চোর অপবাদ দিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে মারধর করায় অপমানে এক যুবক আত্মঘাতী হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুর নাগাদ মারধরের ঘটনাটি ঘটে। শুক্রবার দুপুর নাগাদ রায়গঞ্জ থানার মারাইকুড়া গ্রাম পঞ্চায়েতে দক্ষিণ দেবীনগর কোচপুকুর এলাকার একটি আমগাছ থেকে ঝুলন্ত অবস্থায় যুবকের দেহ উদ্ধার হয়। তিনি ওই এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, মৃতের নাম সজল বিশ্বাস (২৪)। তিনি পেশায় ফেরিওয়ালা ছিলেন। দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করা না হলে মৃতের পরিবারের লোক এ দিন থানার সামনে অনশনে বসার হুমকি দেন।
বৃহস্পতিবার চোর অপবাদ দিয়ে দুষ্কৃতীদের মারে এলাকার বাসিন্দা পেশায় গ্যারাজকর্মী বিজয় দাস নামে আরও এক যুবক জখম হন। তাঁকে রায়গঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ওই ঘটনার পরে মৃত সজলের বাবা পেশায় মিলকর্মী হরিদাস বিশ্বাস রায়গঞ্জ থানায় দুই যুবকের নামে ছেলেকে মারধর করে আত্মহত্যা করায় প্ররোচনার অভিযোগ করেন। আইসি দীনেশ প্রামাণিক বলেছেন, “অভিযুক্তরা পলাতক। তল্লাশি চলছে। তদন্তের স্বার্থে অভিযুক্তর নাম গোপন রাখা হয়েছে। ৩০৬ ধারায় আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।” সজলবাবু এবং বিজয়বাবুর বিরুদ্ধে থানায় কোনও অভিযোগ ছিল না বলেও এ দিন পুলিশ কর্তারা জানিয়েছেন।
বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১২টা নাগাদ স্থানীয় দুই যুবক সজলবাবুর বাড়িতে ঢুকে দাবি করে, দক্ষিণ দেবীনগর এলাকার কয়েকটি প্লাস্টিক কারখানা ও দোকানে কয়েক দিন ধরে চুরি হচ্ছে। ওরা সজলবাবুকে চুরির ঘটনায় জড়িত বলে চোরাই সামগ্রী কোথায় বিক্রি করেছে জানতে চায়। অভিযোগ, সজল চুরির ঘটনা সম্পর্কে কিছু জানেন না বলে দাবি করলে দুই যুবক তাঁকে বাইকে তুলে মহারাজা হাই স্কুল সংলগ্ন এলাকায় নিয়ে যায়। এর পরে একই অপবাদ দিয়ে বিজয়বাবুকে সেখানে নিয়ে যাওয়া হয়। দুষ্কৃতীরা দু’জনকে বেল গাছের ডাল দিয়ে বেধরক মারধর করে পালিয়ে যায় বলে অভিযোগ। খবর পেয়ে পরিবারের লোকজন সজলবাবু ও বিজয়বাবুকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। রাতে বিজয়বাবুকে হাসপাতালে ভর্তি করানো হয়।
মৃত যুবকের মা শোভাদেবী বলেন, “ছেলে সারা দিন ফেরি করে জিনিস বিক্রি করে। চুরির ঘটনা সম্পর্কে কিছু জানে না।” সজলবাবুর দাদা রাজুবাবু বলেন, “চোর অপবাদ দিয়ে মারধর করে টাকা আদায় করার জন্য দুষ্কৃতীরা ভাইকে তুলে নিয়ে যায়। অবিলম্বে পুলিশ দুষ্কৃতীদের গ্রেফতার না করলে পরিবারের লোকজনকে নিয়ে থানা চত্বরে গিয়ে অনশনে বসব।” এ দিন হাসপাতালের শয্যায় শুয়ে দুষ্কৃতীদের মারে জখম অন্য যুবক বিজয়বাবু দাবি বলেন, “চুরির ঘটনা সম্পর্কে কিছুই জানি না। দুষ্কৃতীরা চোর অপবাদ দিয়ে বেধড়ক মারধর করে টাকা ও চোরাই মাল দাবি করে।” আইসি জানান, দক্ষিণ দেবীনগরে কোনও চুরির ঘটনার অভিযোগ থানায় জমা পড়েনি। নতুন কায়দায় তোলা আদায়ের জন্য দুষ্কৃতীরা এটা করেছে বলে পুলিশের সন্দেহ। |