টুকরো খবর
বিক্ষোভ, অবরোধ
তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে গণ্ডগোলের জেরে ২ ঘণ্টা ফালাকাটা-ধূপগুড়ি পূর্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন একদল এসএফআই সমর্থক। সোমবার দুপুর ১ টা থেকে ধূপগুড়ি কলেজের সামনে এই অবরোধের জেরে নাকাল হতে হয় বাস যাত্রীদের। পুলিশ গিয়ে পরে ছাত্র সংসদের তালা খোলার ব্যবস্থা করলে অবরোধ তুলে নেন এসএফআই সমর্থকরা। ধূপগুড়ি থানার আইসি সুভাষ প্রধান বলেন, “কলেজের ভেতর ছাত্র সংগঠনের বিবাদকে কেন্দ্র করে ওই অবরোধ শুরু হয়। পুলিশ গিয়ে সকলকে শান্ত করে অবরোধ তুলে দেয়। দুপক্ষকে নিয়ে কর্তৃপক্ষ খুব শীঘ্র বসে সমস্যা মিটিয়ে নেবে।” এসএফআইয়ের অভিযোগ, কয়েক মাস ধরে এসসি ও এসটি ছাত্রছাত্রীরা ভাতার টাকা পাচ্ছেন না। প্রতিবাদে এসএফআই পরিচালিত ছাত্র সংসদের পক্ষে কলেজের দেওয়ালে পোস্টার দিয়ে প্রতিবাদ জানানো হয়। সোমবার বেলা ১১টা নাগাদ প্রতিবাদ মিছিল বের করা হলে একদল তৃণমূল ছাত্র পরিষদ কর্মী ও সমর্থক হামলা চালায় বলে অভিযোগ। ওই ঘটনায় এক এসএফআই সমর্থক অল্পবিস্তর জখম হয় বলে অভিযোগ। তৃণমূল ছাত্র পরিষদ সমর্থকেরা এর পরে সংসদ অফিসে তালা ঝুলিয়ে ঝাণ্ডা লাগিয়ে দেন বলে অভিযোগ। তার পরেই শুরু হয় রাস্তা অবরোধ।

অভিযুক্ত বিধায়ক
পাওয়ার গ্রিডের সাব স্টেশনের জন্য জমি অধিগ্রহণে আলিপুরদুয়ারের কংগ্রেস বিধায়ক উদ্যোগী হয়েছেন অভিযোগ করে আন্দোলনে নামলেন মরিচবাড়ি ও পাকুড়িতলার বাসিন্দারা। পাওয়ার গ্রিডকে জমি দিতে অস্বীকার করে ইতিমধ্যেই ওই কৃষকেরা আন্দোলনে নেমেছেন। তাঁদের দাবি, রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জোর করে জমি নেওয়া হবে না বলে তাঁদের আশ্বাস দেন। তার পরেও আলিপুরদুয়ারের বিধায়ক প্রভাব খাটিয়ে জমি অধিগ্রহণে উদ্যোগী হন। ভূমিরক্ষা কমিটির সহ সভাপতি দীনেশ দাস বলেন, “ফের লাগাতার আন্দোলনে নামব। কিন্তু তিন ফসলি জমি দেব না।” বিধায়ক দেবপ্রসাদ রায় এই প্রসঙ্গে বলেন, “আমি শুনেছি, স্থানীয় কৃষকেরা বিঘা প্রতি ১০ লক্ষ টাকা পেলে জমি দিতে রাজি। তবে জমি অধিগ্রহণ হবে কিনা তা কৃষক ও পাওয়ার গ্রিডের বিষয়। প্রভাব খাটানোর প্রশ্নই ওঠে না।”

এসডিও’র নির্দেশ
এডস আক্রান্ত কিশোরকে মহকুমা হাসপাতালে ভর্তির জন্য পুলিশকে নির্দেশ দিলেন আলিপুরদুয়ারের মহকুমাশাসক। মহকুমাশাসক অমলকান্তি রায় বলেন, “কিছু দিন আগে আলিপুর দুয়ার ১ ব্লকের বাসিন্দা বছর পনেরোর লক্ষ্মণ সরকার কাকার বাড়ি থেকে চলে আসে। তাকে এ দিন আলিপুরদুয়ার মহকুমা হাসপাতালে পাঠানোর নির্দেশ দিয়েছি। দিন সাতেকের মধ্যে তাকে কলকাতার হোমে পাঠানোর ব্যবস্থা করা হবে।” আলিপুরদুয়ার অভিভাবক মঞ্চের সম্পাদক ল্যারি বসু বলেন, “লক্ষ্মণের বাবা-মা এডস আক্রান্ত হয়ে কয়েক বছর আগে মারা যান। লক্ষ্মণ আত্মীয়ের বাড়িতে থাকতে চায়নি। মহকুমাশাসকের কোর্টে তাকে তোলা হলে তার কাকা কাকিমা ও দুটি স্বেচ্ছাসেবী সংগঠন দায়িত্ব নিতে চায়। লক্ষ্মণ কারও সঙ্গে যেতে না চাওয়ায় মহকুমাশাসক তাকে হাসপাতালে পাঠিয়ে দেন।”

সম্মতিক্রমে চেয়ারম্যান
শিলিগুড়ি পুরসভার ৩ নম্বর বরো কমিটির চেয়ারম্যান হলেন নিখিল সাহানি। সোমবার পুরসভায় ওই বরো কমিটির চেয়ারম্যান নির্বাচন হয়। নিখিলবাবু ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। ৩ নম্বর বরোর অধীনে রয়েছে ১৬-২৪ নম্বর ওয়ার্ড এবং ২৮ নম্বর ওয়ার্ডটি। যার মধ্যে তৃণমূলের দখলে রয়েছে ৪ টি ওয়ার্ড কংগ্রেস ৩ টি এবং বামেদের ৩টি। এ দিন তৃণমূল কাউন্সিলর অলক ভক্ত বরো কমিটির চেয়ারম্যান পদে নিখিলবাবুর নাম প্রস্তাব করেন। তাঁকে সমর্থন করেন কৃষ্ণ পাল। কংগ্রেসও তা মেনে নিয়েছে। তাঁরা কোনও প্রার্থী দেয়নি। বামেরাও প্রার্থী না দিলে সর্বসম্মতিক্রমে নিখিলবাবু চেয়ারম্যান বলে ঘোষণা করেন এ দিন নির্বাচন পরিচালনায় প্রিসাইডিং অফিসারের দায়িত্বে থাকা কাউন্সিলর তপন দত্ত। এ দিন বরো কমিটির চেয়ারম্যান নির্বাচনে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। তিনি ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আজ, মঙ্গলবার ৫ নম্বর বরো কমিটির চেয়ারম্যান নির্বাচন হবে।

শতাধিক কংগ্রেসে
মহিলা তৃণমূল কংগ্রেস নেত্রী-সহ বাগডোগরার গোয়ালা বস্তি, ভুজিয়াপানি, স্ট্যালিন নগর-সহ বেশ কয়েকটি এলাকার প্রায় শতাধিক সমর্থক কংগ্রেসে যোগ দিলেন। সোমবার বাগডোগরায় আয়োজিত এক অনুষ্ঠানে ওই দলবদল হয়। দলত্যাগীদের হাতে কংগ্রেসের পতাকা তুলে দেন মাটিগাড়া-নকশালবাড়ি কেন্দ্রের বিধায়ক শঙ্কর মালাকার ও অঞ্চল কংগ্রেস সভাপতি অমিতাভ সরকার। দলত্যাগীদের নেত্রী প্রাক্তন অঞ্চল মহিলা তৃণমূল সভানেত্রী অনিতা সরকার অভিযোগ করেন, “এলাকার তৃণমূল নেতারা ভোটের পরে সাধারণ মানুষের কথা ভুলে যান। গত সেপ্টেম্বরে আমাদের সমর্থকদের কয়েকজনকে পুলিশ চাঁদা তোলার অভিযোগে ধরলে নেতারা পাশে দাঁড়াননি। বরং কংগ্রেসের নেতারা পাশে দাঁড়িয়েছেন।” নকশালবাড়ি ব্লক তৃণমূল সভাপতি গৌতম কীর্তনীয়া বলেন, “চাঁদা তোলার অভিযোগে পুলিশ কাউকে ধরলে পাশে দাঁড়াব না। এটা দলের সিদ্ধান্ত। অনিতা দেবীকে সেপ্টেম্বরেই দল থেকে বার করে দেওয়া হয়।”

৩ থেকে ৭ নাট্যমেলা
পশ্চিমবঙ্গ নাট্য অ্যাকাডেমির উদ্যোগে শিলিগুড়িতে নাট্যমেলার আয়োজন করা হয়েছে। ৩-৭ ডিসেম্বর দীনবন্ধু মঞ্চে ওই নাট্যমেলা হবে। কলকাতা নাট্যমেলার অংশ হিসাবে জেলাস্তরে এই অনুষ্ঠান এ বারই প্রথম। বাছাই করা ৭টি নাটক দেখার সুযোগ পাবেন উৎসাহীরা। অনুষ্ঠানের উদ্বোধন করবেন নাট্য ব্যক্তিত্ব হরিমাধব মুখোপাধ্যায়। সোমবার সাংবাদিক বৈঠকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব বলেন, “মানবসম্পদ উন্নয়নের লক্ষ্যে সংস্কৃতি, খেলার উপরে জোর দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গ নাট্য অ্যাকাডেমির উদ্যোগে প্রথম জেলায় নাট্যমেলা হচ্ছে। রাজ্য তথা দেশের জনপ্রিয় কিছু নাটক দেখতে পাবেন উৎসাহীরা।” প্রবেশ অবাধ হলেও আগে থেকে অমন্ত্রণপত্র দীনবন্ধু মঞ্চ থেকে সংগ্রহ করতে হবে।

বিশ্ববিদ্যালয়ে ঘেরাও ৯ ঘণ্টা
পরীক্ষার মধ্যে ছাত্র সংসদের নির্বাচন না করার দাবিতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে ৯ ঘন্টা ঘেরাও করে বিক্ষোভ দেখাল তৃণমূল ছাত্র পরিষদ। সোমবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ঘটনাটি ঘটেছে। পরে সমস্যার কথা স্বীকার করে আগামী ৩০ নভেম্বর ফ্যাকাল্টি কাউন্সিল এবং নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা কমিটির বৈঠক ডেকে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে ঘেরাও তোলা হয়। তাঁদের অভিযোগ, শনিবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘোষণা করেন ১৫ ডিসেম্বর ছাত্র সংসদের নির্বাচন হবে। তার প্রক্রিয়া অন্তত ৭ দিন আগে থেকে শুরু হবে। তৃণমূল ছাত্র পরিষদের দার্জিলিং জেলা সভাপতি নির্ণয় রায় বলেন, “৫-৩০ ডিসেম্বর পর্যন্ত এমসিএ বিভাগের পরীক্ষা চলবে। তার মধ্যে নির্বাচন প্রক্রিয়া হলে সমস্যা হবে। তাই নির্বাচন পরীক্ষার পর করার দাবি জানানো হয়েছে।” বিষয়টি উচ্চ শিক্ষামন্ত্রী এবং উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকেও তারা মঙ্গলবার জানাবেন। তা ছাড়া আগামী ৪ ডিসেম্বর থেকে প্রথম সেমিস্টারের পরীক্ষা শুরু। অথচ প্রথম সেমিস্টারে এখনও ছাত্রছাত্রী ভর্তির প্রক্রিয়া সম্পন্ন হয়নি। তাই ওই প্রক্রিয়া সম্পন্ন করতে দাবিও তোলেন তাঁরা।

নির্বিঘ্নেই সম্মেলন কাটল সিপিএমের
সুকনায় বাধা পেলেও দার্জিলিং পাহাড়ে কড়া পুলিশ পাহারায় কমিউনিটি হলে নির্বিঘ্নেই জোনাল সম্মেলন করল সিপিএম। সোমবার দলের বিজনবাড়ি-দার্জিলিং জোনাল কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয় গোখের রংডং এলাকায়। দলীয় সূত্রের খবর, সম্মেলনে শতাধিক প্রতিনিধির ভিড় হয়। তাতে কিছুটা হলেও স্বস্তির নিশ্বাস ফেলেছেন দার্জিলিং জেলা সিপিএম নেতৃত্ব। সিপিএমের দার্জিলিং জেলা কমিটির অন্যতম সদস্য অশোক ভট্টাচার্যও ওই বৈঠকে উপস্থিত ছিলেন। তিনি জানান, পাহাড়ের বর্তমান পরিস্থিতিতে সব মিলিয়ে ৯৯ জন প্রতিনিধি সম্মেলনে উপস্থিত থাকবেন বলে ধারণা করা হয়েছিল। কিন্তু বাস্তবে তার চেয়েও বেশি প্রতিনিধিরা উপস্থিত হন। সে জন্য বাইরে মাইক লাগিয়ে দেওয়া হয়। সম্মেলনে নেতাদের বক্তৃতা শুনতে স্থানীয় মোর্চা সমর্থকদের একাংশও ভিড় করেন বলে সিপিএম নেতাদের দাবি। ওই সম্মেলনে উপস্থিত ছিলেন দার্জিলিংয়ের রাজ্যসভার সাংসদ সমন পাঠক, দার্জিলিং জেলা সিপিএমের সম্পাদকমণ্ডলীর সদস্য জীবেশ সরকার ও কেবি ওয়াটার। বিএল সুব্বাকে ফের জোনাল সম্পাদক মনোনীত করে ২৫ জনের কমিটি গঠন করা হয়। অশোকবাবু বলেন, “পাাহড়ে জাতিগত প্রশ্নে নানা আলোচনা হচ্ছে। তা নিয়ে সমস্যাও রয়েছে। সেক্ষেত্রে আমাদের দলের কী করণীয় তা নিয়ে আলোচনা হয়। বৈঠক ফলপ্রসূ হওয়ায় আমরা খুশি।” রবিবার সুকনার চামটা ফরেস্ট বস্তিতে কার্শিয়াং-মিরিক জোনাল কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুমতি না নিয়ে বস্তির কমিউনিটি হলে সভার আয়োজন করেন সিপিএম নেতৃত্ব। স্থানীয় মোর্চা সমর্থকরা তা নিয়ে অভিযোগ তুলে সরব হন। মোর্চা ও সিপিএম সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়ালে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে এলাকার নেত্রী দীপা ছেত্রীর বাড়ির উঠোনে ওই সভা করে সিপিএম।

দুই চালকের মারপিট, জট
দুই চালকের হাতাহাতির জেরে আধ ঘন্টার জন্য অবরুদ্ধ হয়ে পড়ল ৩১ নম্বর জাতীয় সড়ক। সোমবার সকালে ঘটনাটি ঘটে বাগডোগরা থানার বুড়ি বালাসন সেতুর কাছে। পরে পুলিশ গিয়ে দুই পক্ষকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুই পক্ষকেই বাগডোগরায় থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল সাড়ে ৯টা নাগাদ একটি বেসরকারি বসের সঙ্গে সেনাবাহিনীর একটি ট্রাকের ধাক্কা লাগে। দুই গাড়ির চালকের মধ্যে হাতাহাতি শুরু হয়। সেনাবাহিনীর কয়েকজন জওয়ান ওই বেসরকারি গাড়ির চালককে মারধর করেন বলে অভিযোগ। ক্ষুব্ধ বেসরকারি বাসের চালকরা রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে অবরোধ করে দেয়। প্রায় আধ ঘন্টা ধরে অবরোধ চলার পুলিশ দুই পক্ষকে নিয়ে থানায় যায়। দুটি মামলা দায়ের করা হয়েছে।

বধূহত্যায় গ্রেফতার ২
অগ্নিদগ্ধ হয়ে গৃহবধূ মৃত্যুর ঘটনায় শ্বশুর সহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে নকশালবাড়ি থানার ঢাকনাজোত থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, মৃতার নাম পিঙ্কি শীল (২১)। ধৃতদের নাম প্রবীণ শীল এবং বিমল শীল। মূল অভিযুক্ত মৃতার স্বামী বৈদ্যনাথ সহ ৩ জনকে খুঁজছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাস পাঁচেক আগে বিহারের ঠাকুরগঞ্জের গুঞ্জরমারি এলাকার তরুণী পিঙ্কির সঙ্গে বিয়ে হয় বৈদ্যনাথের। বিয়ের পর থেকে পণের দাবিতে স্বামী সহ শ্বশুর বাড়ির লোকেরা পিঙ্কির উপরে অত্যাচার চালায় বলে অভিযোগ। সহ্য করতে না পেরে শনিবার নিজের শোওয়ার ঘরে শরীরে আগুন দিয়ে তিনি আত্মহত্যা করেন বলে প্রাথমিক ভাবে জানতে পেরেছে। ওই ঘটনায় পুলিশ একটি আত্মহত্যায় প্ররোচণার মামলা রুজু করেছে।

আন্দোলন
পিএফের বকেয়া ২৫ লক্ষ টাকা মেটানোর দাবিতে বেলগাছি বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে আন্দোলনে নামল আইএনটিইউসি। সোমবার সংগঠনের পক্ষ থেকে চা বাগান কর্তৃপক্ষকে স্মারকলিপি দেওয়ার পাশাপাশি বিক্ষোভ দেখানো হয়। শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বাগানের শ্রমিকদের পি এফ বাবদ টাকা মেটানো হচ্ছে না। গ্রাচুইটির টাকা পাচ্ছেন না শ্রমিকেরা। শ্রমিকদের জ্বালানি থেকে অন্যান্য সুবিধেও দেওয়া হচ্ছে না। এলাকার শ্রমিক নেতা লদিন রায় জানান, মালিকপক্ষ ডিসেম্বরের মধ্যে সমস্যা মেটানোর ব্যাপারে তাঁদের আশ্বাস দিয়েছেন। দাবি আদায়ের জন্য লাগাতার আন্দোলন চালিয়ে যাবেন তাঁরা। এই ব্যাপারে নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তথা কংগ্রেস নেতা সুনীল ঘোষ জানান, চা বাগান কর্তৃপক্ষ ডিসেম্বরে সমস্যা মেটানোর আশ্বাস দিয়েছেন।

গ্রেফতার দুই দুষ্কৃতী
মহিলার গলা থেকে সোনার হার ছিনিয়ে নিয়ে পালানোর সময়ে দুই দুষ্কৃতীকে হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দিলেন গ্রামবাসীরা। সোমবার সকালে ঘটনাটি ঘটে ডুয়ার্সের শামুকতলা থানার টটপাড়া যশোডাঙা এলাকায়। ধৃতদের কাছ থেকে একটি মোটর বাইকও আটক করা হয়েছে। ধৃতদের নাম মনিউল হক ও সুকুল আলি মণ্ডল। ধৃতদের বাড়ি অসমে। সকালে এলাকার বাসিন্দা সবিতা রায় মেয়েকে নিয়ে অটোয় টটপাড়ায় ফিরছিলেন। অটো থেকে তিনি নামতেই ওই দুই যুবক মোটর বাইক চালিয়ে তাদের সামনে আসে এবং সবিতা দেবীর গলা থেকে হার ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। ওই মহিলা চিৎকার শুরু করলে আশপাশের বাসিন্দারা ছুটে গিয়ে তাদের ধরে ফেলেন। মারধর করে তাদের পুলিশের হাতে তুলে দেন বাসিন্দারা। ধৃতদের কাছ থেকে উদ্ধার করা মোটর বাইকটি চোরাই কি না তাও খতিয়ে দেখছে পুলিশ।

ভ্যান-বোঝাই গাঁজা
বস্তা ভর্তি গাঁজা-সহ এক রিকশা ভ্যান চালককে আটক করল পুলিশ। সোমবার সন্ধ্যায় পশ্চিম ফালাকাটার কাছে একটি ভ্যানে ৫৯ কেজি গাঁজা বস্তায় পুরে পাচার করা হচ্ছিল। স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের সন্দেহ হওয়ায় ভ্যান আটকে পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে গাঁজা-সহ ভ্যান আটক করে।

ব্লক সম্মেলন
১০ ডিসেম্বর রাঙাপানিতে নকশালবাড়ি ব্লক তৃণমূল সম্মেলন হবে। ব্লক সভাপতি গৌতম কীর্তনিয়া জানান, সম্মেলনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব, রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়, বিধানসভায় তৃণমূলের মুখ্য সচেতক শোভনদেব চট্টোপাধ্যায় উপস্থিত থাকবেন।

পরিচয় জানা যায়নি
এক মহিলার মৃতদেহ উদ্ধারের পাঁচ দিন পরেও পরিচয় জানতে পারেনি পুলিশ। ঘটনাটি কার্শিয়াংয়ের সুকনা পুলিশ ফাঁড়ির। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৪ নভেম্বর সুকনা থেকে জাতীয় সড়ক ধরে দার্জিলিং যাওয়ার পথে ওই মহিলার দেহ রাস্তার পাশে পড়ে ছিল। দেহটি একটি কাপড়ে মোড়া ছিল। খবর পেয়ে পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে পাঠিয়ে দেয়। প্রাথমিক ভাবে পুলিশ জানিয়েছে, অন্তত ২০ দিন আগে ওই মহিলার মৃত্যু হয়। দেহটিতে পচন ধরেছিল। মহিলার পড়নে সাদা কাপড়ের উপর কমলা ফুল আঁকা চুড়িদার ছিল। পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।

শুনানি
আদিবাসী জমি দখল মুক্ত করার ব্যাপারে সোমবারও শুনানি হল। জলপাইগুড়ির বিভাগীয় কমিশনার অমরেন্দ্র সিংহের সামনে ইসলামপুর আদিবাসী জমিরক্ষা কমিটি ও ট্রান্সফারড এরিয়া সূর্যাপুর অর্গানাইজেশনের প্রতিনিধিদের বক্তব্য শোনা হয়। ইসলামপুর আদিবাসী জমিরক্ষা কমিটির নেতা মাটরু হাঁসদা এবং ট্রান্সফারড এরিয়া সূর্যাপুর অর্গানাইজেশনের পাশারুল আলম উপস্থিত ছিলেন। বিভাগীয় কমিশনার বলেন, “সমস্ত দিক খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।”

পঞ্চায়েত ভবনে তালা
প্রস্তাবিত গার্লস স্কুল দক্ষিণ সলসলাবাড়ি গ্রামে স্থাপনের দাবিতে পঞ্চায়েত ভবনে তালা ঝুলিয়ে প্রায় তিন ঘন্টা বিক্ষোভ দেখান গ্রামের বাসিন্দারা। আলিপুরদুয়ার ২ ব্লকের চাপরেরপাড় ২ পঞ্চায়েতে ঘটনাটি ঘটেছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.