l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
ডানলপকে ‘চাপে রাখতে’
পাওনাগন্ডার হিসেব তৈরি
রঞ্জন সেনগুপ্ত • কলকাতা
সাহাগঞ্জের বন্ধ কারখানা খোলার ‘পূর্বশর্ত’ হিসেবে রাজ্যের কাছে কয়েকটি প্রস্তাব দিয়েছেন ডানলপ কর্তৃপক্ষ। যার মধ্যে আর্থিক সুযোগ-সুবিধালাভের দাবিও রয়েছে। আর এরই পাল্টা হিসেবে রাজ্য ডানলপের কাছে বিভিন্ন সরকারি সংস্থার বকেয়া পাওনার হিসেব তৈরি করেছে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে। কারখানা খোলার প্রশ্নে ডানলপ কর্তৃপক্ষের সঙ্গে ফের আলোচনায় বসার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। কিন্তু কোনও পক্ষের অবস্থানের পরিবর্তন না-হলে জট আদৌ কাটবে কি না, তা নিয়ে সব মহলেই বিস্তর সংশয়। এরই মধ্যে রাজ্যের হাতে রিপোর্ট এসেছে, টায়ার নির্মাতা সংস্থাটির কাছে বিভিন্ন সরকারি সংস্থার পাওনা দাঁড়িয়েছে ৭২ কোটি টাকারও বেশি। যেমন, শুধু বিক্রয়কর বাবদ রাজ্যের পাওনা ৪০ কোটি টাকা। ভূমি-রাজস্ব বাবদ প্রায় ৮ কোটি। উপরন্তু রাজ্য শিল্পোন্নয়ন নিগম পায় ৯ কোটি, রাজ্য বিদ্যুৎ বণ্টন কোম্পানি ১১ কোটি ২০ লক্ষ ও বাঁশবেড়িয়া পুরসভা ৪ কোটি টাকা। এই পরিস্থিতিতে এখনই কোনও কড়া অবস্থান ঘোষণা না-করলেও ডানলপ কর্তৃপক্ষকে ‘চাপে রাখতে’ সমস্ত পাওনার রিপোর্ট তৈরি করেছে রাজ্য সরকার।
বিস্তারিত...
হাওড়ায় ১০০ দিনের
কাজে বাধা কী, প্রশ্ন মুখ্যমন্ত্রীর
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
একশো দিনের কাজে হাওড়া কেন এত পিছিয়ে, জেলার আধিকারিকদের কাছে কার্যত সেই কৈফিয়তই চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি হিসেব বলছে, চলতি অর্থবর্ষে একশো দিনের কাজ প্রকল্পে হাওড়া জেলায় ‘কাজ’ হয়েছে সাকুল্যে ৯ দিন! গোটা রাজ্যে যার নিরিখে হাওড়ার অবস্থান ১৯ নম্বরে। জেলায় জেলায় সফরে গিয়ে মুখ্যমন্ত্রী যেখানে উন্নয়নে গতি আনতে বলছেন, প্রশাসনের উপর থেকে নিচুতলা পর্যম্ত সঠিক সমন্বয় গড়ে কর্মসংস্কৃতি ফিরিয়ে আনায় জোর দিচ্ছেন, সেখানে হাওড়ার এই হাল দেখে তিনি যে কিছুটা বিরক্ত, জেলার অফিসারদের একাংশও তা মানছেন। সোমবার হাওড়ার নিউ কালেক্টোরেট ভবনের ‘পথের দাবি’ সভাগৃহে আয়োজিত প্রশাসনিক বৈঠকে একশো দিনের কাজ সম্পর্কে এই তথ্য জানার পরে অফিসারদের উদ্দেশে মুখ্যমন্ত্রী প্রশ্ন ছুড়ে দেন, “কেন এত সময় নষ্ট হল? কেন সময়ে শেষ হল না? উলুবেড়িয়ায় সুযোগ থাকলেও কাজ হল না কেন? কোথায় অসুবিধে?” সরকারি সূত্রের খবর: মুখ্যমন্ত্রী এ দিন আধিকারিকদের মূলত যে বার্তা দিয়েছেন, তা হল: বসে থাকলে চলবে না।
বিস্তারিত...
দিনেদুপুরে ব্যাঙ্কের গাড়ি থেকে লুঠ ২০ লক্ষ
রাজা বন্দ্যোপাধ্যায় • হলদিবাড়ি
ব্যাঙ্কের গাড়ি থেকে ২০ লক্ষ টাকা লুঠ করে পালাল দুষ্কৃতীরা। নিরাপত্তা রক্ষী ছাড়াই গাড়িটি সেন্ট্রাল ব্যাঙ্কের জলপাইগুড়ির সদর অফিস থেকে হলদিবাড়ির শাখা কার্যালয়ে যাচ্ছিল। সোমবার সকাল ১১টা নাগাদ ঘটনাটি ঘটে জলপাইগুড়ির কোতোয়ালি থানার সর্দারপাড়ায়। ওই ব্যাঙ্কের হলদিবাড়ি শাখার ম্যানেজার সুবীর চক্রবর্তী বলেন, “আমাদের নিয়ম অনুযায়ী ২০ লক্ষ টাকা পর্যন্ত আনা-নেওয়া করার ক্ষেত্রে নিরাপত্তা রক্ষী রাখা হয় না। তার চেয়ে বেশি পরিমাণের টাকা হলে এক জন সশস্ত্র নিরাপত্তা রক্ষী রাখা হয়। এ দিন সেভাবেই টাকা আনা হচ্ছিল।” পুলিশ অবশ্য ব্যাঙ্ক-কর্তৃপক্ষের যুক্তিতে সন্তুষ্ট হতে পারেনি। জলপাইগুড়ির পুলিশ সুপার সুগত সেন বলেন, “দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলছে। নিরাপত্তা রক্ষী ছাড়া এ ভাবে টাকা নিয়ে যাওয়া হচ্ছিল কেন, সেটাও খতিয়ে দেখা হচ্ছে।” যে গাড়িতে টাকা নিয়ে যাওয়া হচ্ছিল তার চালককে পুলিশ জেরা করছে। পাশাপাশি, লুঠের পিছনে অসমের কোনও জঙ্গি সংগঠনের হাত রয়েছে কি না, তা-ও পুলিশ তদন্ত করে দেখছে।
বিস্তারিত...
সঙ্কটের জঙ্গলমহলে শিশুমনের অন্য ভুবন
কিংশুক গুপ্ত • ঝাড়গ্রাম
পরিস্রুত পানীয় জলের ব্যবস্থা নেই। নেই বিদ্যুৎ-সংযোগ। আছে বলতে সর্বশিক্ষা মিশনের টাকায় তৈরি স্কুলভবন। সেখানে পড়ে ৮৩ জন খুদে। যাদের বাবা-মায়েরা কেউ কাগজ কুড়োন, কেউ পরিচারিকার কাজ করেন। কেউবা দিনমজুর। পরিশ্রমের কাজ করতে করতে হাতের তালু কঠিন হয়েছে অভিভাবকদের। কিন্তু তাঁদের সন্তানদের অপটু নরম হাতের স্পর্শে প্রাণ পেয়েছে ‘শিশুমন’। প্রাথমিক স্কুলের দেওয়াল পত্রিকাটির অভিনবত্ব এখানেই। লেখক থেকে সম্পাদক-সবই খুদেরা। লেখাগুলি কম্পিউটরে টাইপ করে সুদৃশ্য দেওয়াল পত্রিকাটি তৈরি করেছেন অবশ্য শিক্ষকেরা। ঝাড়গ্রাম পুর-শহরের ১২ নম্বর ওয়ার্ডের সত্যবান পল্লি এলাকার ‘রবীন্দ্রনাথ প্রাথমিক বিদ্যালয়’টি আর পাঁচটা প্রাথমিক স্কুলের মতোই সরকারি অনুমোদনপ্রাপ্ত স্কুল। পড়ুয়াদের কৃতিত্বকে কুর্নিশ জানাতে সোমবার স্কুলে উপস্থিত হন ঝাড়গ্রাম পশ্চিম চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক (প্রাথমিক) শুভাশিস মিত্র। এ দিন দেওয়াল পত্রিকাটির আনুষ্ঠানিক প্রকাশ করেন তিনিই। শুভাশিসবাবু বলেন, “শিশু-পড়ুয়াদের সৃজনাত্মক ভাবনা-চিন্তার ক্ষেত্র তৈরির এই উদ্যোগ প্রশংসনীয়।
বিস্তারিত...
পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ
উঠল এ বার বাদুড়িয়ায়
নিজস্ব সংবাদদাতা • বাদুড়িয়া
বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতি-সহ নানা অপরাধমূলক কাজ বাড়ছে। অথচ, পুলিশ নিষ্ক্রিয় বলে অভিযোগ তুলেছেন বাদুড়িয়ার বাসিন্দারা। রবিবার গভীর রাতে কাটিয়াহাটের একটি কালীমন্দিরের তালা ভেঙে ঢুকে প্রতিমার বহু অলঙ্কার চুরি করে পালায় দুষ্কৃতীরা। এই নিয়ে গত কয়েক মাসে তিন বার চুরি হল ওই কালীমন্দিরে। শনিবারই যদুরআটি পঞ্চায়েতের পান্তিপাড়ায় স্বর্ণ ব্যবসায়ী মানিক কর্মকারের দোকানে ঢুকে দুষ্কৃতীরা অলঙ্কার-সহ নগদ টাকা লুঠ করে। বাধা দিতে গিয়ে গুলিবিদ্ধ হন মানিকবাবু। তিনি এখনও হাসপাতালে চিকিৎসাধীন। ধরা পড়েনি দুষ্কৃতীরা। উদ্ধার করা যায়নি খোয়া যাওয়া অলঙ্কার বা টাকা। এক দিন পরেই ফের চুরির ঘটনা কাটিয়াহাটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রাচীন ওই কালীমন্দিরের পুরোহিত দীপক বন্দ্যোপাধ্যায় সোমবার ভোরে মন্দিরে পুজোর আয়োজন করতে এসে দেখেন, দরজার তালা ভাঙা। প্রতিমার সমস্ত গয়না উধাও। পুজোর অন্যান্য সরঞ্জাম-সহ প্রণামীর বাক্সটিও গায়েব। ওই মন্দিরের কাছেই একটি পুলিশ ফাঁড়ি রয়েছে। তা সত্ত্বেও চুরির ঘটনায় ক্ষুব্ধ বাসিন্দারা।
বিস্তারিত...
ছাত্র সংগঠনের অনুষ্ঠানের
জন্য বন্ধ রাখা হল কলেজ
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ
ছাত্র পরিষদের সেমিনার উপলক্ষে কলেজ বন্ধ ছিল গত মঙ্গলবার। সোমবার কলেজ বন্ধ রইল তৃণমূল ছাত্র পরিষদের অনুষ্ঠানের জন্য। দুই ছাত্র সংগঠনের আবদার মেনে রীতিমতো নোটিস দিয়ে জঙ্গিপুর কলেজের অধ্যক্ষ কলেজ ছুটি ঘোষণা করেছেন। তার প্রতিবাদ করেছেন কলেজ পরিচালন সমিতি থেকে কলেজ ছাত্র সংসদ সকলেই। কলেজ পরিচালন সমিতির সভাপতি সোমনাথ সিংহ রায় বলেন, “পঠনপাঠন ও কাজকর্ম শিকেয় তুলে এ ভাবে ছাত্র সংগঠনের প্রয়োজনে কলেজ অচল করা কখনও সমর্থন করা যায় না। কলেজে যা চলছে তা এক কথায় ডামাডোল ছাড়া কিছু না।” ওই কলেজের এসএফআই পরিচালিত ছাত্র সংসদের সম্পাদক দেবাশিস রায় বলেন, “দু’টি ছাত্র সংগঠনই বহিরাগতদের নিয়ে কলেজে অনুষ্ঠান করেছে। এ ধরনের অনুষ্ঠান করার জন্য শহরে অনেক জায়গা রয়েছে। এ ভাবে পঠনপাঠন বন্ধ রাখা যায় না।” তাঁর দাবি, “তা ছাড়া সোমবার প্রথম বর্ষের ফলাফল প্রকাশ হয়েছে। কলেজ বন্ধ থাকায় ওই ফল হাতে পায়নি ছাত্রছাত্রীরা।”
বিস্তারিত...
স্কুল নির্বাচনে দাপট কংগ্রেস-তৃণমূল জোটের
নিজস্ব সংবাদদাতা • বনগাঁ ও বসিরহাট
রবিবার উত্তর ২৪ পরগনার ১২টি স্কুলে নির্বাচনে সবকটিতেই হেরে গিয়েছে বামেরা। এ দিন সর্বত্রই নিবার্চনকে ঘিরে উত্তেজনা ছিল। ফলে গণ্ডগোলের আশঙ্কায় প্রশাসনের তরফে ব্যাপক পুলিশি ব্যবস্থা রাখা হয়েছিল। বনগাঁ মহকুমার গোপালনগর গিরিবালা বালিকা বিদ্যালয়ের নির্বাচন নিয়ে এ দিন সকাল থেকেই সাজ সাজ রব পড়ে যায়। বস্তুত, সিপিএম এবং তৃণমূল, দু’পক্ষের কাছেই এই স্কুলের নির্বাচন সম্মানের বিষয় হয়ে দাঁড়িয়েছিল। বহু বছর ধরেই স্কুলের দখল ছিল বামেদের হাতে। এই এলাকায় বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাসের বাড়ি হওয়ায় তৃণমলের তরফে লাগাতর প্রচার চালানো হয়। আসন ধরে রাখতে প্রচারে কোনও খামতি ছিল না বামেদেরও। যদিও শেষ পর্যন্ত শেষ হাসি হাসে তৃণমূল। ৬-০ ব্যবধানে ভোটে জিতে ক্ষমতা দখল করে তারা। হাবরার লক্ষ্মীপুরের স্বামীজি সেবা সঙ্ঘ হাইস্কুলের নির্বাচনে কংগ্রেস-তৃণমূল জোটের প্রার্থীরা জয়ী হয়। তৃণমূল ৫টি এবং কংগ্রেস ১টি আসন পায়। বামেরা একটিও আসন পায়নি। এখানে ভোটের ফল ঘোষণার পরে সিপিএম এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষ বাধে।
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
কোচবিহারে সিপিএমের
জোনাল সম্মেলন,
ফব’কে তুলোধোনা
বাম আমলে হাজার কোটি টাকার জমি দখল,
নালিশ গৌতমের
দক্ষিণবঙ্গ
অবর বিদ্যালয়
পরিদর্শককে ঘেরাও করে
বিক্ষোভ শিক্ষকদের
অসুস্থ শিশুর জন্য টাকা দিয়ে হাসপাতালে পাঠালেন হকার
বর্ধমান
মজুরি বৃদ্ধি নিয়ে সিপিএম-তৃণমূল বিবাদ কালনায়
ছাত্রকে নির্যাতন, দুর্গাপুরের স্কুলে অভিযুক্ত শিক্ষিকা
পুরুলিয়া
একাধিক রুটের বাস
আটকানোর অভিযোগ
তৃণমূল নেতা খুনে ধৃত
দুই সিপিএম কর্মী
মুর্শিদাবাদ
বিশ্ববিদ্যালয়ে পাশের
হার কমল পার্ট ১-এ
সুতিতে বেহাল রাজ্য সড়ক
সারানোর দাবিতে অবরোধ
মেদিনীপুর
সিপিএমের ৬টি এলসি-তে নতুন সম্পাদক
দলের পুরবোর্ডের বিরুদ্ধে আন্দোলনে তৃণমূলের সংগঠন
কলকাতা
৩০.৩ /১৬.৬
আজকের দিনে
• ১৯৯৩:
শিল্পপতি
জে আর ডি টাটার মৃত্যু।
সাপ্তাহিক ক্রোড়পত্র
আজকের জন্য
প্রতি মাসের ২১ তারিখে কলকাতার কথকতা নিয়ে
কোস্টা রিকার মতো একটা ছোট্ট দেশ ঘুরতে গিয়ে সেখানকার স্থানীয় খাদ্য সম্ভারের দিকে তাকালে অবাক হয়ে যেতে হয়!
‘খানাতল্লাশি’
তে এ বার সেই আশ্চর্য খাদ্য ভাণ্ডারের হদিশ। সঙ্গে বাঙালির আদরের শীত-খাবার ‘পিঠে’ হাজির
‘আপনার রান্নঘর’
-এ। মাঝমাসের হাওয়াবদলে অন্য খবরের ডালি সাজিয়ে রইল
‘সংবাদের হাওয়াবদল’
।
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.