আদালতে মামলা চলা একটি বিতর্কিত জমিতে পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে গণ্ডগোলে এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক তথা ইংরেজবাজার পুরসভার ভাইস চেয়ারম্যান দুলাল সরকারের বিরুদ্ধে। শুক্রবার দুপুর ১২টা নাগাদ ঘটনাটি ঘটে ইংরেজবাজার থানার গয়েশপুরে। ওই ঘটনায় জখম ব্যবসায়ী দেবাশিস রায়ের অভিযোগের ভিত্তিতে দুলালবাবুর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। জখম দেবাশিসবাবুকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তৃণমূলের মালদহের সভাপতি তথা নারী ও সমাজ কল্যাণ দফতরের মন্ত্রী সাবিত্রী মিত্র বলেন, “দলের সঙ্গে ওই ঘটনার সম্পর্ক নেই। আইন আইনের পথে চলবে। কেউ যদি অন্যায় করে পুলিশ ব্যবস্থা নেবে।” অভিযুক্ত দুলালবাবু বলেন, “এক বিধবার জমি জোর করে ওই ব্যবসায়ী দখল করার চেষ্টা করছিল। তা জানতে পেরে বাধা দিয়েছি। মারধর করা হয়নি।” মালদহে পুলিশ সুপার কল্যাণ মুখোপাধ্যায় বলেন, “অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।” পুলিশ সূত্রের খবর, শহরের একটি হোটেলের পিছনে বহু টাকা মূল্যের একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে দেবাশিসবাবুর সঙ্গে বিধবা মহিলা পূর্ণিমা চক্রবর্তীর বিরোধ চলছে। তা নিয়ে আদালতে মামলা চলছে। কয়েক দিন আগে দেবাশিসবাবু কিছু লোক নিয়ে গিয়ে পূর্ণিমা দেবীকে মারধর করে ওই জমি দখলের চেষ্টা করেন। এদিন পূর্ণিমা দেবী ওই জমির সীমানা পাঁচিল দেওয়ার কাজ শুরু করেন। তা জানতে পেরে দেবাশিসবাবু বাধা দেন। দুলালবাবু বেশ কয়েক জনকে সঙ্গে নিয়ে গিয়ে তাঁর উপরে চড়াও হন বলে অভিযোগ। মারধরে দেবাশিসবাবুর কান দিয়ে রক্ত বেরিয়ে যায়। তিনি বলেন, “ওই জমি নিয়ে মামলা চলছে। সীমানা পাঁচিল দেওয়া হচ্ছে শুনে বাধা দিই। দুলালবাবু আমাকে মারধর করেন। আমার কাছে থাকা ২০ হাজার টাকা ও সোনার হার ছিনিয়ে নেন।” |