উত্তরবঙ্গ |
টোকার দায়ে খাতা বাতিল,
তবু পাশ তৃণমূল ছাত্রনেতা |
নিজস্ব সংবাদদাতা, মালদহ: টোকাটুকি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ায় তৃণমূল ছাত্র পরিষদের এক ছাত্র নেতার খাতা বাতিল করে দেওয়া হয়েছিল। কিন্তু পরীক্ষার ফল বেরোলে দেখা গেল, তিনি পাশ করে গিয়েছেন। শুক্রবার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ঘটনায় বিড়ম্বনায় পড়েন। তাঁরা অবশ্য এই দিনই ওই ছাত্র নেতার ফল প্রত্যাহার করে নিয়েছেন। জানিয়েছেন, ভুল করেই ওই ফল প্রকাশিত হয়ে গিয়েছিল। ওই ছাত্র নেতার নাম অনিমেষ সরকার। পড়েন মালদহের গাজল কলেজে। গত ২৩ অগস্ট স্নাতক দ্বিতীয় বর্ষের (সাধারণ) পরীক্ষায় বাংলা ষষ্ঠ পত্রে টোকাটুকি করার জন্য তাঁর খাতা বাতিল করে দেওয়া হয়। |
|
নিজস্ব সংবাদদাতা, রায়গঞ্জ: চোর অপবাদ দিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে মারধর করায় অপমানে এক যুবক আত্মঘাতী হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুর নাগাদ মারধরের ঘটনাটি ঘটে। শুক্রবার দুপুর নাগাদ রায়গঞ্জ থানার মারাইকুড়া গ্রাম পঞ্চায়েতে দক্ষিণ দেবীনগর কোচপুকুর এলাকার একটি আমগাছ থেকে ঝুলন্ত অবস্থায় যুবকের দেহ উদ্ধার হয়। তিনি ওই এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, মৃতের নাম সজল বিশ্বাস (২৪)। তিনি পেশায় ফেরিওয়ালা ছিলেন। দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করা না হলে মৃতের পরিবারের লোক এ দিন থানার সামনে অনশনে বসার হুমকি দেন। |
‘চোর’ অপবাদে ফাঁসে
আত্মঘাতী ফেরিওয়ালা |
|
রাজাদের স্মারক ফেরাতে আবেদন |
জাল নোট, গ্রেফতার তরুণীকে |
|
মারধরে অভিযুক্ত তৃণমূল নেতা |
|
টুকরো খবর |
|
শিলিগুড়ি-জলপাইগুড়ি |
৮ মাসেই বদলি শিলিগুড়ির সিপি |
|
কিশোর সাহা, শিলিগুড়ি: সিপিএম-তৃণমূলের মিছিল ঘিরে ১০ এপ্রিল প্রায় আড়াই ঘণ্টা ধরে কয়েক দফায় সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছিল শহর শিলিগুড়ি। সেই রাতেই শিলিগুড়ির পুলিশ কমিশনার আনন্দ কুমারের ক্ষমতা খর্ব করে কমিশনারেটের তদারকির দায়িত্ব উত্তরবঙ্গের আইজিকে দিয়েছিল রাজ্য স্বরাষ্ট্র দফতর। তার ৯ দিনের মাথায় আনন্দ কুমারকে ব্যারাকপুরের ডিআইজি (প্রশিক্ষণ) পদে বদলি করল রাজ্য। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন দুর্নীতি দমন শাখার ডিআইজি কে জয়রামন। যিনি দীর্ঘদিন শিলিগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার পদে ছিলেন। |
|
আইপিএসদের বলির পাঁঠা করা হচ্ছে, অভিযোগ সূর্যের |
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি: কিছু হলেই আইপিএসদের বলির পাঁঠা করা হচ্ছে বলে অভিযোগ তুললেন রাজ্যের বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। শিলিগুড়ির পুলিশ কমিশনার আনন্দ কুমারের বদলের প্রসঙ্গে শুক্রবার সূর্যবাবু এ কথা বলেন। এ ভাবেই আইপিএস মহলে বিভাজনের সূক্ষ কৌশল শুরু করল সিপিএম। দলের নেতাদের অভিযোগ, শিলিগুড়ির পার্টি অফিস আগুনের হাত থেকে বাঁচানোর জন্যই বদলি করা হল আনন্দ কুমারকে। শুক্রবার শিলিগুড়িতে ছিলেন সূর্যবাবু। আনন্দ কুমারের বদলির প্রসঙ্গ তুলে বলেন, “সব সময় বলির পাঁঠা হচ্ছেন আইপিএস অফিসারেরা। |
|
|
|
|
সাত ঘণ্টা
শহরে সূর্য |
|
|
কর্মসূচি নিয়ে
বিরোধ কংগ্রেসে |
আয় বাড়াতে মিউটেশন
ক্যাম্প শুরু পুরসভার |
|
ফালাকাটার পরিবারকে সাহায্য করবে প্রশাসন |
|
মানসিক ভারসাম্যহীন
হাত-বাঁধা যুবক উদ্ধার |
আদালতের অবমাননা,
ধৃত শিক্ষক |
|
টুকরো খবর |
|
|
|
চিত্র সংবাদ |
|
|