জাল নোট পাচার করার সময় পুলিশ এক তরুণীকে বমাল গ্রেফতার করে। শুক্রবার কালিয়াচক থানার চৌরঙ্গী মোড় থেকে তাকে ধরা হয়েছে। তার কাছ থেকে এক লক্ষ টাকার জাল নোট উদ্ধার করেছে পুলিশ।
প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানিয়েছে, ধৃতের বাড়ি বৈষ্ণবনগরের গ্যামনপাড়া এলাকায়। তাকে জেরা করে পুলিশ জানতে পেরেছে যে, এর আগেও সে তিন-চার বার জাল নোট রাজ্যের বিভিন্ন জায়গায় সরবরাহ করে এসেছে। ওই তরুণী নিজেকে দ্বাদশের ছাত্রী বলে দাবি করলেও সে আদৌ ছাত্রী কি না তার খোঁজখবর শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই দিন গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সকাল থেকেই চৌরঙ্গি মোড়ে সাদা পোশাকে অপেক্ষা করছিল। ওই তরুণী বাস ধরতে আসতেই পুলিশ তাকে হাতেনাতে ধরে ফেলে। তাকে কাল, শনিবার আদালতে তোলা হবে বলে পুলিশ জানিয়েছে। এই প্রসঙ্গে জেলা পুলিশ সুপার কল্যাণ মুখোপাধ্যায় বলেন, “জাল নোট পাচার চক্রে মালদহে এই প্রথম কোন মহিলাকে ধরা হল। তাই ওই চক্রের সঙ্গে আরও অনেক মহিলা যুক্ত থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। সেই কারণেই আদালতে তোলার পর তাকে পুলিশি হেফাজতে নেওয়া হবে। তাকে জিজ্ঞাসাবাদ করে আরও বেশ কিছু তথ্য পাওয়া যেতে পারে।” তিনি জানান, পুলিশের চোখ এড়াতে জাল নোট চক্রের পান্ডারা এখন পুরুষদের পরিবর্তে মেয়েদের জাল নোট পাচারের কাজে নামাচ্ছে। |