নেদারল্যান্ডস |
কল্লোল-এর দেবী বন্দনা |
গ্রীষ্ম শেষে যখন পাতা ঝরার সময় উপস্থিত, ঠিক তখনই নেদারল্যান্ডসের প্রবাসী বাঙালিদের মনেও বেজে ওঠে আগমনীর সুর। স্থানীয় ‘কল্লোল’গোষ্ঠীর উদ্যোগে এখানকার পুজো এ বার তৃতীয় বছরে পা রাখল। পুজোর নির্দিষ্ট দিনেই পুজোর আয়োজন করা হয়, আর ওই চার দিনের পুজোর আয়োজনকে কেন্দ্র করে সারা বছর মেতে থাকেন এখানকার বাঙালিরা। |
|
পুজোর শুরু |
২০১০ সালে নেদারল্যান্ডসের ভোরস্কোতেন শহরের সাংস্কৃতিক কেন্দ্রে প্রথম বার আয়োজিত হয় কল্লোল গোষ্ঠীর দুর্গাপুজো। প্রতিমা এসেছে কলকাতা থেকে, শিল্পী শ্রী প্রশান্ত পাল। ফাইবার গ্লাসের
এই একই প্রতিমা পূজিত হচ্ছেন গত তিন বছর যাবত্।
|
পুজোর বৈশিষ্ট্য |
প্রাক-পুজো প্রস্তুতি শুরু হয়ে যায় নতুন বাংলা বছরের শুরু থেকে। প্রতি সপ্তাহান্তে চলে তার আয়োজন। সপ্তমীতে পুজোর সূচনা পর্বে উপস্থিত থাকেন নেদারল্যান্ডসে নিয়োজিত ভারতীয় রাষ্ট্রদূত ভাস্বতী মুখোপাধ্যায়-সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। পুজোর চার দিন ভোর থেকে রাত্রি পর্যন্ত কেটে যায় হৈ চৈ, আনন্দের মধ্যে। পুষ্পাঞ্জলি, খাওয়াদাওয়া আড্ডা তো আছেই, তার সঙ্গে প্রত্যেক দিন সন্ধেবেলা আয়োজন করা হয় বিভিন্ন সংস্কৃতিক অনুষ্ঠানের। নাচ, গান, নাটকে ভরপুর সেই সব অনুষ্ঠান এক বাড়তি আকর্ষণ।
শুধুমাত্র বাঙালিরাই নন, ভাষা-ধর্ম নির্বিশেষে প্রজন্ম ভেদে বহু মানুষের সমাগম যেন দেশে ফেলা আসা পুজোর দিনগুলোকে ফিরিয়ে দেয়। এ ছাড়াও কল্লোলের পক্ষ থেকে একটি শারদীয়া পত্রিকা প্রকাশ করা হয়। পরিচিতদের সঙ্গে গল্প-আড্ডা তো আছেই, এই পুজোর বড় প্রাপ্তি নতুন মুখকে আপন করে নেওয়া। বিজয়া দশমীতে সিঁদুরখেলা দিয়ে সাঙ্গ হয় পুজো পর্ব।
|
ভোগ বিশেষত্ব |
স্থানীয় বাঙালিদের আন্তরিক সহযোগিতায় প্রতিদিন করা হয় ভোগের আয়োজন— ভাত, খিচুড়ি, পোলাওয়ের সঙ্গে থাকে পাঁচ রকমের ভাজা। দধিকর্মার আয়োজনও সম্পূর্ণ থাকে ভোগের আয়োজনে।
|
এ বারের পুজো |
নির্ঘন্ট |
২১ অক্টোবর ২০১২ |
মহাসপ্তমী |
সকাল ৯টা |
পূজা আরম্ভ |
দুপুর ১২টা |
অঞ্জলি |
দুপুর ১টা |
ভোগ |
সন্ধে ৬টা |
সন্ধ্যারতি |
সন্ধে সাড়ে ৬টা |
নৈশাহার |
রাত্রি ৮টা থেকে ১০টা |
সাংস্কৃতিক অনুষ্ঠান |
২২ অক্টোবর ২০১২ |
মহাষ্টমী |
সকাল ৯টা |
পূজা আরম্ভ |
দুপুর ১২টা |
অঞ্জলি |
দুপুর ১টা |
ভোগ |
সন্ধে সাড়ে ৫টা |
সন্ধিপুজো, অঞ্জলি এবং সন্ধ্যারতি |
সন্ধে সাড়ে ৬টা |
নৈশাহার |
রাত্রি ৮টা থেকে ১০টা |
নাটক |
২৩ অক্টোবর ২০১২ |
মহানবমী |
সকাল ৯টা |
পূজা আরম্ভ |
দুপুর ১২টা |
অঞ্জলি |
দুপুর ১টা |
ভোগ |
সন্ধে ৬টা |
সন্ধ্যারতি |
সন্ধে সাড়ে ৬টা |
নৈশাহার |
রাত্রি ৮টা থেকে ১০টা |
সাংস্কৃতিক অনুষ্ঠান |
২৪ অক্টোবর ২০১২ |
মহাদশমী |
সকাল ১০টা |
পূজা আরম্ভ |
দুপুর ১২টা |
অঞ্জলি |
দুপুর সাড়ে ১২টা |
বিসর্জন ও সিন্দুরখেলা |
দুপুর ২টো |
ভোগ |
দুপুর ২টো থেকে দুপুর ৩টে |
বিজয়া সম্মিলনী |
|
উদ্যোক্তা |
কল্লোল-IBANLPrinses Marijkelaan 4,
2252 HH, Voorschoten,
The Netherlands Website: www.durgapuja.nl
Email id: Pranesh@ibanl.com |
তথ্য ও ছবি: তনিমা চট্টোপাধ্যায়, নেদারল্যান্ডস |
|
|
|
|