কল্যাণী বিশ্ববিদ্যালয়ের পাশের হার কমেছে। সোমবার বিএ, বিএসসি, বিকম পার্ট-১ অনার্স, পাশ ও মেজর কোর্সের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। গত বারের তুলনায় বিকম অনার্সের ফল ভাল হলেও বিকম জেনারেল কোর্সের পাশের হার গত বারের তুলনায় কমেছে। সেই সঙ্গে পাশের হার কমেছে বিএসসি এবং বিএ অনার্স-পাশকোর্সেও। বিএ এবং বিএসসি মেজর কোর্সেও একই হাল। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক বিমলেন্দু বিশ্বাস বলেন, “বিকম অনার্স ছাড়া সব ক্ষেত্রেই গত বারের তুলনায় এ বছর পাশের হার অনেকটাই কমেছে। |
কয়েক দিনের মধ্যেই আন্ডার গ্র্যাজুয়েট কাউন্সিলের বৈঠকে পাশের হার কমার কারণ খতিয়ে দেখা হবে।” এ বছর বিএ, বিএসসি, বিকম পার্ট-১ পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭২ হাজার ৩৭৯ জন। গত ১২ অগস্ট পার্ট-১ লিখিত পরীক্ষা শুরু হয় এবং প্র্যাকটিক্যাল পরীক্ষা শেষ হয় ২৬ অগস্ট। এবছর বিএসসি অনার্সে ৮২.৪৮%, বিকম অনার্সে ৮৮.৭৮%, বিএ অনার্সে ৮৮.০২% পাশ করেছে। গত বছর অবশ্য বিএসসি অনার্সে ৮৩.৫৪%, বিএ অনার্সে ৯২.১৬% পাশ করে। এবছর বিএসসি পাশকোর্সে ৬৫.৪৯%, বিকম পাশকোর্সে ৫৬.৬৬%, বিএ পাশকোর্সে ৬৭.৬৭% পাশ করে। গত বছর ওই পাশের হার ছিল যথাক্রমে বিএসসি পাশকোর্সে ৬৭.৭৯%, বিকম পাশকোর্সে ৫২.৫৪%, বিএ পাশকোর্সে ৭৮.৯৫%। বিএ এবং বিএসসি মেজর কোর্সে এবছর পাশের হার ৬৯.৮২%, যা গত বছর ছিল ৮৪.৯১%। |