খুব শিগগিরি ইসলামপুর শহরের আঞ্চলিক পরিবহণ দফতরের শাখা খুলতে চলেছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। দফতর খুলতে প্রথম পর্যায়ে প্রায় ৫ লক্ষ টাকা বরাদ্দ করেছে প্রশাসন। ইসলামপুর মহকুমা শাসক দফতরেরই এই শাখা খোলা হবে বলে মহকুমা প্রশাসন সূত্রে জানানো হয়েছে। ইসলামপুরের মহকুমা শাসক সমনজিত্ সেনগুপ্ত বলেন, “পরিবহণ বিষয়ক য়ে কোন কাজের জন্যই মহকুমার বাসিন্দাদের ছুটতে হয় রায়গঞ্জে। ইসলামপুরে অঞ্চলিক পরিবহণ দফতরের এই শাখাটি পুর্ণাঙ্গ ভাবে খোলা হবে। সেই দফতরের যে কোন সমস্যাই সমাধান করা যাবে। নতুন গাড়ি নথিবদ্ধ করা যাবে।” নতুন গাড়ি বা বাইক কিনলে নথিভুক্ত করানোর জন্য ইসলামপুরের বাসিন্দাদের প্রায় ১২০ কিলোমিটার দূরের জেলা সদর রায়গঞ্জে যেতে হয় বলে অভিযোগ। শুধু ইসলামপুর শহরই নয়, পুরো মহকুমার বাসিন্দাদেরই এই দুর্ভোগ পোহাতে হয় বলে অভিযোগ।
|
এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। .শুক্রবার গোয়ালপোখর থানার মহুয়া পঞ্চায়েতের কুলাভিটা এলাকা থেকে দেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, মৃত ওই ব্যক্তির নাম মহম্মদ শাহিদ (৩৫)। বাড়ি কুলাভিটা এলাকায়। এ দিন সকালে তাঁর ঝুলন্ত দেহ ঘরে দেখতে পেয়ে পরিবারের লোকজন পুলিশকে খবর দেয়। ঘটনার তদন্তে নেমে পুলিশ জেনেছে, ওই যুবক প্রায় এক বছর আগে বিয়ে করেন। স্ত্রীর সঙ্গে নানা কারণে বিবাদ লেগেই থাকত। ওই কারণে মানসিক অবসাদে ভুগে আত্মহত্যা করেন। |