|
|
|
|
ধুলিয়ানে পুরপ্রধানকে অপসারণের চেষ্টা |
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর |
বামফ্রন্ট পরিচালিত ধুলিয়ান পুরসভার সিপিএমের পুরপ্রধান অপসারিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। ওই পুরপ্রধানকে অপসারণের জন্য সভা ডাকার দাবি জানিয়ে প্রশাসনের বিভিন্ন স্তরে চিঠি দিয়েছেন কংগ্রেসের ৯ কাউন্সিলর।
গত শুক্রবার ওই চিঠি দেওয়া হয়। তাঁদের সমর্থন করছেন ফরওয়ার্ড ব্লকের উপ-পুরপ্রধান। তাঁর নিজের প্রতি কাউন্সিলরদের সংখ্যাগরিষ্ঠ অংশের সমর্থন রয়েছে কি না জানতে এরপর পুরপ্রধানকে বিশেষ সাধারণ সভা ডাকতে হবে। ফরওয়াডর্র্ ব্লকের দুই কাউন্সিলর কংগ্রেসের ৯ জন কাউন্সিলরের আনা অনাস্থা প্রস্তাব সমর্থন করবেন বলে ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান উপ-পুরপ্রধান তুষারকান্তি সেন। সেক্ষেত্রে ওই পুরসভা সিপিএমের হাতছাড়া হওয়া নিশ্চিত। ধুলিয়ানের পুরপ্রধান সিপিএমের সুন্দরকুমার ঘোষ অবশ্য বলেন, “অনাস্থা জানিয়ে পুরপ্রধানকে অপসারণের জন্য কোনও কাউন্সিলরের চিঠি আমি হাতে পাইনি। ফলে ওই চিঠি হাতে পাওয়ার পর ওই বিষয়ে মন্তব্য করব। তার আগে কোনও মন্তব্য নয়।”
১৯টি আসনের ওই পুরসভায় বিগত পুরভোটে কংগ্রেস দখল করে ৯টি আসন। বাকি ১০টি আসনের মধ্যে ৮টি সিপিএম এবং ২টি ফরওয়ার্ড ব্লক দখল নেয়। বিগত পুরভোটের পর বামফ্রন্টগত ভাবে সিদ্ধান্ত নেওয়া হয়, সিপিএমের পুরপ্রধান হবে ও উপ-পুরপ্রধান পদটি পাবে ফরওয়ার্ড ব্লক। সেই মতো ওই পুরসভা বামফ্রন্টের দখলে যায়। বছর খানেক পর অতি সম্প্রতি বেশ কয়েকটি কাজের টেন্ডার-সহ কয়েকটি বিষয়ে ফরওয়ার্ড ব্লকের কাউন্সিলদের সঙ্গে পুরপ্রধানের বিরোধ বাধে। ওই বিরোধের সুযোগে কংগ্রেসের ৯ কাউন্সিলর গত শুক্রবার পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা জানিয়ে চিঠি দেন। ধুলিয়ান পুরসভার বিরোধী দলনেতা কংগ্রেসের মনসুর আলি খান বলেন, “পুরপ্রধানকে পুরসভাতে না পাওয়ায় পুরসভার রিসিভিং বিভাগে কংগ্রেসের ৯ জন কাউন্সিলরের স্বাক্ষর করা অনাস্থার চিঠি গত শুক্রবার জমা দেওয়া হয়েছে। প্রশাসনিক কর্তাদেরও ডাক মারফত ও ফ্যাক্স মারফত গত শুক্রবারই ওই চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে।”
উপ-পুরপ্রধান ফরওয়ার্ড ব্লকের তুষারকান্তিবাবু বলেন, “সংখ্যাগরিষ্ঠ কাউন্সিলরের আস্থা যে তাঁর প্রতি নেই, সে কথা পুরপ্রধান ভাল মতোই জানেন। তাঁর বিরুদ্ধে অনাস্থা জানিয়ে মিটিং ডাকার জন্য কংগ্রেসের কাউন্সিলররা গত শুক্রবার চিঠি দেবেন সে কথা আগাম জানতে পেরে সেই দিন পুরপ্রধান অনুপস্থিত ছিলেন। এমনকী সব ধরনের সৌজন্য খুইয়ে রাতারাতি পুরনো তালা বদলে দিয়ে নতুন তালা লাগিয়ে পুরসভার কার্যালয় পুরপ্রধান গত শুক্রবার কার্যত বন্ধ করে দিয়েছিলেন। এ কারণে কংগ্রেসের কাউন্সিলররা রিসিভিং বিভাগে ওই চিঠি জমা দিতে বাধ্য হন।”
শরিকি কোন বিবাদের কারণে তাঁরা সিপিএমের পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা জানাতে চলেছেন? উপ-পুরপ্রধান ফরওয়ার্ড ব্লকের তুষারকান্তি সেন বলেন, “ওই পুরসভায় আমাদের দলের সদস্য সংখ্যা ২টি। স্বচ্ছতার সঙ্গে দ্রুত উন্নয়ন মূলক কাজ করার শর্তে সিপিএমের পুরপ্রধানকে সমর্থন করা হয়। কিন্তু এক বছরের মধ্যে দেখা গেল, কচ্ছপের গতিতে কাজ হচ্ছে। কাজে ও অর্থ খরচে কোনও স্বচ্ছতা নেই। এ কারণে তাঁকে অপসারণ করার জন্য আমরা দু’ জন কাউন্সিলর কংগ্রেসের ৯ জন কাউন্সিলরের প্রস্তাব সমর্থন করছি।” |
|
|
|
|
|