বিয়ের প্রস্তাব প্রত্যাখান, ছুরি মেরে খুন ছাত্রীকে |
আজ সকালে বাঁকুড়ার বেলিয়াতোড় গ্রামে এক দ্বাদশ শ্রেণির ছাত্রীকে ছুরি দিয়ে গলায় আঘাত করে ২ যুবক। ছাত্রীর নাম সমাপ্তি মণ্ডল। স্থানীয় সূত্রে খবর, সমাপ্তি টিউশন পড়তে যাচ্ছিল পাশের গ্রামে। সেই সময় দুই যুবক তার পথ আটকায়। ওই দুই যুবকের একজন মেয়েটিকে বিয়ের প্রস্তাব দেয়। প্রস্তাব প্রত্যাখান করলে তাকে ছুরি দিয়ে গলায় আঘাত করে পালায় তারা। গুরুতর আহত অবস্থায় মেয়েটিকে বাঁকুড়া মেডিক্যাল কলেজে ভর্তি করা হলে সেখানেই মৃত্যু হয় তাঁর। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরেই তাদের মেয়েকে উত্যক্ত করত স্থানীয় ওই দুই যুবক। এই ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বেশ কয়েকদিন আগে ঝামেলাও হয় বলে জানা গেছে। ঘটনার পর থেকে পলাতক দুই যুবক। তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে পার্থ মণ্ডল নামে এক যুবককে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে দোষীদের সম্পর্কে তথ্য জোগাড় করতে।
|
উল্টোডাঙা থেকে গ্রেফতার ২ মজুতদার |
হিসাব-বহির্ভূত ডাল রাখার জন্য শুক্রবার রাতে উল্টোডাঙার ডালপট্টি থেকে ২ মজুতদারকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। উদ্ধার করা হয়েছে ১৭৪ কুইন্ট্যাল ডাল যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লক্ষ টাকা। পুলিশ সূত্রে খবর, বাজেয়াপ্ত করা ডাল রেশন দোকানে ভর্তুকি দিয়ে বিক্রি করা হবে। এদিকে, আজ থেকে কলকাতায় দু’শোটি ও সল্টলেকে ১৩টি রেশন দোকান থেকে জ্যোতি আলু ১২.৫০ টাকা মূল্যে সরবরাহ করা শুরু হয়েছে। বর্তমানে জ্যোতি আলুর বাজার মূল্য ১৫-১৬টাকা। এই প্রসঙ্গে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানান, আলুর দাম যতদিন না কমছে এই প্রক্রিয়ায় আলু সরবরাহ করা হবে। বাড়ানো হবে আরও রেশন দোকানের সংখ্যা। |