদই আদর্শ। কিন্তু এখানে এসে ঘরবন্দি অবস্থায় কাটাতে হচ্ছে। এদিন সকালের দিকে বহরমপুর থেকে গাড়ি নিয়ে লালবাগ বেড়াতে গেলেও বৃষ্টির কারণে সব জায়গা ঘুরে দেখা গেল না। হাজারদুয়ারি দেখেই তাড়াতাড়ি হোটেলে ফিরে আসতে হয়েছে।” এদিকে ঘরবন্দি হোটেলের আবাসিকদের দাবি মেনে হোটেল মালিকদের আবার পদ্মার ইলিশের খোঁজে বের হতে হয়েছে।
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
আত্মহত্যার চেষ্টা
অভিযুক্তের
মালদহ নিয়ে
উদ্বেগে মুখ্যমন্ত্রীও
দক্ষিণবঙ্গ
টানা বর্ষণে জলমগ্ন
বসিরহাটের বহু এলাকা
টানা বৃষ্টি, জলমগ
ন বহু এলাকা
বর্ধমান
পরম্পরা মেনে দেবীর নিরাপত্তায় হাজির রক্ষী
‘বিসর্জনে’ মঞ্চ
মাতালেন বন্দিরা
পুরুলিয়া
‘ভুয়ো’ প্রকল্পের কথা
জানিয়ে তছরুপের নালিশ
দোরগোড়ায় নদী, দুশ্চিন্তায়
ঘুম উড়েছে ভল্লাপাড়ার
মুর্শিদাবাদ
ধুলিয়ানে পুরপ্রধানকে অপসারণের চেষ্টা
রিকশা-ভাড়ার তালিকা এখনও বিশ বাঁও জলে
মেদিনীপুর
জঙ্গলমহলে অধিকাংশ
প্রাথমিকে শিক্ষক সঙ্কট
স্বাস্থ্যবিমা প্রকল্প
চালুর তোড়জোড়
কলকাতা
২৮.১/২৫.৭
আজকের দিনে
• ১৯০৮:
উইলবার রাইট তাঁর
তৈরি বিমানে প্রথমবারের জন্য
আকাশে উড়লেন।
সাপ্তাহিক ক্রোড়পত্র
আজকের জন্য
লেকের জলে ভাসছে শিকারা। দিগন্ত রেখা বলতে শুধুই পাহাড়ের অবয়ব, সূর্যের আলো ঝিলমিলিয়ে পিছলে যায় তার গা বেয়ে। বাগ-বাগিচা চিত্রিত রঙের স্পর্শে। প্রকৃতির এমন নিঁখুত আয়োজন তাকে ভূষিত করেছে
‘ভূ-স্বর্গ’
উপাধিতে। হাওয়াবদলে জম্মু-কাশ্মীরের এমন ছবি তো আছেই, থাকছে ‘বৈষ্ণোদেবী’-র কাছে পৌঁছানোর হদিসও। সঙ্গে
মেলা-পার্বণ
ও
ফোটোশপের
গল্প।
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.