চিত্র সংবাদ |
|
হ্যালোজেন বৃষ্টির রং। ভিজে ভিজে বাড়ি ফেরা। শুক্রবার বালুরঘাটে তোলা নিজস্ব চিত্র।
|
|
মালদহ রামকৃষ্ণ মিশনে রামনবমী উপলক্ষে ভিড়। শুক্রবার তোলা নিজস্ব চিত্র।
|
|
রামনবমী উপলক্ষে রঘুনাথের মেলায় ভক্তদের পূণ্যস্নান আত্রেয়ী নদীতে। বালুরঘাটে শুক্রবার তোলা নিজস্ব চিত্র।
|
|
আকাশ চিরে। কালো মেঘে ঢাকা আকাশে বিদ্যুতের ঝলক।
শুক্রবার জলপাইগুড়িতে ছবিটি তুলেছেন সন্দীপ পাল।
|
|
শিলাবৃষ্টি: নববর্ষের প্রথম বৃষ্টি, তার সঙ্গে শিল। শুক্রবার বিকেলে কার্শিয়াঙের ডাউগিল এলাকায় হঠাত্ এই শিলাবৃষ্টির ফলে তাপমাত্রা অনেকটাই নেমে যায়। তবে শিল পড়ায় চা বাগানগুলির বেশ ক্ষতি হয়েছে। ক্ষতি হয়েছে আলুরও। এ দিন ৬৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে। বৃষ্টির ফলে তাপমাত্রা ১০ ডিগ্রির নীচে নেমে গিয়েছে বলে আবহওয়া দফতর সূত্রের খবর। ছবি: রবিন রাই। |
|