নভেম্বর ২০১২
 
এই সংখ্যায় ‘নব আনন্দে জাগো’
এক বছরের প্রতীক্ষা শেষে তিনি এসেছিলেন। চার দিনের আনন্দ শেষে তিনি চলেও গেলেন সপরিবার। ফের এক বছরের অপেক্ষা। অপেক্ষা আর আনন্দের মিশেলে বাঙালির মনে মা দুগ্গার আগমন নিয়ে কত্ত যে ফানুস ওড়ে! কাঠামো পুজো থেকে মণ্ডপ নির্মাণ— এ দুয়ের ফ্রেমে বন্দি পুজো-উদ্যোগের নানা কাহিনি নিয়ে গত মাসের হাওয়াবদল প্রকাশিত হয়েছে। এ বার পুজো-পর্ব শেষে মায়ের বিদায়বেলায় আরও কিছু গপ্পো— বিদেশে শেষ সপ্তাহান্তে উদযাপিত বন্দনা থেকে শুরু করে এ দেশের একটি বিশেষ জায়গার পরিবর্তিত পুজো রীতির জানা-অজানা তথ্য। সঙ্গে ফোটোশপে বিভিন্ন জায়গায় মাতৃবন্দনার ক্যামেরাবন্দি নানারকম মুহূর্ত। আসলে এ ‘নব আনন্দে জাগো’র দ্বিতীয় ভাগ।


এ দেশ থেকে যখন মা নৌকায় করে প্রায় কৈলাস পৌঁছে গিয়েছেন, লক্ষ্মী একা একা আসার প্রস্তুতি নিচ্ছেন, তখন সেই তিনিই আবার আবির্ভূত
হচ্ছেন সপরিবারে এ বিশ্বেরই আর এক প্রান্তে। সন্তানের ডাকে সাড়া দিয়ে চার দিনের বদলে যদিও সেখানে থাকলেন মোটে দু’দিন। তবু মা
আসার আনন্দে উদ্বেলিত হল তো বিদেশের দুগ্গা প্রাণা বাঙালি! সময় ও ছুটির অভাবে বেশ কয়েক জায়গায় মা-কে আমন্ত্রণ জানানো
হয়েছে এই গত রোববারেও। বিদেশে আয়োজিত এ বারের কয়েকটি দুর্গা আরাধনার কথা নিয়ে ফের বিদেশে বন্দনা।
দুর্গা মন্দিরে দুর্গাপুজো, ডেট্রয়েট পূজারি অ্যাসোসিয়েশন, ফিনল্যান্ড ইন্ডিয়ান বেঙ্গলি অ্যাসোসিয়েশন, মন্ট্রিয়ল মাতৃবন্দনায় বিশ্ববাসী
কল্লোল, নেদারল্যান্ডস আমার পুজো, টরন্টো বলাকা শারদীয়া দুর্গোৎসব, নয়ডা


মা এসেছিলেন। চলেও গেলেন। তার মধ্যের যেটুকু আনন্দঘন মুহূর্ত,
সেটাই ধরা থাকল ফোটোশপে আপনাদের ক্যামেরায়।
 

পুজো ও পার্বণ
বলো দুগগা মাঈকি, জয়... ভাসান-পর্বের পর এই আপ্তবাক্যে মুখর বাঙালির আয়োজন-পর্বটা ঠিক কেমন ছিল? শুধু কি দুর্গার আগমনেই মুগ্ধ বাঙালি! নাকি আরও অনেক দেশি ও ভিনদেশি নিয়মকানুনে বাঁধা তাঁর আনন্দ-জগত্! বিদেশে থেকে পুজোর সময় ঠিক কেমন ভাবে উড়ু উড়ু করে তার মন, বাংলার জন্য, ছোটবেলার জন্য! সে সব অনুভূতি-সহ পুজো ও পার্বণ।
পরিবর্তনের পুজো ওড়িশায়! দুর্গা নয়, অসুর নিধন করে শিব

‘আমার বিজয়ার প্রণাম নিও মা’
 
 

মাঝ-মাসের সংযোজন
 
 
কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যায় কালীপুজো। তার আগের রাত ভূতচতুর্দশী। চোদ্দ শাক থেকে চোদ্দ প্রদীপ সবই সেই ‘অশুভ’ সময়কে ঠেকাতে। তবে এই ‘ভুতুড়ে’ বিষয়ে শুধু ভারতীয়রাই ‘ভীত’ নয়, সাহেবরাও। তাদের হচ্ছে ভূত উত্সব— হ্যালোউইন। আয়ারল্যান্ড থেকে শুরু হয়ে মার্কিন প্রদেশগুলো ঘুরে এই উত্সব এখন সারা বিশ্বের বোধহয়। তবে ভূতচতুর্দশী হোক বা ভূত উত্সব, সবই আসলে আলো দিয়ে ভয়ের আঁধার জয় করার ‘কৌশল’।
দীপালিকায় জ্বালাও আলো
লন্ডনের শহরতলির একটি জনপদ বার্কশায়ারের রেডিং। সেখানকার কালীপুজো ও আলোর উত্সবে মাতলেন
সুচেতনা সরকার
 
‘হাওয়াবদল’ আপনার কেমন লাগছে? লেখা, ছবি ও অন্যান্য বিষয়ে আপনার মতামত জানান নীচের ঠিকানায়:
হাওয়াবদল
আনন্দবাজার পত্রিকা, ইন্টারনেট সংস্করণ
৬ প্রফুল্ল সরকার স্ট্রিট, কলকাতা ৭০০০০১

ই-মেল করুন haoabadal@abp.in অথবা haoabadal@gmail.com
 
এ যাবৎ ২০১২
জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন
বিদেশ বিভুঁই
নরওয়ে, প্যারিস,
সান ফ্রান্সিসকো
উত্তরবঙ্গে ট্রেকিং
টাইগার রিজার্ভ প্রজেক্ট,
অ্যাডভেঞ্চার ক্যাম্প
দ্বীপ রাজ্য
স্প্লিট শহর, আন্দামান,
লেমন আইল্যান্ড
কাজের ফাঁকে
আমস্টারডামের টিউলিপের বাগান,
সেন্ট লুইস শহরের
গেটওয়ে আর্চ
পাহাড়ের টানে
কুমায়ুন জঙ্গলের সুন্দরডুঙ্গা,
তুষার তীর্থ— অমরনাথ যাত্রা
মেলা-সমাগম
মালয়েশিয়া, মালাক্কা ও
পুরুলিয়ার ভিন্ন ধরনের ‘মেলা’

জুলাই অগস্ট সেপ্টেম্বর অক্টোবর
খামখেয়ালি পাহাড়
চুইখিম, উত্তরাখণ্ড,
কানাডিয়ান রকিজ
সাক্ষী যখন ইতিহাস
গ্রিস, মিশর, চিনের প্রাচীর
মার্কিন জাতীয় উদ্যান
গ্র্যান্ড ক্যানিয়ন ও লাস ভেগাস

নব আনন্দে জাগো
বিদেশে বন্দনা, জেলায় সেরা,
গাঁধীজির জন্মস্থান

Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player


রোজের আনন্দবাজারএ বারের সংখ্যা • সংবাদের হাওয়াবদল • আপনার রান্নাঘর • খানা তল্লাশি পুরনো সংস্করণ
 
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.