উত্তরবঙ্গ |
দিনেদুপুরে ব্যাঙ্কের গাড়ি থেকে লুঠ ২০ লক্ষ |
|
রাজা বন্দ্যোপাধ্যায়, হলদিবাড়ি: ব্যাঙ্কের গাড়ি থেকে ২০ লক্ষ টাকা লুঠ করে পালাল দুষ্কৃতীরা। নিরাপত্তা রক্ষী ছাড়াই গাড়িটি সেন্ট্রাল ব্যাঙ্কের জলপাইগুড়ির সদর অফিস থেকে হলদিবাড়ির শাখা কার্যালয়ে যাচ্ছিল। সোমবার সকাল ১১টা নাগাদ ঘটনাটি ঘটে জলপাইগুড়ির কোতোয়ালি থানার সর্দারপাড়ায়।
ওই ব্যাঙ্কের হলদিবাড়ি শাখার ম্যানেজার সুবীর চক্রবর্তী বলেন, “আমাদের নিয়ম অনুযায়ী ২০ লক্ষ টাকা পর্যন্ত আনা-নেওয়া করার ক্ষেত্রে নিরাপত্তা রক্ষী রাখা হয় না। তার চেয়ে বেশি পরিমাণের টাকা হলে এক জন সশস্ত্র নিরাপত্তা রক্ষী রাখা হয়। |
|
নিজস্ব সংবাদদাতা, কোচবিহার: লোকাল সম্মেলনের প্রতিবেদনে শরিকদলের সমালোচনা নিয়ে কোচবিহারে বাম অনৈক্য প্রকাশ্যে আসায় জোনাল সম্মেলনের প্রতিবেদনে নাম না-করে ফরওয়ার্ড ব্লকের তুলোধোনা করল সিপিএম। ফরওয়ার্ড ব্লকের প্রধানদের সরাসরি কংগ্রেস ও তৃণমূল সমর্থিত পঞ্চায়েত প্রধান বলে তোপ দাগা হয়েছে। রবিবার দিনহাটার নৃপেন্দ্রনারায়ণ স্মৃতি পাঠাগারে সিপিএমের দিনহাটা-১ জোনাল কমিটির সম্মেলন হয়। |
কোচবিহারে সিপিএমের
জোনাল সম্মেলন,
ফব’কে তুলোধোনা |
|
টুকরো খবর |
|
শিলিগুড়ি-জলপাইগুড়ি |
বাম আমলে হাজার
কোটি টাকার জমি দখল,
নালিশ গৌতমের |
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি: বামেদের আমলে ফুলবাড়ি, ডাবগ্রাম এলাকায় বহু সরকারি জমি বেদখল হয়ে গিয়েছে বলে অভিযোগ করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। সোমবার শিলিগুড়িতে এক সাংবাদিক বৈঠকে ওই অভিযোগ করেন তিনি। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর অভিযোগ, “ফুলবাড়ি এবং ডাবগ্রাম এলাকায় বহু সরকারি জমি দখল হয়ে গিয়েছে। টাকার অঙ্কে সেই জমির দাম ১ হাজার কোটি ছাড়িয়ে যাবে। সে সব অনেক ক্ষেত্রে জমির দলিল, মিউটেশনের পাকা নথি অবৈধ ভাবে তৈরি করা হয়েছে। সরকারি দফতরগুলির আধিকারিকদের একাংশ যুক্ত না থাকলে এমন হওয়ার কথা নয়। পূর্বতন সরকারের আমলেই এসব হয়েছে। সমস্ত জমি উদ্ধারের প্রক্রিয়া শুরু হয়েছে।” |
|
নিলয় দাস, দলগাঁও (বীরপাড়া): দিনের বেলা সব কিছু স্বাভাবিক থাকলেও রাতে ভূতের ভয়ে আতঙ্কিত হয়ে পড়ছেন দলগাঁও চা বাগানের বাসিন্দারা। তারকেশ্বর লোহারের পরিত্যক্ত ওই বাড়ি থেকে না কি নানা রকম শব্দ ভেসে আসে। গভীর রাতে বাগানের কয়েকজন না কি তা শুনেছেন। বিষয়টি মুখে মুখে ছড়াতে রাতের অন্ধকারে তারকেশ্বরের বাড়ির পাশের পথ মাড়ান না বহু বাসিন্দা। |
পোড়া ঘর নিয়ে
গল্প দলগাঁওয়ে |
|
টুকরো খবর |
|
|