l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
আজকের শিরোনাম
• বিয়ের প্রস্তাব প্রত্যাখান, ছুরি মেরে খুন ছাত্রীকে
• উল্টোডাঙা থেকে গ্রেফতার ২ মজুতদার
বিস্তারিত...
পথ-যন্ত্রণায় ক্ষুব্ধ, মামলা
করলেন প্রধান বিচারপতিই
নিজস্ব প্রতিবেদন
এত দিনে বোধহয় পাথর নড়ল। পিচের চাদর নেই। পাথর মাটি উঠে ছোটখাটো জলাশয়ের চেহারা নিয়েছে মাঝ রাস্তা। জলদাপাড়া সংলগ্ন মাদারিহাট থেকে হাসিমারা পর্যন্ত ৩১ নম্বর জাতীয় সড়ক দেখে চাষের মাঠ বলে ভুল হতে পারে। পর্যটকদের যাতায়াতের ওই গুরুত্বপূর্ণ রাস্তা বেহাল হয়ে আছে প্রায় এক বছর ধরে। পর্যটকদের পাশাপাশি এলাকার বাসিন্দারাও বিপাকে। মেরামতের উদ্যোগ নেই কর্তৃপক্ষের। হেলদোলও নেই কারও। অবশেষে কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপে ওই রাস্তার ভাগ্য বোধহয় খুলতে চলেছে। কোনও আবেদনকারীর দায়ের করা জনস্বার্থের মামলার জেরে নয়। খোদ প্রধান বিচারপতি জে এন পটেল নিজে এই জনস্বার্থের মামলাটি দায়ের করেছেন। সম্প্রতি উত্তরবঙ্গে গিয়েছিলেন তিনি। হাসিমারা থেকে মাদারিহাট, ৩১ নম্বর জাতীয় সড়কের হাল দেখে তিনি এত ক্ষুব্ধ হন যে কলকাতায় ফিরে নিজেই একটি স্বতঃপ্রণোদিত জনস্বার্থের মামলা করেন। এ ব্যাপারে জলপাইগুড়ির জেলাশাসকের কাছ থেকে রিপোর্টও তলব করেন তিনি। জেলাশাসক তাঁর রিপোর্টে জানিয়েছেন, বর্ষার পরে ওই রাস্তা আর যানবাহন চলাচলের যোগ্য থাকে না। বিষয়টি তিনি জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও রাজ্যের পূর্ত দফতরকে জানিয়েছেন। শুক্রবার এই রিপোর্ট পড়ে আদৌ সন্তুষ্ট হতে পারেননি প্রধান বিচারপতি। বরং রাস্তার অবস্থা এখন আরও খারাপ হয়েছে জেনে তিনি চিন্তিত।
বিস্তারিত...
নজরেও নিয়ন্ত্রণে নেই সব্জির দাম
নিজস্ব প্রতিবেদন
পাইকারি বাজারের সঙ্গে খুচরো বাজারের দূরত্ব বড়জোর ২-৩ কিলোমিটার। কোথাও একই বাজারে পাশাপাশি বিক্রি হচ্ছে খুচরো ও পাইকারি সব্জি। আর তাতেই স্পষ্ট হয়েছে সব্জির খুচরো বিক্রির ক্ষেত্রে দামের ফারাক। রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রশাসনের কর্তারা অভিযানে নামলেও উত্তরবঙ্গে পরিস্থতি এখনও ক্রেতাদের নিয়ন্ত্রণের বাইরেই রয়েছে। বৃহস্পতিবারও ময়নাগুড়ি ও ফালাকাটায় পাইকারি বাজারে লঙ্কা বিক্রি হয়েছে ৬৫-৭০ টাকা দরে। স্থানীয় খুচরো বাজারে লঙ্কা বিক্রি হয়েছে ১০০-১২০ টাকা কেজি দরে। শিলিগুড়িতেও এদিন নিয়ন্ত্রিত বাজারে লঙ্কা বিক্রি হয়েছে ৭০-৮০ টাকা দরে। খুচরো বিক্রি হয়েছে ১২০-১৪০ টাকায়। বিক্রেতার দাবি, বর্ষায় লঙ্কা পচে যায়। সেই ক্ষতির কথা মাথায় রেখেই দাম ঠিক করতে হয় তাঁদের। যদিও ওই যুক্তিতে সন্তুষ্ট হতে পারেননি প্রশাসনিক কর্তারাও। জলপাইগুড়িতে এদিন মহকুমাশাসক সাগর চক্রবর্তী দিনবাজারে অভিযানে গেলে দ্রুত লঙ্কা, আলু-সহ বেশ কিছু সবজির দাম নেমে যায়। এদিন সকালে আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে অভিযান চালান প্রশাসনিক কর্তারা। আলিপুরদুয়ার বড় বাজারে অভিযান চালান মহকুমাশাসক অমলকান্তি রায়। মহকুমাশাসক বলেন, “ভোরের দিকে বড়বাজারে যে সমস্ত পাইকার সব্জি নিয়ে আসেন তাদের থেকে তা কিনে মাত্র কয়েক হাত দূরে ওই বাজারেই প্রায় দ্বিগুণ দামে বিক্রি করা হয়েছে। এ দিন খুচরো বিক্রেতাদের সর্তক করা হয়েছে। প্রয়োজনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জলপাইগুড়িতে মহকুমাশাসক সাগর চক্রবর্তীর নেতৃত্বে দিনবাজারে অভিযান চালানো হয়। মহকুমাশাসককে দেখেই দিনবাজারে লঙ্কার কেজি প্রতি দর ১০০ টাকা থেকে এল লাফে ৮০ টাকায় নেমে যায়। আলুর দামও ১৮ টাকা থেকে নেমে প্রতি কেজিতে ১৬ টাকা হয়ে যায়। মহকুমাশাসক বলেন, “আমাদের কাছে যে দাম বলা হয়েছে, সেটা অনেকটাই স্বাভাবিক।
বিস্তারিত...
কচকচ করে মার্কশিট খেয়ে শিক্ষিত হল গাধা
কিংশুক গুপ্ত • ঝাড়গ্রাম
কলেজে ভর্তির লম্বা লাইন। মার্কশিট-সার্টিফিকেট হাতে দাঁড়িয়ে ছাত্রছাত্রীরা। ধীর পায়ে লাইন এগোচ্ছে। কেউ গল্পে ব্যস্ত, কেউ বা আনমনা। এই সুযোগটাই যেন সে খুঁজছিল। সে, মানে ব্যাকরণ শিং, বিএ-র এক নব্য সংস্করণ। হযবরল খ্যাত ‘খাদ্য বিশারদ’-এর মতো ছাগ-শিরোমণি নয়, তবে অবশ্যই ‘গর্ধব-কুলশ্রেষ্ঠ’। না হলে আস্ত মার্কশিট চিবিয়ে সাবাড় করে! শিক্ষায় গাধার আগ্রাসন আর বলে কাকে! তবে এই গাধার বুদ্ধিশুদ্ধি নিয়ে আর ভুরু কোঁচকানো যাবে না। কারণ, ওর পেটেও গিজগিজ করছে শিক্ষা। ঘটনাস্থল পশ্চিম মেদিনীপুরের গোপীবল্লভপুরের সুবর্ণরেখা কলেজ। এই কলেজেই পাস কোর্সে বিএ পড়ার জন্য ফর্ম জমা দিয়েছিল শিবুগোপাল শ্যামল। স্থানীয় নয়াবসান জনকল্যাণ বিদ্যাপীঠ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছে সে। বৃহস্পতিবার দুপুরে ভর্তি সংক্রান্ত স্ক্রুটিনির জন্য কলেজে এসেছিল আলমপুর অঞ্চলের তেঁতুলিয়া গ্রামের এই ছাত্রটি। শিবুর বক্তব্য, “দু’হাত পিছনে রেখে লাইনে দাঁড়িয়ে ছিলাম। এক হাতে নথিপত্রের ফাইল ছিল। মার্কশিটটা বের করে অন্য হাতে ধরে ছিলাম। আচমকা গাধাটা পিছন দিক থেকে এসে মার্কশিট খেতে শুরু করে। টানাটানি করেও ওটা বাঁচাতে পারিনি।”
বিস্তারিত...
কলেজে নিয়োগে ‘দুর্নীতি’,
সিপিএম বিধায়ক সাসপেন্ড
নিজস্ব সংবাদদাতা • রাইপুর
এলাকার একটি কলেজের শিক্ষাকর্মী নিয়োগ নিয়ে দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগে বাঁকুড়ার রাইপুরের আট বারের দলীয় বিধায়ক উপেন কিস্কুকে সাসপেন্ড করল সিপিএম। তাঁর সঙ্গেই সাসপেন্ড করা হয়েছে সিপিএমের রাইপুর জোনাল কমিটির সদস্য বাবুলাল মাহাতো ও গঙ্গাধর মাহাতো এবং রানিবাঁধ জোনাল কমিটির কমিটির সদস্য বাবুলাল মাহাতোকে। শুক্রবার রাইপুরের কমিউনিটি হলে অনুষ্ঠিত এক সভায় এ কথা ঘোষণা করেন সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য তথা বাঁকুড়া জেলা সম্পাদক অমিয় পাত্র। এ দিন সভায় উপস্থিত সদস্যদের কাছে স্থানীয় বিধায়ক তথা সিপিএমের বাঁকুড়া জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য উপেন কিস্কু সহ ওই চার জনকে সাসপেন্ড করা হয়েছে জানিয়ে অমিয়বাবু বলেন, “যত বড়ই নেতা হোক, দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়লে বা দলের শৃঙ্খলাভঙ্গ করলে শাস্তি পেতেই হবে।” কী কারণে এই ‘শাস্তি’, তার উত্তরে অমিয়বাবু জানান, রাইপুরের বীরসা-মুন্ডা মেমোরিয়াল কলেজের শিক্ষাকর্মী নিয়োগ নিয়ে চূড়ান্ত দুর্নীতি ও স্বজনপোষণ হয়েছে বলে দলীয়স্তর থেকে অভিযোগ পাওয়া গিয়েছিল। ওই নিয়োগ বাতিল করার জন্য ওঁদের বলা হয়েছিল কিন্তু দলের সেই নির্দেশ উপেক্ষা করে গত ২৫ জুন নিয়োগপত্র দেওয়া হয়েছে।
বিস্তারিত...
হাত-পা বাঁধা প্রৌঢ় আরামবাগের রাস্তায়
নিজস্ব সংবাদদাতা • আরামবাগ
হাতে-পায়ে শিকল বাঁধা। পা ঘষে ঘষে কোনও রকমে হেঁটে এগিয়ে চলেছেন। সামনে যাকেই দেখছেন হয় খাবার চাইছেন, নয়তো শিকল খুলে দিতে বলছেন। কিন্তু সাধারণ পথ চলতি মানুষ থেকে সরকারি আধিকারিক বা পুলিশ কেউই তাঁর দিকে ফিরেও তাকাচ্ছেন না। শুক্রবার সকাল থেকে সারাদিন এমন দৃশ্য দেখল আমারবাগ শহর। যদিও ওই ‘অপ্রকৃতিস্থ’ প্রৌঢ়ের সাহায্যে কাউকেই এগিয়ে আসতে দেখা গেল না। পরে সন্ধ্যার দিকে নিজেই বাড়ি চলে যান তিনি। দুপুরে আরামবাগ থানার কাছে ঘুরছিলেন আরামবাগের ১৫ নম্বর ওয়ার্ডের দৌলতপুরের বাসিন্দা শীতলচন্দ্র মান্না। স্থানীয় এক ব্যবসায়ী তা দেখতে পেয়ে সংবাদমাধ্যমকে জানান। সংবাদমাধ্যমের প্রতিনিধিরা পুলিশে খবর দিলেও পুলিশকে কোনও উদ্যোগ নিতেই দেখা যায়নি। কিন্তু এ ভাবে ঘুরে বেড়াচ্ছেন কেন? শীতলবাবুর অভিযোগ, “ছেলে-বৌ আমার হাতে-পায়ে শিকল বেঁধে রেখেছিল। আমার দোষ আমি নিজের মনে কথা বলি। মন্দিরের চাতালে মাথা খুঁড়ে সারাদিন ঘোরাঘুরি করি। লোকের কাছে টাকা-পয়সা চাই। তাই ওরা আমাকে এ ভাবে বেঁধে দিয়েছিল।”
বিস্তারিত...
কালনা থেকে পূর্বস্থলী, দাম চাইছেন সব্জিচাষি
কেদারনাথ ভট্টাচার্য • কালনা
কালনার ধাত্রীগ্রাম মোড়ে এসটিকেকে রোডের দু’পাশে সবে ভোরের পাইকারি বাজার বসছে। সাইকেলের হ্যান্ডেল আর কেরিয়ারে সব্জির বড়-বড় ব্যাগ ঝুলিয়ে এলাকার চাষিরা হাজির। ফড়েদের কাছে বিক্রির জন্য জমা হচ্ছে সব্জি। বাজারে সব্জির দাম নিম্নমুখী হওয়ায় চাষিদের মুখ শুকনো। ক্যামেরা বের করতেই রে-রে করে তেড়ে এলেন কয়েক জন চাষি। ‘আপনি কে? কেন ছবি তুলছেন? আর কত কামাবেন? আপনাদের জন্যই তো এই অবস্থা!’ তির ধেয়ে আসছে চারদিক থেকে। সাংবাদিক পরিচয় দিতে অবশ্য ভুল ভাঙল। কয়েক জন জানালেন, সরকারি কর্মচারী ভেবেই তাঁরা তেড়ে এসেছিলেন। খোলা বাজারে সব্জির দাম কমায় যে সাধারণ মানুষ খুশি, তা অস্বীকার করতে পারছেন না কেউই। সরকারের যে দামের উপরে নিয়ন্ত্রণ রাখা কাজ, তা নিয়েও কেউ আপত্তি তুলছেন না। কিন্তু তার পরেও চাষিদের মরিয়া কথা, “আমরা যে মরছি! বাইরের ফড়েরা ক’দিন ধরে বাজারে আসছে না। পাঁচ দিনের মধ্যেই সব্জির দাম প্রায় তিন গুণ নেমে গিয়েছে। সব্জি পচতে শুরু করেছে। এত লোকসানে আর ধৈর্য ধরতে পারছি না।” বছরের যে কোনও সময়ে ভোর থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত এই পাইকারি বাজার চত্বর সব্জির দরাদরিতে সরগরম হয়ে থাকে। হাওড়া, শিয়ালদহ, শ্যাওড়াফুলি থেকে বর্ধমানের বুলবুলিতলা, সাতগাছিয়া, হাটগোবিন্দপুর-সহ জেলার বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা সব্জি কিনতে আসেন।
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
বৃষ্টি-ধসে
নাকাল উত্তর
তাকভর থেকেই
দাঁড়াচ্ছেন গুরুঙ্গ
দক্ষিণবঙ্গ
টাকার অভাবে বিদেশে
সৎকারে সম্মত বাবা-মা
নতুন সংগঠন, সিঙ্গুর নিয়ে
আন্দোলনে অনিল-অনুগামীরা
বর্ধমান
পুলিশের বিরুদ্ধে পক্ষপাতের নালিশ, বিক্ষোভ কংগ্রেসের
চাঁদা তুললেন পড়শিরা,
বিয়ে দুই প্রতিবন্ধীর
পুরুলিয়া
ঠিকাদারের কর্মী খুন,
বিক্ষোভ পাড়ায়
শিক্ষক নিয়োগ হয়নি,
নেই টাকাও
মুর্শিদাবাদ
‘কথার খেলাপ’, ছাত্রীবাস
তৈরি থমকে বহরমপুরে
বিয়েতে নারাজ
ছাত্রীকে ধর্ষণ
মেদিনীপুর
পার্টি অফিস থেকে ধৃত
হলদিয়ার সিপিএম নেতা
১০০ দিনের কাজে
দুর্নীতি চন্দ্রকোনায়
কলকাতা
৩২.৪ /২৬.৪
আজকের দিনে
• ১৯৭৩:
উত্তরপ্রদেশের মেরঠে জন্মগ্রহণ করেন পপ-রক গায়ক কৈলাস খের। তিনি ১৮টি ভাষায় গান গেয়েছেন। পাশাপাশি, বলিউডের ছবিতে তিনশোরও বেশি গান গেয়েছেন।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
প্রতি মাসের ২১ তারিখ
প্রতি মাসের ১ ও ১৫ তারিখ
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.